|বিবাসনা হয়ে চলাফেরা কিছু দেশে যেমন রীতি,প্রশ্ন পেয়ে পরীক্ষা দেয়াও আমাদের দেশে তেমন রীতি |
লিখেছেন লিখেছেন নোমান২৯ ১৯ মে, ২০১৪, ১১:১৯:৩৮ রাত
বিবাসনা হয়ে চলাফেরা কিছু দেশে যেমন রীতি,প্রশ্ন পেয়ে পরীক্ষা দেয়াও আমাদের দেশে তেমন রীতি ।
আমরা জানি পৃথিবীর কতিপয় দেশে বিবাসনা হয়ে চলাফেরা করা আধুনিকতা । আমাদের দেশেও অদ্ভূত এক আধুনিকতার আগমন লক্ষণীয় ।যদিও এই ব্যাপারে কারো কোন ভ্রুক্ষেপ নেই । নেই কোন মাথাব্যথা ।কারণ এই ক্ষেত্রে দু’য়ের স্বার্থ জড়িত ।১. অভিবাবকদের সন্তানকে যে করে হউক A+ পেতে হবে এরুপ মানসিকতা । ২. সরকারের শিক্ষাক্ষেত্রে সাফলতা প্রদর্শন । যার ফলে আমরা এক দিকে দেখছি প্রতিবছর ফলাফল প্রকাশের পর একই শিরোনাম । পাশের হারের রেকর্ড, A+ এর রেকর্ড ইত্যাদি ইত্যাদি । আবার দেখছি ঢাবিতে ভর্তি পরিক্ষায় ফেলের রেকর্ড ।যাহোক,এই কথা নির্ধিদ্বায় বলতে পারি,এটা যেকোন দেশের জন্যে ক্যান্সার সদৃশ ।
মনুষ্য জাতির লজ্জাবোধ,পাপবোধ এবং একে-অপরের কাছে ছোট হওয়া ইত্যাদি উপস্থিত থাকা অন্যতম স্বাভাবিক প্রবৃত্তি ।কিন্তু কালের আবর্তনে আমাদের এই গুণটি বিলীয়মান ।এটা মনে হয় শুধু এই জাতির ক্ষেত্রে প্রযোজ্য ।আজ আমরা অপকর্ম করতে লজ্জা পায় না । লুকিয়েও করি না ।বরঞ্চ আমরা এটাকে রীতি হিসেবে প্রচলনের আপ্রাণ চেষ্টা করে থাকি ।এর কারণ,নীতিহীনরা আজ সমাজে নীতির প্রবর্তন,প্রচার,প্রসারের দ্বায়িত্বে নিয়োজিত আছেন ।
আমি এই বিষয়ে লিখতে ইতস্ততবোধ করছি ।যেখানে এটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে আমি তার উলটো বলছি। আবার বলছি এই জন্যে যে, বলে হালকা হব । এবং এই বলাটাও এক ধরণের প্রতিবাদ ।জানি এ প্রতিবাদে কাজ হবে না । তবুও প্রতিবাদ জানাচ্ছি,জানাব ।এ নিয়মের নিন্দা জানাচ্ছি । এ নিয়মের শেষ দাবি করছি ।
ছাত্র-ছাত্রীদের বলছি , তোমরা নির্ভার হয়ে পরীক্ষা দাও ঠিক আছে । তোমাদের বডি ল্যংগুয়েজ অসাধারণ,চমতকার তাও ঠিক আছে ।তবে ভাই-বোনেরা তোমাদের এই বডি ল্যংগুয়েজ,ভাব-সাব তোমার মেধাবিত্বের জানান দিচ্ছে না এখন ।কিন্তু জানান দিচ্ছে তুমি নও পরীক্ষা বাট পারফর্মার । মানে প্রশ্ন পেয়েই তুমি পরীক্ষা দিছ ।যাই হোক, ভাই-বোনেরা তোমরা চুরি করছ ঠিক আছে । তবে একটু পারলে লুকাই চুরি কর ।তোমাদের লজ্জাবোধ নাই কেন ? তোমাদের এই ফটকা পরীক্ষা দিয়ে আবার কেন উচ্ছ্বাস প্রকাশ ?এই উচ্ছ্বাস প্রকাশে কি আছে ? এখানে তোমার কৃতিত্বের কিছু আছে কি ?চুরি কর ঠিক আছে ।তবে ভাই-বোন আমার একটু লুকিয়ে চুরি কর ।না হয় আমাদের কৃতিত্বকে ছোট করা হবে ।আমাদের বলতে লজ্জা লাগবে যে , আমরা আওয়ামী আমলের পরীক্ষার্থী ।এবং ভাল ফল লাভকারী ।
অভিবাবকদের বলছি ,আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে A+ চান তো ? ঠিক আছে , ভাল কথা । তবে তা সঠিক পথে চান,সৎভাবে চান । সন্তানদের ওভাবে গড়ে তুলুন ।এই ফেইক A+ দিয়ে কোন লাভ হবে না ।তা আলাদিনের চেরাগের মতই । তবে পার্থক্য শুধু এখানে যে , আলাদিনের চেরাগ মেলে স্বপ্নে এবং তা স্পর্শ করা যায় না । ঘুম ভাঙগার সাথে সাথে তা ভেনিস হয়ে যায় । কিন্তু এই A+ মিলে বাস্তবে । তা স্পর্শ করা যায় ।কিন্তু এই A+ পাওয়া শুধু স্পর্শ এবং পাওয়াতেই সীমাবদ্ধ থাকে । এবং শেষ পর্যন্ত ঐ A+ শোভা পায় শুধু শো-কেজে ।
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অশেষ ধন্যবাদ ভাইয়া ।
সহমত ।
ধন্যবাদ ভাইয়া ।
শিক্ষাবোর্ড একটি বিশেষ লক্ষে এগুচ্ছে ।
বিডিয়ার বিদ্রোহের মাধ্যমে তারা যে সুযোগ-সুবিধা ভোগ করেছে এটার ফলও অনুরুপ হবে ভাইয়া ।
আমি মিন ভাইয়া , মানে জাতিকে মেধাশূন্য করতে পারলেই ভারতের পদানত করতে সহজ হবে ।
ধন্যবাদ ভাইয়া ।
ভাইয়া গণহারে দোষারপ করিনি তো ? আপনি মনে হয় এই লাইনটা মিস করেছেন -
।না হয় আমাদের কৃতিত্বকে ছোট করা হবে ।আমাদের বলতে লজ্জা লাগবে যে , আমরা আওয়ামী আমলের পরীক্ষার্থী ।এবং ভাল ফল লাভকারী ।
এখানে আমাদের বলতে আপনার বাচ্চাদের অনুরুপদিগকে বুঝানো হয়েছে ।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন