এই যে ভাই ! যেকোন সময় আপনিও কয়লা হতে পারেন
লিখেছেন লিখেছেন নোমান২৯ ২৩ মে, ২০১৪, ০৪:২৫:০৪ বিকাল
						 
						 
এই যে ভাই ! এটা দেখেন ।এবং মেন্টলি প্রিপেয়ার্ড হোন ।
যেকোন সময় আপনিও কয়লা হতে পারেন । 
কারণ-বাংলাদেশ নামক গুম,খুন রাজ্যে আমাদের বাস ।
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য

 
  
  শব্দের(ধর্ষণ) আহাজারি
   শব্দের(ধর্ষণ) আহাজারি    
  
  হৃদয়ে রক্তক্ষরণ  |
 হৃদয়ে রক্তক্ষরণ  |   
 


































পাঠকের মন্তব্য:
আমিন । ধন্যবাদ ভাইয়া ।
কাঁদো, বাঙালি কাঁদো!
তোমরা আমার ভাই
তোমাদের যা কিছু আছে
তাই নিয়ে শুধু
কাঁদতেই থাকো!
নৌকায় ভোট দাও, আর
কাঁদো, বাঙালি কাঁদো!
সহমত ।ধন্যবাদ ভাইয়া ।
প্রতিপক্ষ না থাকাতে উনারা নিজেরা নিজেরাই বাট করে ম্যাচ খেলতেছেন ।
অন্নেক দিন পর মনে হয় ?
কয় ছিলেন এত্দিন ? এক্কেরে দেখা যায় না যে ?
যাহোক,কথা তবে সত্য বলছেন ।
ধন্যবাদ ।
তবে কি ভাইয়া ! জন্ম-মৃত্যু'র সমতাবিধানে এই গুমের প্রয়োজনীয়তাও কিন্তু কম নাই !
ধন্যবাদ ভাইয়া ।
সত্যি তাই। এই দেশে বাস করতেও এখন ভয় হয়।
ভয় লাগার কিচ্ছু নাই । সদা ভাল কর্ম করুন ।এবং গুম হওয়ার জন্যি প্রস্তুত থাকুন ।
ধন্যিবাদ ।
আরে ভাই ! এগুলার কথা আর কয়্যেন না ?
ধন্যবাদ ভাইয়া ।
সহমত ।ধন্যবাদ ভাইয়া ।
তা অবশ্য ঠিক ।ধন্যাবাদ ।
না ভাইয়া । তখন কিন্তু মহান আল্লাহ-কে ডাকছেন একরাম ভাইয়া । বিশ্বাস না হলে ভিডিওটা আবার দেখুন । শুনবেন-ও আল্লাহ ।
ও আল্লাহ ।বলে বাঁচার আকুতি আর আর্তনাদ ।
মন্তব্য করতে লগইন করুন