মাদ্রাসা শিক্ষার চাহিদা বেড়ে যেতে পারে কয়েকগুণ

লিখেছেন লিখেছেন বিন হারুন ২৬ এপ্রিল, ২০১৬, ১০:৪৮:২৪ রাত

দেশের স্কুল গুলোর পাঠ্য বইয়ে যে হারে শিক্ষার প্রবেশ-বাহির (আউট-গুয়িং) চলছে. এক সরকার এসে বলবে তার ছবি তার মন্ত্রীদের ছবি তাদের জীবনি প্রবেশ করাতে হবে. অন্য সরকার আসলে বলবে আগের গুলো বাদ আমাদের জিবনী শিখবে শিক্ষার্থীরা,

ধীরে ধীরে চেয়ারম্যান মেম্বারদের জিবনীতে (এখন যেমন নৌকা আর ধান নিয়ে ইউপি নির্বাচন হচ্ছে) ভরে যাবে স্কুল বই গুলো.

পাশা-পাশি সব ধর্ম বিষয়ে শিখতে হবে ছোট-ছোট শিক্ষার্থীদেরকে কারন স্কুলে হিন্দু বৌ্দ্ধ, খ্রীস্টানদের সন্তানও আছে,

বড় বড় বইয়ের ভারে কুঁজো হয়ে যাবে শিক্ষার্থীরা

পাঠের চাপে মাথা খারাপ হয়ে যাবে. মাথা খারাপ অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেন্সিলের জন্য আন্দোলন করে গাড়ি ভাংচুর করবে, সহ পাঠিকে রক্তাক্ত করবে.

এসব দেখে একদিন মানুষ বলবে সরকার পাল্টানোর সাথে সাথে বই পাল্টে যায়, আর ওদিকে মাদ্রাসার বই গুলো পাল্টানোর কোন সুযোগ নেই কারন নবী স. বলেন "আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না", কুরআন শেষ আসমানী কিতাব আর কোন কিতাব অবতীর্ন হবে না.

তখন নিরুপায় হয়ে মাদ্রাসা শিক্ষার্থী বেড়ে যাবে,

হতে পারে অন্যান্য ধর্মালম্বীদের নতুন ধর্মশালা যেখানে তাদের সন্তানেরা তাদের ধর্ম নিয়ে পড়াশোনা করবে.

আমাদের উচিত আমাদের সন্তানকে আগে ধর্মীয় শিক্ষা দেব, তারপর নিজের স্বপ্ন অনুযায়ী স্বপ্নের রাস্তায় ভাসিয়ে দেব

বিষয়: বিবিধ

১২৫২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367216
২৬ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৮
২৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:১৯
304710
বিন হারুন লিখেছেন : Happy Rose
367221
২৭ এপ্রিল ২০১৬ রাত ১২:২৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। নিঃসন্দেহে সুন্দর স্বপ্ন।
মঙ্গলময় আপনার ইচ্ছা পূরণ করার তৌফিক দিন। আমীন।
২৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:২০
304711
বিন হারুন লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারা কা-তুহ,
আপনার দোয়ায় আ-মীন Good Luck
367227
২৭ এপ্রিল ২০১৬ রাত ০১:৩৭
শেখের পোলা লিখেছেন : আপনি ঠিকই বলেছেন, তবে অন্য ধর্মের স্কুল বানানোর দরকার হবে না৷ চালু স্কুলগুলোই ওদের ধর্ম শেখাবে৷
২৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:২২
304712
বিন হারুন লিখেছেন : হ্যাঁ ঠিকই বলেছেন চালু স্কুলগুলো ওদের ধর্ম শেখাবে
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক লাল RoseRoseRose
367240
২৭ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৪০
হতভাগা লিখেছেন : মানুষ দিনকে দিন ধর্মবিমুখ হচ্ছে আর মুসলমানরা তো শুধু নামেই মুসলমান । বিধর্মী ও বেশরিয়তী কাজ অন্যান্যদের চেয়ে মুসলমানেরাই বেশী করে ।

যে পরিবেশের সৃষ্টি হচ্ছে ( আযানের ধ্বনি নাকি শব্দ দুষণ করে !! নাউজুবিল্লাহ্‌) সামনে হয়ত এমনও দাবী আসবে যে শুধু জুম্মার দিন আযান দেওয়া ও মাসজিদ খোলা রাখার ( কারণ মাসজিদে নাকি জঙ্গি কার্যকলাপ হয় !! নাউজুবিল্লাহ্‌) শর্ত আরোপের কথা আসবে।

এরকম পরিবেশে পিতা মাতারা তাদের সন্তানদেরকে কি সাহস পাবে স্কুলের পরিবর্তে মাদ্রাসায় পাঠাতে ?
২৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:২৯
304713
বিন হারুন লিখেছেন : দেশে যে হারে গনমানুষের রক্ত ঝরছে, ওসব দেখে মানুষেরা দুনিয়ার স্বপ্ন দেখা বন্ধ করে দেবে আর যখন দুনিয়া নিয়ে স্বপ্ন দেখবে না তখন তারা পরকালমুখি হবে.
পরকাল মুখি হলে তখন শর্ত ভেঙ্গে মাদ্রাসা শিক্ষার জোয়ার বইবে.
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সাথে লাল RoseRoseRose
367258
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৯
নকীব কম্পিউটার লিখেছেন : তখন নিরুপায় হয়ে মাদ্রাসা শিক্ষার্থী বেড়ে যাবে, (অলীক স্বপ্ন)

বেশিরভাগ মানুষ দুনিয়া লোভী। তারা সরকারী চাকুরীর আশায় সন্তানদের স্কুল, কলেজে পড়াতেই থাকবে।
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২৫
304725
বিন হারুন লিখেছেন : আমার মনেহয় সরকারী চাকুরীও ৫বছর পর পর মেয়াদ উত্তীর্ন হয়ে যাবে. সরকারের বদলের সাথে সাথে বিভিন্ন অজুহাতে কাটছাট করে দেবে.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File