>>> জীবনহীন এক পাথরের জন্য <<<
লিখেছেন লিখেছেন বিন হারুন ২৮ জানুয়ারি, ২০১৪, ০১:১৫:১২ দুপুর
নিজ হাতে গড়া
বাগান থেকে তুলেছি এক পুষ্প
তার স্বজনদের করুন রোদন
ভেবেছিলাম তুচ্ছ.
পুষ্পমাতা বলল যেন
চোখের পানি ছেড়ে,
নিচ্ছ কোখায় আমার ধন
আমার কলিজা ছিঁড়ে?
সেই পুষ্প মহা খুশিতে
দিলাম তোমার হাতে,
মানব হয়েও ফিরে দেখনি
পাথর মূর্তি সেজে.
তারপর আমি ভাবতে বসে
ভাবছি নিরন্তর,
পাথরের জন্য জীবন্ত পুষ্প
তুলেছি অবান্তর.
----------------------
-------- -------
----------------------
কোন একদিন কোন এক কমেডিতে এক কমেডিয়ানকে বলতে শুনেছি "আমি পূন্য ভেবে জীবন্ত পুষ্পকে হত্যা করে পাথরকে পূঁজো দিতে এসেছি" সে কথা অবলম্বনে উপরের কথাগুলো.
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন