পাঁচটি সুন্দর হাদীস
লিখেছেন লিখেছেন নোমান২৯ ২৬ জুন, ২০১৪, ০৮:৩৫:২৯ রাত
For More.......................
১.
অনুবাদঃ
হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,রাসূলুল্লাহ (স) বলেছেন,সে সত্তার শপথ,যাঁর হাতে মুহাম্মদের জীবন রয়েছে,এ উম্মত বা মানবজাতির যে কেউ হোক না কেন অর্থাৎ ইহুদি হোক অথবা খ্রিস্টান,আমার রিসালাতের কথা শুনবে অথচ যে শরীয়তসহ আমি প্রেরিত হয়েছি তার প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করবে,সে নিশ্চয়ই জাহান্নামের অধিবাসী হবে।(মুসলিম)
২.
________
অনুবাদঃ
হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন রাসূলুল্লাহ (স) বলেছেন,যে ব্যক্তি আমাদের নামাযের ন্যায় নামায পড়ে,আমাদের কেবলাকে কেবলা হিসেবে গ্রহণ করে এবং আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে,সে অবশ্যই মুসলমান।যার জন্য রয়েছে আল্লাহ ও তাঁর রাসূলের যিম্মাদারী।অতএব তোমরা আল্লাহর যিম্মাদারীর ব্যাপারে তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করো না।(বুখারী)
৩.
________
অনুবাদঃ
হযরত সুফিয়ান ইবনে আবদুল্লাহ সাকাফী (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,একদা আমি রাসূল (স)-এর নিকট নিবেদন করলাম,হে আল্লাহর রাসূল!ইসলাম সম্পর্কে আমাকে এমন একটি কথা বলে দিন,যা আপনার পরে কাউকে জিজ্ঞেস করব না।অন্য বর্ণনায় আছে,আপনি ব্যতীত আর কাউকে আমি জিজ্ঞেস করব না।অতঃপর রাসূলুল্লাহ (স) বললেন-এ কথা বল ‘আল্লাহর ওপর ঈমান এনেছি’ অতঃপর এর ওপর অবিচল থাক।(মুসলিম)
৪.
________
অনুবাদঃ
হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) বলেছেন-আল্লাহ তায়ালা বলেন,আদম সন্তান আমাকে কষ্ট দেয়,(কারণ)সে যুগকে গালি দেয়,অথচ আমিই যুগ(সৃষ্টি করে তাকে পরিবর্তন করে থাকি)।আমার হাতেই সবকিছুর চাবিকাঠি,আমি রাত এবং দিনকে আবর্তিত করি।(বুখারী ও মুসলিম)
________
৫.
অনুবাদঃ
হযরত আবু মুসা আশয়ারী (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) বলেছেন,কষ্টদায়ক কথাবার্তা শোনার পর সে ব্যাপারে ধৈর্যধারণকারী আল্লাহ অপেক্ষা আর কেউ নেই।মানুষ তাঁর প্রতি সন্তান আরোপ করে।অথচ তিনি(এ কথা শোনার পর ধৈর্যধারণ করেন)তাদেরকে ক্ষমা করে দেন এবং রিযিক প্রদান করেন।(বুখারী ও মুসলিম)
For More.......................
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ খাইরান!
মন্তব্য করতে লগইন করুন