আলতো করে হেসে নিন
লিখেছেন লিখেছেন বিন হারুন ০৫ মার্চ, ২০১৪, ০৬:৫৮:০৫ সন্ধ্যা
ক. স্বর্ণের আংটি পরিহিত ক্রেতা এবং স্বর্ণের দাঁত ব্যবহার কারী বেগুন বিক্রেতা.
আংটি পরিহিত লোক আংটি দ্বারা ইশারা করে বেগুন বিক্রেতাকে ভাই বেগুন ভাল হবে তো?
বিক্রেতা : জ্বি ভাল হবে.
........
........
........
........
........
আংটি পরিহিত লোক: আবার সেই আঙ্গুল দ্বারা ইশারা করে আচ্ছা বেগুনের কেজি কত?
বেগুন ওয়ালা বুঝতে পারলেন লোকটি তাঁর আংটি প্রদর্শন করছেন. তাই তিনি
তাঁর স্বর্ণের দাঁতে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন দশ টাকা
খ. এক মাদ্রাসা ছাত্র মাদ্রাসায় যাওয়ার পথে গ্রামের এক লোক জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ?
ছেলেটি বলল মাদ্রাসায়.
লোকটি - মাদ্রাসায় পড়া-লেখা করলে ভাত খেতে পারবে না.
ছেলেটি কিছু না বলে মাদ্রাসায় চলে গেল. একদিন আলেম হয়ে গেলেন. আলেম হওয়ার পর গ্রামের লোকজন তাঁকে যথেষ্ট সমাদর করতে লাগল. তাঁদের বাড়িতে দাওয়াত দিতে লাগল. যে কোন শরয়ী সমস্যার সমাধানের জন্য তাঁর কাছে আসতে লাগল.
হঠাত একদিন লোকটির সাথে দেখা হলে তাঁর কটু কথা মনে পড়ে গেল. মাদ্রাসা ছাত্রটি বললেন আপনি যে বলেছিলেন মাদ্রাসায় পড়লে ভাত খেতে পারব না, কথাটি পুরোপুরি ঠিক.
লোকটি - কেমন?
ছেলেটি - লোকজন আমাকে দাওয়াত দিয়ে ঘরে নিয়ে মাছ-গোস্ত ইত্যাদি দিয়ে ভাতের প্লেট ভরপুর করে দেয়, ভাত খেতে দেয় না. অতএব মাদ্রাসায় পড়লে তরকারি খাওয়ার জন্য ভাত খাওয়ার সুযোগ হয় না.
সংগৃহিত
বিষয়: বিবিধ
১৮৩৫ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগ্লো...
আরকতকাল একাএকা ভালো লাগবে??
তবে ওলামায়ে কেরামের এ থেকে বের হয়ে আসা উচিৎ।
ধন্যবাদ
খাটি কথা। :- bd
হাসলাম বার বার
মন্তব্য করতে লগইন করুন