সর্বশেষ পর্যবেক্ষন- ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর..........
লিখেছেন লিখেছেন গৃহস্থের কইন্যা ১১ মার্চ, ২০১৪, ০৩:১৩:৩৫ রাত
উত্তর মেরু থেকে নয় ঘন্টা বিরতিহীন যাত্রার পর টার্কিশ এয়ার লাইনের প্লেন তুরস্কের ইস্তানবুল এয়ারপোর্টে অবতরণ করল, ঘড়ির কাটায় তখন বিকেল ঠিক চারটা। ঢাকার উদ্দেশে পরবর্তি ফ্লাইটের জন্য আড়াই ঘন্টা যাত্রা বিরতি, ট্রান্সফার লাউঞ্জে বসে আছি। চকচকে ঝকঝকে নিট এন্ড ক্লিন এয়ারপোর্ট। হাইবুট, স্কার্ট পরা হাস্যজ্জল তুর্কী মেয়েরা ছেলেদের সাথে পাল্লা দিয়ে গটগট করে যে যার মত হেটে চলছে, বুঝার উপায় নেই এটি একটি মুসলিম রাষ্ট্র, যদিও ট্রান্সফার লাউঞ্জের এক কোনায় "Mosque/Masjid" লিখা একটি সাইন ঝুলছে। এরই মাঝে আসর-মাগরিবের সময় পার হয়ে গেল, তবে আজানের শব্দ শোনা গেল না। এই হচ্ছে অতি সংক্ষেপে আমার পর্যবেক্ষনের ইস্তানবুল এয়ারপোর্ট। এবার ঢাকার কথায় আসি- অতপর বিরতিহীন সাত ঘন্টা যাত্রার পর স্থানিয় সময় ভোর পাঁচটায় দেশের মাটিতে পা রাখলাম। তেল চিটচিটে দুঃগন্ধময় চিরচেনা ঢাকা বিমান বন্দর, কিছুক্ষন পর খোদ এয়ারপোর্টের ভিতরেই শুরু হয়ে গেল কান ঝালাপালা আজানের কর্কশ শব্দ, সেই সাথে লক্ষ্য করা গেল অসভ্যের মত তাকিয়ে থাকা লোকজন এবং ট্রাবলমেকার ধান্ধাবাজ বিমান বন্দর কর্মচারিদের দৌড়ঝাপ, এদের অনেকেরই গালে দাড়ি, মাথয় গোলটুপি।
বিষয়: বিবিধ
১৩৪৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথাগুলো একটু কেমন হয়ে গেলো না। বাংলাদেশে আযান তো মাশাআল্লাহ ভালো ই লাগে। আযান শুনতে পেরেছেন এইজন্য তো আলহামদুলিল্লাহ বলা উচিত ছিলো।
আরে আমিও তো এইখানেই!
আফনারে চিনমু ক্যামতে? ;
মন্তব্য করতে লগইন করুন