সন্ত্রাসীর জানাযায় এত লোক?
লিখেছেন লিখেছেন কাজী মিয়াজান ২০ জানুয়ারি, ২০১৪, ০৮:০৪:৪৩ রাত
মেহেরপুরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত মেহেরপুরের ত্রাস ,কুখ্যাত সন্ত্রাসী ,অসংখ্য মামলার আসামী জামায়াত নেতা তারিখ মো: সাইফুল ইসলাম এর জানাযার নামায আজ বিকেলে মেহেরপুরেই অনুষ্ঠিত হয়েছে। এত বড় সন্ত্রাসীর জানাযা পড়ানোর কি দরকার ছিল? যাহোক যেমনেই হোক হয়েছে,মানুষ তো ।কিন্তু এত লোক তার জানাযায় কিজন্য আসল? থুথু ফেলতে?কিন্তু না সবার চোখতা ছলছল দেখলাম ।তাহলে?তাহলে আবার কী?যারা জানাযা পড়তে এসেছে তারাও সন্ত্রাসী কারন জানাযা থেকে ফেরার পথে কমপক্ষে তাদের কয়েকজনকে আটক করা হবে। এই হছ্ছে বাস্তবতা।যে ক্রসফায়ার ব্যবহার করা হত কুখ্যাত ও দাগী আসামীদের মারার জন্য আজ তা ব্যাবহার করা হছ্ছে নীরিহ মানুষদের হত্যা করার জন্য। তবে এই তত্ব যদি সবাই খাটাবার চেষ্টা করে তাহলে তো মুশকিল কারন তখন কাউকে মেরে ফেলার জন্য তখন এই নাটক সাজালেই চলবে হোক সে আসামী অথবা না।তেখন অাক্রোশই হবে বড় কথা।আজকের এই ব্যক্তিটির ৩ বছর বয়সী একটি মেয়ে অাছে। মেয়েটি হয়ত বড় হবে একটি শুন্যতা নিয়ে।বড় হয়ে সে হয়ত জানবে তার নিরীহ পিতার সন্ত্রাসী হয়ে মারা যাবার কথা।তার স্ত্রীকে বাকী জীবন বিধবার বেশেই কাটাতে হবে। সে যদি সত্যিই সন্ত্রাসী হত তাহলে তাকে আইনের আওতায় আনা যেত না?৪২ বছর পরে যদি যুদ্ধাপরাধের বিচার করা যায় তাহলে এই সামান্য লোকটির বিচার করা যেতনা? সবশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই জালিমদের বিচার কর।
বিষয়: রাজনীতি
১০০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন