রোজ নিয়মে
লিখেছেন লিখেছেন বিন হারুন ০৬ অক্টোবর, ২০১৪, ০২:৪৩:১৬ দুপুর
ঈদ তুমি আবার এলে আমায় দু:খ দিতে,
ধনির ঘরের পোলাওয়ের গন্ধে
আমায় মাতাল করতে?
পাব না তবে পোলাওয়ের ছোঁয়া
গন্ধ কেন আসে?
পাব না যদি আনন্দ!
তবে ঈদ কেন ফিরে আসে?
আমার ঈদ তো রাস্তা ধারে
কখনো বা গাছের নিচে,
"ঈদ মানে আনন্দ" রূপ কথা তা
বাস্তবে সব মিছে.
ঈদ মানে তো অনাহারে
তাকিয়ে থাকা ধনির মুখে,
ছেঁড়া রুটি হাতে নিয়ে
একটু হাঁসা রোজ নিয়মে.
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ আমি নেই তাদের পাশে
আপনাকে অনেক ধন্যবাদ
সকলের সব দোয়ায় আমীন
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
মন্তব্য করতে লগইন করুন