কি ছিলাম, কি হতে যাচ্ছি?

লিখেছেন লিখেছেন বিন হারুন ১৯ মার্চ, ২০১৬, ০২:৩৪:৪৯ দুপুর

আমি অসহায় সাধারণ জনতা, অসহায় এজন্য বলছি, নিজ দেশে বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান নিয়ে এখনো বেঁচে থাকতে পেরেছি বলে ভাল লাগে. একটি স্বাধীন দেশে এভাবে বেঁচে থাকা ছিল আমার অধিকার. কিন্তু সারাক্ষণ ভয়ে থাকি এই বুঝি প্রতিদিন যে-হারে সড়ক দুর্ঘটনা ঘটছে আমিও যেন একটু পর তার অর্ন্তভুক্ত হয়ে যাব. এই বুঝি আমার পঁচা লাশ কোন ঝোপ-ঝাড় কিংবা নর্দমায় পাওয়া যাবে আর জীবিত মানুষগুলো আমার পঁচা লাশ দেখে নাক চেপে বলবে মনেহয় রাজনীতি করত বা জায়গা-সম্পত্তি, টেন্ডার কেলেংকারিতে জড়িত ছিল. আপসোস করবেনা আমার জন্য কেউ. কারন ছোট্ট এই দেশে এতোগুলো অকাল মৃত্যু দেখে মানুষগুলো দিন-দিন পাষাণ হয়ে যাচ্ছে. জীবিত-ব্যস্ত মানুষ গুলোর সময় নেই মৃত-বেকারদের নিয়ে ভাবার. কখনো মনে হয় আমার কোন আপনজন কাউকে ধর্ষণ করছে বা ধর্ষনের শিকার হচ্ছে, আবার কখনো কাউকে আপন মনে হয় না, মনেহয় যেন আমার কেউ নেই, এখন কেউ আমার সাথে অন্যায় ভাবে অত্যাচার করলেও পাশের মানুষগুলো দূর থেকে দেখবে, আমার জন্য কেউ এগিয়ে আসবে না.

উপরের কথাগুলো যাঁরা পড়বেন তাঁরা হয়তো আমাকে কোন মানষিক ডাক্তারের শরনাপন্ন হওয়ার পরামর্শ দেবেন. কিন্তু আমাদের কৌটি-কোটি জনতার দেশে আমার মতো অসংখ্য মানষিক রুগির চিকিত্সা দেওয়ার জন্য কয়জন ডাক্তার আছেন? আর চিকিত্সা শেষে রুগি যখন তার পরিবেশে যাবেন কতদিন ভাল থাকবেন?

বিষয়: বিবিধ

১০১৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362916
১৯ মার্চ ২০১৬ বিকাল ০৪:২৬
কুয়েত থেকে লিখেছেন : দূর্বল অসহায়ের স্থান কোথাও নেই স্বাধীনদেশ না বলে ডাকাতের দেশ বলুন। ধন্যবাদ অঅপনাকে
২১ মার্চ ২০১৬ রাত ০৮:২১
301049
বিন হারুন লিখেছেন : আসলেই তাই.স্বল্প ডাকাত বৃহত্জনগোষ্টিকে কাবু করে রেখেছে.
আপনাকে অসংখ্য ধন্যবাদ
362947
১৯ মার্চ ২০১৬ রাত ০৮:২৮
শেখের পোলা লিখেছেন : অনুমান মিথ্যা নয়৷ ধন্যবাদ৷
২১ মার্চ ২০১৬ রাত ০৮:২২
301051
বিন হারুন লিখেছেন : অসংখ্য ধন্যবাদ মি.শেখের পোলা Good Luck
362962
১৯ মার্চ ২০১৬ রাত ১১:৩৯
বিবর্ন সন্ধা লিখেছেন : অনিসচয়তায় বসবাস Sad Sad
২১ মার্চ ২০১৬ রাত ০৮:২৩
301052
বিন হারুন লিখেছেন : জ্বি ভাই আমার তাই মনে হয়.:Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File