রোজ নিয়মে

লিখেছেন লিখেছেন বিন হারুন ০৬ অক্টোবর, ২০১৪, ০২:৪৩:১৬ দুপুর



ঈদ তুমি আবার এলে আমায় দু:খ দিতে,

ধনির ঘরের পোলাওয়ের গন্ধে

আমায় মাতাল করতে?

পাব না তবে পোলাওয়ের ছোঁয়া

গন্ধ কেন আসে?

পাব না যদি আনন্দ!

তবে ঈদ কেন ফিরে আসে?

আমার ঈদ তো রাস্তা ধারে

কখনো বা গাছের নিচে,

"ঈদ মানে আনন্দ" রূপ কথা তা

বাস্তবে সব মিছে.

ঈদ মানে তো অনাহারে

তাকিয়ে থাকা ধনির মুখে,

ছেঁড়া রুটি হাতে নিয়ে

একটু হাঁসা রোজ নিয়মে.

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271887
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৩
ইক্লিপ্স লিখেছেন : কোরবানির ঈদ আমাদের বিবেকবোধকে জাগিয়ে তুলুক। ভালো লিখেছেন। ঈদ মোবারক।
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১১
216012
বিন হারুন লিখেছেন : "কোরবানির ঈদ আমাদের বিবেকবোধকে জাগিয়ে তুলুক" সহমত Rose Rose
271890
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ তুমি ধনী লোকদের মনকে দরিদ্রদের প্রতি সদয় কর যাতে দরিদ্রদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করে।
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
216045
বিন হারুন লিখেছেন : امـــيــــن. আমরা যদি আমাদের প্রতিবেশিদের খোঁজ খবর নিতাম তাহলে দেশটা আরো অনেক সুন্দর হয়ে যেত.
271899
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৬
ফেরারী মন লিখেছেন : Sad Sad কষ্ট হয় মনে আসলেই
আজ আমি নেই তাদের পাশে Sad Sad
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
216046
বিন হারুন লিখেছেন : ওদের পাশে থাকতে অনেক সুখ. একটু হাসি ফোটাতে পারলে মনে হয় যেন রাজ্য জয় করা হয়েছে.
আপনাকে অনেক ধন্যবাদ
271903
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৯
আফরা লিখেছেন : মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ তুমি ধনী লোকদের মনকে দরিদ্রদের প্রতি সদয় কর যাতে দরিদ্রদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করে।আমীন ।
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
216047
বিন হারুন লিখেছেন : ছুম্মা আমীন.
271927
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


সকলের সব দোয়ায় আমীন

ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
216048
বিন হারুন লিখেছেন : ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক. সহমত Happy Good Luck
272010
০৬ অক্টোবর ২০১৪ রাত ১০:৫২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরা লিখেছেন : মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ তুমি ধনী লোকদের মনকে দরিদ্রদের প্রতি সদয় কর যাতে দরিদ্রদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করে।আমীন ।
০৬ অক্টোবর ২০১৪ রাত ১১:০৫
216146
বিন হারুন লিখেছেন : হ্যাঁ আমি লিখেছিলাম ছুম্মা আমীন Happy
275542
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৭
ধন্যবাদ লিখেছেন : আমরা ইচ্ছে করলে ওদেরকেও ঈদের আনন্দ দিতে পারি. খুব ভাল লাগল
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০০
219496
বিন হারুন লিখেছেন : ঠিক কথা বলেছেন. সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File