পা্ঁচটি সুন্দর হাদীস
লিখেছেন লিখেছেন নোমান২৯ ২০ জুন, ২০১৪, ০৬:২৪:১২ সন্ধ্যা
আরও পাঁচটি হাদীস।এখানে ..................,।
১.
অনুবাদঃ
হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন,ঈমানের সত্তরটির বেশি শাখা-প্রশাখা রয়েছে।তন্মধ্যে সর্বাপেক্ষা উত্তম শাখা হলো এ কথা বলা যে,আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই।আর এর সর্বনিম্ন শাখা হলো,রাস্তা হতে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে দেয়া।আর লজ্জাশীলতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা।(বুখারী ও মুসলিম)
২.
অনুবাদঃ
হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন,সে-ই প্রকৃত মুসলমান,যার মুখ ও হাত(-এর অনিষ্ট)থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।আর প্রকৃত মুহাজির সেই ব্যক্তি,যে আল্লাহ তায়ালা যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করে।এটা ইমাম বুখারী(র)-এর বর্ণনা।সহীহ মুসলিমে রয়েছে,বর্ণনাকারী সাহাবা হযরত আবদুল্লাহ ইবনে আমর বলেন,একদা এক ব্যক্তি নবী করীম (স)-কে জিজ্ঞেস করল,হে আল্লাহর রাসূল!মুসলমানদের মধ্যে সর্বোত্তম কে?উত্তরে তিনি বলেন,যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।
৩.
অনুবাদঃ
হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) ইরশাদ করেন,তোমাদের কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না,যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা-মাতা,সন্তান-সন্ততি এবং সকল মানুষ হতে সর্বাধিক প্রিয় না হব।(বুখারী ও মুসলিম)
৪.
অনুবাদঃ
হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন,যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে সে ঐ বৈশিষ্টগুলোর কারণে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে।সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে,১ যার নিকট আল্লাহ ও তাঁর রাসূল(স) অন্য সবকিছু হতে সর্বাধিক প্রিয় হবে।২ যে ব্যক্তি কোন বান্দাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসবে ৩ যে ব্যক্তি আল্লাহর অনুগ্রহে কুফর হতে মুক্তি লাভের পর পুনরায় কুফরীতে ফিরে যাওয়াকে এভাবে অপছন্দ করে যেভাবে অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে।(বুখারী ও মুসলিম)
৫.
অনুবাদঃ
হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন,সে ব্যক্তিই ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহ তায়ালাকে প্রভু , ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ (স)-কে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে।(মুসলিম)
আরও পাঁচটি হাদীস।এখানে ..................,।
বিষয়: বিবিধ
১৪২৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ!
মন্তব্য করতে লগইন করুন