আয়েশা ফয়েজ এর চলে যাওয়া ও চেতনার ফিল্টারের কাছে রেখে যাওয়া কিছু প্রশ্ন
লিখেছেন লিখেছেন আলোকিত পথ ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২৩:০৬ দুপুর
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন
উল্লেখ্য যে, তিনি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব এর মাও বটে। ইন্তেকালের সময় তার ঐ দুই ছেলে মায়ের পাশে ছিলেন।
তার জন্ম ১৯৩০ সালের ২৩ মার্চ, নানাবাড়ি বারহাট্টার কৈলাটি গ্রামে। বাবা শেখ আবুল হোসেন এবং মা খায়রুন নেসা। ১৯৪৪ সালের ৮ ফেব্রুয়ারি ফয়জুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ হন তৎকালীন পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান।
তিনি হয়তো আক্ষেপ নিয়ে মারা গেছেন তার স্বামীর হত্যার সুষ্ঠু বিচার না দেখে যেতে পারার কারনে। তবে তার চেয়েও বড় কথা তিনি জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখে গেছেন। প্রশ্ন রেখে গেছেন চেতনার ফিল্টারের কাছে। কি জবাব দেওয়া হবে?
দেখুন সেই বিষয়টিঃ
বিষয়: বিবিধ
১৪৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন