আচ্ছা তুমি বুঝতে কি পার?
লিখেছেন লিখেছেন বিন হারুন ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৩১:৪৪ সন্ধ্যা
বুঝতে কি পারো?
:::--------:::
তোমাকে কাছে পেলে
আমি হই আবেগপ্লুত
ভাষা হারা,
তোমাকে কি দেব
কি বলে হাসাব
ভেবে পাইনা কিনারা.
তোমার হৃদয়ের ভাষা
পুরো বুঝি না বলে
হারাবার ভয়ে থাকি,
পাগলামো করে মন
প্রকাশ করতে তার অনুভুতি.
আচ্ছা তুমি কি বুঝতে পার?
আমার পাগলামো
এলো-মেলো কাজগুলো
সব তোমাকে ঘিরেই!
বুঝতে কি পার?
বেঁচে থাকার স্বপ্ন দেখি
তুমি আছো বলে .
বিষয়: বিবিধ
১৪৪৫ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসংখ্য ধন্যবাদ আপনাকে
আমি হই আবেগপ্লুত
ভাষা হারা,
তোমাকে কি দেব
কি বলে হাসাব
ভেবে পাইনা কিনারা.
আমার ব্লগ বাড়িতে অনেক অনেক শুভেচ্ছা
তোমাকে কাছে পেলে
আমি হই আবেগাপ্লুত দিশেহারা
হৃদয়ের শব্দসব লজ্জাবতীর মত
লুকোচুরি খেলে
আমি হয়ে যায় ভাষা হারা।
প্রেমে পড়ে উঠে গেলে কি বলে?
মন্তব্য করতে লগইন করুন