ওরা কি মানুষ নয় ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ জানুয়ারি, ২০১৪, ০৮:১৩:২৬ রাত
গত ৫ জানুয়ারির নির্বাচনের নামে গণতন্ত্রের কবর রচনার পর থেকে দেশের প্রতিটি প্রান্তে গুপ্ত হত্যার শিকার হচ্ছে দেশের বিরোধী জোটের নেতা কর্মী ও সমর্থকরা বিশেষ করে জামায়াত -শিবির। প্রশাসনের দ্বারা গুম হওয়ার পর দু-একদিন পর খুন হচ্ছে। গ্রেপ্তার হওয়া কর্মীকে ক্রসফায়ার বলে চালিয়ে দেওয়া হচ্ছে মিডিয়ায় যা অতি মাত্রায় হায়নার পরিচয় বহন করে। ওরা শিবির বলে ওরা জামায়াত বলে ওদের কি বেচে থাকার অধিকার নেই ?যাদের কে গুম করে খুনের শিকার করা হচ্ছে তারা দেশের মেধামী ছাত্র ,তারা দেশের মানবসম্পদ।
আজ দেশের অবস্তা এমন হয়ে দাড়িয়েছে যারা খুন ,গুম ,ধর্ষণ টেন্ডারবাজি,চুরি করে তাদের কে জামাই আদরে রাখা হচ্ছে সরকারী ভাবে ,অন্য দিকে যারা ইসলামী আন্দোলন করে ,দেশের ছাত্র সমাজকে একটি সুন্দর পরিবেশে উপহার দেওয়ার চেষ্টা করে ,খুন ,গুম ,ধর্ষণ টেন্ডারবাজির বিরদ্ধে কথা বলে তাদের কে সরকারের ইচ্ছায় প্রশাসনের মাধ্যমে খুন করানো হচ্ছে ,আবার কখনো সরকারের সন্ত্রাসী বাহিনী দিয়ে খুন করানো হচ্ছে।
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখে মনে হচ্ছে , দেশ হতে জঙ্গিবাদ নির্মূল করাই হাসিনার এই টার্মের আসল কাজ ।
তা যে ঠিক পথেই এগুচ্ছে তা বোঝাই যাচ্ছে ।
সঠিক সময়ে সঠিক কাজ করতে পারে বলেই আওয়ামী ক্ষমতা ধরে রেখেছে
কি মনে হয় ? উনার ঈমান কি আপনার আমার চেয়ে কম ?
তাহলে কাঁদুন
না হলে চুপ করে থাকুন
মন্তব্য করতে লগইন করুন