একটি অন্যরকম ভালবাসা
লিখেছেন লিখেছেন বিন হারুন ২৪ জানুয়ারি, ২০১৪, ০৭:১৩:২৯ সন্ধ্যা
একটি ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষালয়ে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত শিক্ষকতা করেছিলাম. শিক্ষা প্রতিষ্টানটিতে ছিল হাজারের উপর ছাত্র-ছাত্রী. তাই প্রতি বছর পঞ্চম শ্রেণী থেকে শ খানেক ছাত্র-ছাত্রী বিদায় হত. বিদায় অনুষ্ঠানে একদিন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বললাম, বলতো আমি কাকে বেশি শাসন করতাম? কেউ হাত তুললনা মনে হয় শেষ দিনে আমাকে তারা নাখোশ করতে চায় নি. বিভিন্ন কথা বলার দশ মিনিট পর আবার প্রশ্ন করলাম আচ্ছা বলতো আমি কাকে বেশি ভালবাসতাম? সবাই হাত উঠালো কিন্তু কোণায় একজন হাত উঠায়নি. তাকে ড়েকে জিজ্ঞেস করলাম তুমি কি আমার প্রশ্ন বুঝতে পারোনি? সে মাথা নেড়ে হাঁ সুচক জবাব দিল. আমি বললাম আমি কি তোমাকে বেশী শাসন করতাম. সে কেঁদে দিল, আমি আর তার কান্না থামাতে পারছিলাম না. কান্নায় তার আওয়াজ বড় হয়ে গেল এবং বলল আপনি আমাকেই বেশি ভালবাসতেন. উপস্থিত সবাই থ্ব বনে গেলাম. এখনো আমার চোখে ভাসে তার মমতার কান্না.
বিষয়: বিবিধ
১৪৪০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দু ফোঁটা চোখের পানি জীবনের অনেক বড় অর্জন।
ভালো লাগলো।
ছন্দে ছন্দে মন্তব্য অনেক ভাল লাগল.শুভকামনা রইল
মন্তব্য করতে লগইন করুন