ড. মোঃ জাফর ইকবালের লেখা "কিন্তু".. এবং আমার কিছু প্রশ্ন ও মতামত (স্যারের নিজের ফিল্টারে নিজেই আটকে যাওয়া)।
লিখেছেন লিখেছেন আলোকিত পথ ০৭ নভেম্বর, ২০১৪, ১১:৫৭:৪১ রাত
ড. মোঃ জাফর ইকবাল 
একটা লেখা লিখেছেন (http://www.priyo.com/blog/2014/11/06/117222.html)। তিনি তার লেখায় লিখলেনঃ "টবি ক্যাডম্যান এই "কিন্তু" শব্দটা উচ্চারণ করে যুদ্ধাপরাধীদের বিচার যে কী পরিমাণ নিম্নমানের এবং কী পরিমাণ অগ্রহণযোগ্য তার বিস্তারিত বর্ণনা দিতে শুরু করল।"
আমার মতামতঃ জি। তিনি অনেক বর্ননা দিয়েছেন। স্যারের কাছে কি সেগুলো অগ্রহনযোগ্য মনে হয়েছে?
এরপর তিনি আরো ক্ষোভ প্রকাশ করে বললেনঃ "আমাদের দেশের সেই একই বিচার ব্যাবস্থা যখন পুরোপুরি এই দেশের আইনে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে তখন হঠাৎ করে তাদের মনে পড়ল যে বিচার আন্তর্জাতিক মানের হচ্ছে না।"
আমার মতামতঃ আন্তর্জাতিক মানের না হোক, সাধারন যেকোন বিচারের মানে পড়লেই তো হতো। কিন্তু এগুলো পড়ে দেখুন স্যার। সাধারন মানের বিচারেও কি এগুলো টেকে? এই অভিযোগগুলোর অসঙ্গতি দেখে আপনি কি বলবেন?
১। অধ্যাপক গোলাম আযমঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/55617
২। মাওলানা মতিউর রহমান নিজামীঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56011
৩। আল্লামা সাঈদীঃ https://www.facebook.com/FreeSayeedi
৪। আলী আহসান মোঃ মুজাহিদঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/55102
৫। মোঃ কামারুজ্জামানঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56223
৬। এটিএম আজহারুল ইসলামঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/53713
৭। মীর কাসেম আলীঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56087
দেখুন এই পেজটাঃ https://www.facebook.com/FreeJamaatLeadersBD,
বাংলাদেশের সেই সময়কার শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী সম্পর্কেও তিনি লিখলেন। কিন্তু তিনি নিচের এই বিষয়ে কি বলবেন? 
মাওলানা মতিউর রহমান নিজামী সম্পর্কে আরো যেসব প্রশ্ন তার কাছে রইলোঃ https://www.facebook.com/FreeMaulanaNizami, http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56011
অধ্যাপক গোলাম আযমের ছেলে সম্পর্কেও বললেন, আমার মতামত শুধু এটুকুইঃ 
মোঃ কামারুজ্জামান সম্পর্কেও বললেন, আমি শুধু এই লিঙ্কটাই দিচ্ছি, দেখে নিবেন কষ্ট করেঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56223
সবশেষে একটু কথা নিজ থেকে না বললেই নয়ঃ না, কথা বললে অনেক বলা যাবে তার চেয়ে বরং নিশ্চুপ হয়ে এই ছবিটাই প্রদর্শন করে আজকে এখানেই শেষ করিঃ
তিনি চেতনার যে ফিল্টার আবিষ্কার করেছেন, দুঃখজনক হলেও সত্য যে, তিনি নিজেই ও তার পরিবারের অনেকেই সেই ফিল্টারেই আটকা পড়ে যাচ্ছেন :(
বিষয়: বিবিধ
৪৬৯৫ বার পঠিত, ২১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
থামলে ভাল লাগে ।
কারণ উনারা আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা শেখান এটা উনাদের চেতনার কথা সে সময়ের - যেটা ছিল যুদ্ধে না গিয়ে ঘরে বসে টাইম পাস করা ।
এধরনের চেতনা দিয়ে সে যদি নতুন প্রজন্মকে আহবান করে তাহলে সেটা সে তরুন প্রজন্মের তথা দেশের জন্যই
বিপথের হবে ।
সত্য কি সেটা ভুলে গিয়েছেন!!
কিন্তু শেখ হাসিনা যখন বলেন, " আমার বেয়াই রাজাকার কিন্তু যুদ্ধাপরাধী না। ইন্ডিয়া আমাদের সীমান্তে হয়ত কিছু মানুষ মারে কিন্তু তারা আমাদের বন্ধু"
তখন "কিন্তু" শব্দটা খুব শ্রুতিমধুর লাগে। মনে হয়, এটা মুক্তিযুদ্ধের পক্ষের শব্দ।
কমেন্টে ভরিয়া দিলুম
মন্তব্য করতে লগইন করুন