ভুল ভাঙ্গার আওয়াজে তুমি জাগবে

লিখেছেন লিখেছেন বিন হারুন ১১ মার্চ, ২০১৪, ১০:১৪:৩৭ রাত



নদী ধারের কাঁশফুল গুলো

যেন হাত নেড়ে বলছে

"কাছে এসো প্রিয়!

আমরা কাউকে পর করি না,

আঘাত করি না, কারো হৃদয়ে.

ভালবেসে যাই সকলকে সমভাবে."

আমি কিছু বলিনি তাদের

তবে আমার হৃদয় বলেছে,

কি বলেছে জান?

"না আমি আসব না

তোমাদের ভালবাসা গ্রহণ করতে,

তোমাদের ভালবাসা সবার জন্য

শুধু আমার জন্য কিছু নেই,

তোমরা হাসতে পার

পার না অভিমান করতে,

আমি আমার প্রিয়ার

হাসিকে যেমন ভালবাসি

ভালবাসি তার অভিমানি মুখ,

তার অভিমান ভাঙলে

সে ফিরে আসবেই

ভালবাসবে আগের মতোই

ঘুচায়ে সব দুখ."

অভিমান ভাঙলে তুমি

ফিরে আসবে

তুমি জাগবে ভুল ভাঙ্গার আওয়াজে

আবার থাকবে আমার কাছা-কাছি

সেই প্রতীক্ষায় আছি.

বিষয়: বিবিধ

১৪০১ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190883
১১ মার্চ ২০১৪ রাত ১০:৩৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:০১
142109
বিন হারুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ভাই Happy
190884
১১ মার্চ ২০১৪ রাত ১০:৩৪
শিশির ভেজা ভোর লিখেছেন : আমরা কাউকে পর করি না,
আঘাত করি না, কারো হৃদয়ে.
ভালবেসে যাই সকলকে সমভাবে."

Thumbs Up Thumbs Up Thumbs Up অপূর্ব চমৎকার লিখেছেন চালিয়ে যান।ে
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:০৩
142110
বিন হারুন লিখেছেন : উত্সাহিত হলাম, আপনার মন্তব্য পড়ে আরো লেখার সাহস পাচ্ছি. ধন্যবাদ Rose
190889
১১ মার্চ ২০১৪ রাত ১০:৪৭
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
১২ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৫
142140
বিন হারুন লিখেছেন : আমারও ভাল লাগছে, আমার ব্লগ-বাড়িতে আপনি এসেছেন বলে Happy
190895
১১ মার্চ ২০১৪ রাত ১১:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চমত্কার ,অনেক ধন্যবাদ Rose
১২ মার্চ ২০১৪ দুপুর ০২:০৩
142141
বিন হারুন লিখেছেন : ধন্যবাদ আপনাকেও Rose
190913
১১ মার্চ ২০১৪ রাত ১১:৫৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মান অভিমানই তো প্রেমকে পূর্ণতা এনে দেয়....দারুন লিখেছেন।
১২ মার্চ ২০১৪ দুপুর ০২:০৭
142143
বিন হারুন লিখেছেন : মান অভিমানই তো প্রেমকে পূর্ণতা এনে দেয়...খুব সুন্দর কথা, ভাল লাগল Rose
191353
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৩৬
সজল আহমেদ লিখেছেন : অনেক,অনেক ভাল লিখেছেন।
১২ মার্চ ২০১৪ রাত ১১:২৩
142328
বিন হারুন লিখেছেন : উত্সাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, আরো ভাল লিখতে চেষ্টা করব ইনশা-আল্লাহ্ Happy
192059
১৪ মার্চ ২০১৪ সকাল ১০:২০
প্রবাসী মজুমদার লিখেছেন : নদী ধারের কাঁশফুল গুলো
যেন হাত নেড়ে বলছে
"কাছে এসো প্রিয়!
আমরা কাউকে পর করি না,
আঘাত করি না, কারো হৃদয়ে.
ভালবেসে যাই সকলকে সমভাবে."

...অভিমানী প্রিয়াকে ফিরে পাওয়ার আহব্বান সত্যিই চমৎকার। বাতাসের সাথে বাকহীন প্রকৃতির নির্মল রঙ্গের সাদা কাশফুলের লুকোচুরির সাথে প্রিয়ার অভিমানের তুলনা কবিরাই পারে।

কল্পলোকে তিলকে তাল করে শব্দের প্রতিধ্বনিতে প্রিয়াকে ফিরে পাওয়ার আকুতি অতুলনীয়।

ধন্যবাদ।
১৪ মার্চ ২০১৪ রাত ০৯:০৪
143126
বিন হারুন লিখেছেন : উত্সাহিত করেন বলে উত্সাহিত হই. সামনে পথ চলার প্রেরণা পাই. খুব ভাল লাগল, আপনাকেও ধন্যবাদ Rose
194980
১৯ মার্চ ২০১৪ রাত ১১:২৪
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক ভালো লাগলো। Rose Good Luck
২০ মার্চ ২০১৪ রাত ১০:০৭
145714
বিন হারুন লিখেছেন : আপনার ভাল লাগল জেনে আনন্দিত হলাম Happy ধন্যবাদ আপনাকে
199412
২৮ মার্চ ২০১৪ রাত ১১:৩৮
ইক্লিপ্স লিখেছেন : সুন্দর লিখেছেন। ভালো লাগল।
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৫
212865
বিন হারুন লিখেছেন : ভাল লাগা রেখে যাওয়ার জন্য RoseRoseRose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File