তিনটি সুন্দর হাদীস
লিখেছেন লিখেছেন নোমান২৯ ০৫ জুলাই, ২০১৪, ০৫:২০:৪২ সকাল
আরও কয়টি হাদিস এখানে.....................।
১.
অনুবাদঃ
হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স)ইরশাদ করেছেন,কোনো মুসলমানের জন্য এটা বৈধ নয় যে,তিন দিনের বেশী সময় অপর কোনো মুসলমান ভাইকে ত্যাগ করা।
অর্থাৎ তারা কোথাও একে অপরের সম্মুখীন হলে একজন এদিকে মুখ ফিরিয়ে নেবে এবং অপরজন ওদিকে মুখ ফিরিয়ে নেবে।তাদের দু’জনের মধ্যে সেই ব্যক্তি উত্তম,যে সর্বপ্রথম সালাম দ্বারা কথাবার্তা আরম্ভ করে।(বুখারী ও মুসলিম)
_____
২.
অনুবাদঃ
হযরত আবু হুরায়রা(রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) বলেছেন,তোমরা কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে কুধারণা থেকে বেঁচে থাক।কেননা কুধারণা পোষণ করা সবচেয়ে বড় মিথ্যা করা।কারো খারাপ বা দোষের খবর জানার চেষ্টা করো না,গোয়েন্দাগিরি করো না,আর একজনের দরের ওপর দিয়ে মাল দর করো না।পরস্পরের মধ্যে হিংসা-বিদ্ধেষ ও শত্রুতা পোষণ করো না,আর পরোক্ষ নিন্দাবাদে একে অপরের পেছনে লেগে থেক না;বরং তোমরা সকলেই আল্লাহর বান্দা ভাই-ভাই হয়ে থাকবে।অপর এক বর্ণনায় আছে,পরস্পরে লোভ-লালসা করো না।(বুখারী ও মুসলিম)
_____
৩.
অনুবাদঃ
হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) বলেছেন,সোমবার ও বৃহস্পতিবার বেহেশতের দরজাসমূহ খোলা হয় এবং প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয়,এ শর্তে যে,আল্লাহ তায়ালার সাথে কাউকে শরীক করবে না।আর সে ব্যক্তি এ ক্ষমা থেকে বঞ্চিত থেকে যায়,যে কোনো মুসলমানের সাথে হিংসা ও শত্রুতা পোষণ করে।অতঃপর ফেরেশতাদেরকে বলা হয় যে,এদের অবকাশ দাও,যেন তারা পরস্পর মীমাংসা করে নিতে পারে।(মুসলিম)
আরও কয়টি হাদিস এখানে.....................।
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন