>>>>> বুঝেও <<<<<
লিখেছেন লিখেছেন বিন হারুন ২২ জানুয়ারি, ২০১৪, ০৮:০৪:১৯ রাত
আমি বুঝতাম
তোমার ঠোঁটের
নিশ:শব্দ হাওয়ার কথা,
বুঝতাম আমি
তোমার নি:শ্বাসে ছিল
কত আকুলতা!
বুঝতাম আমি
তোমার চাহনি
তোমার রাগ অভিমান,
তোমার হৃদয়ের
ঢ়েউয়ের শব্দ
কানপেতে শুনতাম.
তোমার জন্য কত
ক্ষণিকা ঝড়েছে হৃদয় হতে,
বুঝতে দিইনি,
আমিও তোমায়
অধিক ভালবাসি বলে.
আমি ছিলাম যুদ্ধাহত,
যুদ্ধরত
ক্ষণিকের জীবন নিয়ে,
তাইতো করিনি সঙ্গিনী তোমায়
অধিক ভালবাসি বলে.
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/8257/DORANTO/37093#.Uu0eS_s6Cho
মন্তব্য করতে লগইন করুন