মেশিন রিড়েবল ( ডিজিটাল) পাশপোর্ট শেষ হয়ে গেলে করনীয়
লিখেছেন লিখেছেন বিন হারুন ২৮ মে, ২০১৬, ০১:০৭:৫৪ দুপুর
প্রবাসীদের সবসময় লক্ষ্য রাখতে হয় পাশপোর্ট, ভিসা, ইন্সুরেন্স, ইমারাত আইড়ি, লেবার কার্ড কখন শেষ হচ্ছে.
আপনার এমআরপি ( ডিজিটাল) পাশপোর্টের মেয়াদ ৬মাসের একদিন কম হলেও তাতে ভিসা নবায়ন হবে না. তাই খেয়াল রাখুন আপনার ভিসা নবায়নের সময় পাশপোর্টের মেয়াদ ৬মাসের বেশী আছে কি না. না থাকলে ভিসা শেষ হওয়ার কম পক্ষে ৩মাস আগে থেকে পাশপোর্ট নবায়নের কাজ শুরু করুন.
যে ভাবে শুরু করবেন আপনার পাশপোর্ট নবায়নের কাজ.
প্রথমে নিচের আবেদন পত্রটি পূরন করুন, হাতে লিখলেও চলবে তবে স্পষ্ট করে লিখবেন.
সাথে আপনার (বর্তমান এমআরপি পাশপোর্টের এবং ভিসার কপি) সংযোজন করুন. সাথে অর্জিনাল পাশপোর্ট সহ ইমরতে আপনার নিকটস্থ বাংলাদেশ দূতাবাসে যান. সরাসরি যান কোন দালালের মাধ্যমে নয়, দূতাবাসের গেইটে অনেক অসাধু দালাল আপনাকে ডাকবে টাকার বিনিময়ে সাহায্য দেবে বলে, আপনি ওদিকে না দেখে সোজা দূতাবাসে ঢুকে সিরিয়াল নং নিয়ে নির্ধারিত ফি জমা করে আপনার আঙ্গুলের ছাপ দিয়ে আপনার নতুন পাশপোর্ট পাওয়ার তারিখ নিন.
নিচের ফর্মটি প্রিন্ট করে সংগ্রহে রাখতে পারেন.
বিষয়: বিবিধ
১৫৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন