আওয়ামী সরকারের প্রথম উপহার
লিখেছেন লিখেছেন কাজী মিয়াজান ১৮ জানুয়ারি, ২০১৪, ০২:০৩:৪৫ রাত
২০০৮ সালে দিন বদলের শ্লোগান দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লিগের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অনেক এনালগ কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে।শুরুটা হয়েছিল চ্যানল ওয়ান বন্ধ করার মাধ্যমে,মাঝখানে দিগন্ত,ইসলামিক টিভি আর আমার দেশ এর ওপর দিয়ে সিডর বইয়ে দিয়ে বাকশালী শাষনের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে।তবে প্রহসনের এই একদলীয় নির্বাচনের পরে আওয়ামীলীগ যখন সরকার গঠন করল তখন সবাই ভেবেছিল কিছুদিন অন্তত ছাড় পাওয়া যাবে কারন দেশী বিদেশী চাপ সামলাতে হয়তো সরকার ব্যস্ত হযে পড়বে।কিন্তু গুঢ়ে বালি,ছাড় তো নয় বরং মুল্যস্ফীতি।যার প্রথম শিকার হল ইনকিলাব।বাহাউদ্দিন সাহেব মাঝখানে ভোল পাল্টিয়ে মাঝখানে জামায়াতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলেন।অবশ্য শেষ দিকে এরস তিনি তার অবস্থান থেকে সরে এসে অনেকটা আওয়ামী বিরোধি অবস্থান গ্রহন করেন।মূলত এ কারনেই তার ওপর আওয়ামীলিগের পূর্ব আক্রোশ ছিল।শুধু সুযোগের অপেক্ষা ছিল।ভারতীয় বাহিনী নিয়ে ছাপানো প্রতিবেদনটি সাদরে লুফে নেয় সরকার। মামলা ঠুকে একদিনেই দিল বন্ধ করে । সরকার জানে ইনকিলাব বা তার সমর্থক গোষ্ঠির প্রতিবাদ জানানো ছাড়া কিছু করার নেই।তারা তাদের মতো কয়েকদিন লাফাবে আর বিবৃতি দেবে ব্যাস তারপর যা হবার তা হবে।বাংলার মানুষ এখনও আওয়ামীলিগকে চেনে নাই। চিনবে কেমনে যারা চেনাকব তারাই যদি ঘেরাও হয়ে যায়।শুরুটা হল ইনকিলাব দিয়ে শেষ টা কোথায় গিয়ে হয় সেটাই দেখার বিষয়
বিষয়: বিবিধ
১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন