যুদ্ধের ইতিহাসে যদি জঙ্গির গন্ধ পাওয়া যায়..

লিখেছেন লিখেছেন বিন হারুন ০৪ মে, ২০১৬, ১০:৪২:০৭ রাত



আজ আমার দেশ অনলাইন পত্রিকায় একটি খবর শিরোনাম করেছে "মাদ্রাসার বইয়ে জঙ্গিবাদের ‘গন্ধ’ চিহ্নিত করে বাদ দেয়ার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের"

মাদ্রাসায় কি তাহলে এতোদিন জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হচ্ছে? তাহলে কি দেশের মাদ্রাসা শিক্ষার্থীরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিনরা জঙ্গি শিক্ষায় শিক্ষিত?

মাদ্রাসার বইগুলোতে রয়েছে সাহাবা, নবী রাসূল স. এর জিবনী. অন্যায়ের বিরুদ্ধে তাঁরা কিভাবে লড়েছেন তাঁর ইতিহাস. এসবকে যদি জঙ্গি বলা হয় তাহলে কবি নজরুলের "চল চল চল, উর্দ্ধ গগণে বাজে মাদল" ওলামায়ে কেরামের বৃটিশ বিরোধী আন্দোলন, মুক্তি যুদ্ধের চেতনা, হানাদার বাহিনির বিরুদ্ধে মুক্তি যুদ্ধের ইতিহাস সব জঙ্গি হয়ে যায়!

তারা আসলে কি চায়? দেশের মানুষগুলো, আগামী প্রজন্ম প্রতিবাদী হতে পারবে না, সাহাবাদের চেতনায়, মুক্তি যুদ্ধের চেতনায় বেডে উঠতে পারবে না? আমাদের সন্তানরা কি ফুটবল হিসেবে বড় হবে? আওয়ামী লিগের লাথি খেয়ে বিএনপিতে যাবে আর বিএনপির লাথি খেয়ে আওয়ামী লিগে যাবে. যুদ্ধের ইতিহাস পড়লে যদি জঙ্গি হয় তাহলে মুক্তিযুদ্ধের চেতনাকেও অপমান করা হবে.

মুক্তিযু্দ্ধের চেতনা মানে পাকিদের নিপীড়ন, শোষনের ইতিহাস. মুক্তি যুদ্ধের চেতনা মানে জয় বাংলা বলে নিরিহ মানুষকে হত্যা করা নয়, জয় বাংলা বলে গরিব মানুষের গাড়ি ভাংচুর করা নয়.

আসলে তারা চায় দেশের মানুষ শেয়ালের মতো বড় হোক, এই দেশে যেন আর শেখ মুজিব, শহীদ জিয়া, মাওলানা ভাসানী, বীর শ্রেষ্ট জাহাঙ্গীর, মতিউর রহমানদের মতো আর কারো জন্ম না হয়.

আমাদের চেতনা কবে হবে? মুক্তদেশে মুক্তির স্বাদ কবে পাব?

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368014
০৪ মে ২০১৬ রাত ১০:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমস্ত ইতিহাস বই নিষিদ্ধ হোক!! ৭১ সালেও কোন যুদ্ধ হয়নাই!!
২৮ মে ২০১৬ দুপুর ০৩:২৩
307288
বিন হারুন লিখেছেন : এতো রাগ করলেন কেন ভাই? Happy ইতিহাস না থাকলেতো আমরা মেরুদণ্ডহীন হয়ে যাব. চাই প্রকৃত ইতিহাস ধন্যবাদ অনেক অনেক
368029
০৫ মে ২০১৬ রাত ০২:০৪
এলিট লিখেছেন : এখানে দেখুন - জিহাদি বই
২৮ মে ২০১৬ দুপুর ০৩:২৪
307289
বিন হারুন লিখেছেন : বই দিয়ে কি যুদ্ধ করা যায়?
370302
২৮ মে ২০১৬ দুপুর ০২:২৫
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আসলে তারা চায় দেশের মানুষ শেয়ালের মতো বড় হোক, এই দেশে যেন আর শেখ মুজিব, শহীদ জিয়া, মাওলানা ভাসানী, বীর শ্রেষ্ট জাহাঙ্গীর, মতিউর রহমানদের মতো আর কারো জন্ম না হয়.

আমাদের চেতনা কবে হবে? মুক্তদেশে মুক্তির স্বাদ কবে পাব? Thumbs Up Thumbs Up Thumbs Up
২৮ মে ২০১৬ দুপুর ০৩:২৫
307290
বিন হারুন লিখেছেন : উত্সাহিত করার জন্য Rose Rose Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File