কি মজা আমার নাম গরম তালিকায়
লিখেছেন লিখেছেন বিন হারুন ২৯ জানুয়ারি, ২০১৪, ১২:৫৭:২৫ দুপুর
সোনার বাংলাদেশ ব্লগে অনেক লিখেছিলাম, অনেক মন্তব্যও করতাম. এখন টুড়ে ব্লগে পেয়েছি অনেক কে. ভালই লাগছে. এই ব্লগে আজ আমার বয়স নয় দিন. সারাদিন অনলাইনে কাজ করতে হয়. টুড়ে ব্লগকে মিনিমাইজ করে, অফিসের কাজ চালিয়ে যাই, কাজের ফাঁকে ফাঁকে টুড়ে ব্লগারদের পোষ্টগুলো পড়ি ছোট পোষ্ট হলে সাথে সাথে মন্তব্য করি, আর বড় পোষ্ট গুরুত্বপূর্ণ মনে করলে প্রিয়তে রেখে সময় নিয়ে পড়ি তারপর মন্তব্য করি. আমি মনে করি মন্তব্য করলে লেখক খুশি আর উত্সাহিত হয়, আর লেখক উত্সাহিত হলেই ব্লগ-পাড়া জমে উঠবে. সেই আশায় মন্তব্য করি.
যার ফলে আমার নাম আজ সর্বোচ্চ মন্তব্যকারীদের তালিকায়.
আসুন আমরা যদি কোন পোষ্ট পড়ি অন্তত পিলাচ (রেড়িমেইড় মন্তব্য) দিয়ে হলেও লেখকদের উত্সাহিত করি. ধর্ম বিরোধী অশ্লীল পোষ্ট হলে "মাইনাস" দিয়ে লেখককে সেই বিষয় থেকে নিরোত্সাহিত করি.
আমরা আওয়াজ দিলেই টুড়ে ব্লগ আরো জমবে ইনশা-আল্লাহ
সবাই ভাল থাকুন
প্রত্যাশায়
বিন হারুন
বিষয়: বিবিধ
২৭৬৪ বার পঠিত, ৬১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
@ উপ্রের জন...
এগিয়ে চলুন।
অভিনন্দন ++++++++++++++++++(+++++
অভিনন্দন
এটাতো আমার কাজিনের জায়গা। আপনি দখল করে আছেন কেনু? তাই আপনারে লাঠি এবং মাইনাচ
মন্তব্য করতে লগইন করুন