প বললেই পুটিমাছ
লিখেছেন লিখেছেন কাজী মিয়াজান ২১ জানুয়ারি, ২০১৪, ১২:২০:১৪ রাত
বি এন পি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আজকের সমাবেশে জামায়াত যোগ দেয়নি। অনেকেই এতে আশাহত হয়েছেন য়য জোট ভেঙ্গে গেছে আবার অনেকেই সমালোচনার তুবরি ছুটিয়েছেন যে এটাই উচিত ছিল যে জামায়াত আর জোটে নেই।বাঙ্গালী অতি চালাক অল্পতেই সবকিছু বুঝে ফেলে।আচ্ছা আমরা এটাকে অন্যভাবে বিচার করলে কেমন হয় যে এটা ছিল শুধুই কৌশলগত কারন সরকারকে এর মাধ্যমে একটু ধাধায় ফেলা যাবে।কারন আজ শুধু ঢাকায়ই সমাবেশ হয়নি দেশের অনেক জায়গাতেই হয়েছে এবং সেখানে তা জোটগতভাবেই হয়েছে।তাহলে জোট কি শুধু ঢাকায়ই ভেঙ্গেছে ?এর উত্তর খুজতে যাওয়া বৃথা।এমনওতো হতে পারে সরকারী ঝামেলা এড়ানোর জন্যই এমনটি করা হয়েছে।কারন আজকের সমাবেশে জামায়াতের নেতারা আসলে তারা যে গ্রেফতারের সম্মুখীন হতোনা এটার নিশ্চয়তা কে দেবে?আর বি এন পি অথবা জামায়াতের শীর্ষ নেতারা কেউ কি এ ব্যাপারে কোন আভাস দিয়েছেন?আর জোট ভাঙলে কী সমালোচকদের লাভ হবে না আওয়ামীলিগের লাভ হবে?জামায়াতের ভোট কি আওয়ামীলিগে চলে যাবে?অবশ্য মুখে সবাই যাই বলুকনা কেন সবাই ভাল করেই যানে জোট ভাঙলে বি এন পির ক্ষতিই বেশী।এর ব্যাখ্যা পরে একসময় দেয়া যাবে।আদর্শিক দিক দিয়ে বাস্তবসম্মত না হলেও আওয়ামী অপশাষন এর কবল থেকে দেশকে মুক্ত করতে এই জোটকে টিকিয়ে রাখতেই হবে।তাতে যদি বাঙ্গালি মুক্তি পায় তো পাক না?
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন