<প্রস্তাব পোস্ট>
লিখেছেন লিখেছেন নোমান২৯ ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৪৮:১৪ দুপুর
আসসালামু আলাইকুম|
কিছুদিন আগে মন্তব্যে ছোট করে একটা প্রস্তাব দিয়েছিলাম এবং পোস্ট দিব বলেও ভাবছিলাম|কিন্তু ওখানে সিনিয়র ব্লগারদের পরামর্শ পেয়েছিলাম|তাই আর পোস্ট দেয়া হয়নি|কিন্তু না|আর সহ্য করতে পারছি না|
তাই,অত্যন্ত দুঃখ-ভারাক্রান্ত হৃদয়ে একান্ত অনিচ্ছা স্বত্তেও আমার (আমাদের) ভালবাসার টুডে ব্লগ'র সাথে আড়ি দিতে যাচ্ছি|এবং সকলকে আড়ি দেওয়ার অনুরোধ জানাচ্ছি|আমি (আমরা) টুডে ব্লগকে ভালবাসি|সাথে মডারেটরদেরও|এ ভালবাসার বিপরীতে ব্লগ'র পক্ষ থেকে আমাদেরও কিছু চাওয়া আছে|(এ চাওয়া বেশি কিছু বলে মনে করি না|শুধুমাত্র ব্লগের নীতিমালার প্রয়োগ দাবি করছি|তবেই বাঁধাহীন লেখার ক্ষেত্র প্রস্তুত হবে|)যা পূরণের দ্বায়িত্ব আমাদের শ্রদ্ধেয় মডারেটরবৃন্দদের|
যাহোকঃ-
প্রস্তাবঃ-
১.'গ্রামের.........' নিকটি ব্যান না করা পর্যন্ত আমরা ব্লগে কোন পোস্ট করবনা|সাথে মন্তব্য ও প্রতি মন্তব্যও না|
২.নিকটি ব্যান না করা হলেও নিকটির উস্কানিমূলক ও ধর্মীয়(যে ধর্মই হোক না কেন) অনুভূতিতে আঘাতহানিমূলক লেখাগুলো সরিয়ে ফেলতে হবে|(যেকোন ব্যবস্থা গ্রহণ করার সাথে সাথে আমরা আবার ফিরব)|আর মডারেটরবৃন্দ ব্যবস্থা নেয়ার সাথে সাথে তা নোটিশ আকারে দিতে পারেন|
৩.নিকটিসহ সাথে অন্য যেকোন নিকের পক্ষ থেকে লেখা অশ্লীল,অশোভন,অরুচিকর,মানহানিকর,উস্কানিমূলক যেকোন লেখা প্রথম পাতা থেকে দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে মুছে ফেলতে হবে|
আশা-
এরকম পোস্টদাতার পোস্টের বিপরীতে আমরা যারা মন্তব্য / প্রতি মন্তব্য / আলোচনা /পোস্ট দিয়ে থাকি তাদের পোস্টের ভাষা হবে মার্জিত , ভদ্র ,বন্ধুভাবাপন্ন ,ঘৃণা নয় ভালবাসা সমৃদ্ধ | কামনা হবে ধ্বংস নয় হেদায়েতের |জায়গা হবে পিঠে নয় বুকে|
সবশেষে,
দূর হোক হিংসা,বিদ্ধেষ,ঘৃণা; দূর হোক অশান্তি,
মতের ভেদাভেদ ভুলে,আমরা সবাই মানুষ চাই শান্তি|
ধন্যবাদ| সবাইকে|
বিষয়: বিবিধ
১৫৮৭ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
নীতিমালার বাস্তবায়ন হোক।
মতের ভেদাভেদ ভুলে,আমরা সবাই মানুষ চাই শান্তি|
মতের ভেদাভেদ ভুলে,আমরা সবাই মানুষ চাই শান্তি|
এ হোক সবার কামনা|
তা হোক, তবুও এই এজেন্টটিকে ব্যান তো করা হল।
ধন্যবাদ ব্লগ কতৃপক্ষকে সুন্দর একটি সিদ্ধান্ত নেবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
যদি তাই হয়, তবে ব্লগ কর্তৃপক্ষকে সুন্দর একটি সিদ্ধান্ত নেবার জন্য ধন্যবাদ।
তা হোক, তবুও এই এজেন্টটিকে ব্যান তো করা হল।
ধন্যবাদ ব্লগ কতৃপক্ষকে সুন্দর একটি সিদ্ধান্ত নেবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
তা হোক, তবুও এই এজেন্টটিকে ব্যান তো করা হল।
ধন্যবাদ ব্লগ কতৃপক্ষকে সুন্দর একটি সিদ্ধান্ত নেবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
???????????????
প্রথম কয়দিন হাতুড়ি নিয়ে বের হত ! এখন কোথায় আছে কে জানে ? হয়ত আসতেছে হাতুড়ি নিয়ে !:D/ :D/ :D/
উনি আমার মেহমান|সুতরাং উনার দুটি হাতুড়িও আমার দিকে তাক করুন|
হাতুড়ি আনার কারণ জানতে পারি?@হারিকাপু-ভাইয়া!
ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে।
সাথে আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা|
আশা করি পরবর্তীতে এরকম নিক ব্লগে জায়গা পাবে না|
তাহলে এটা দেখান যায় নিশ্চয়ই?
মতের ভেদাভেদ ভুলে,আমরা সবাই মানুষ চাই শান্তি| ভালো লাগলো,
ধন্যবাদ সবাইকে........ >- >-
সেলিম/ফুয়াদ + আরো অনেক নিক আগে থেকে আছে।
তাই ওকে/ওদেরকে আমরা ব্লক করি ।
আর ৩নং সাজেশনটা গুড।
এরকম পোস্টদাতার পোস্টের বিপরীতে আমরা যারা মন্তব্য / প্রতি মন্তব্য / আলোচনা /পোস্ট দিয়ে থাকি তাদের পোস্টের ভাষা হবে মার্জিত , ভদ্র ,বন্ধুভাবাপন্ন ,ঘৃণা নয় ভালবাসা সমৃদ্ধ | কামনা হবে ধ্বংস নয় হেদায়েতের |জায়গা হবে পিঠে নয় বুকে|
তাছাড়া আরেকটা উদ্দেশ্য আছে উনাদের|
আর প্রতিরোধ-ই সর্বোত্তম যুদ্ধ|
মন্তব্য করতে লগইন করুন