চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে । (ছবি ব্লগ) ।চলন্ত ট্রেন থেকে তোলা । ।না দেখলে সত্যি-ই মিস করবেন ।
লিখেছেন লিখেছেন নোমান২৯ ০১ মে, ২০১৪, ০৮:৪০:২৩ রাত
দাওয়াত রইলো ঘুরে আসার ।
এরকম মাচানওয়ালা ক্ষেত দেখলেই দু'বছর আগের এক দুঃসাহসিক চুরির অভিযানের কথা মনে পড়ে যায় । নিজের জমি থেকে পরিবারের সবাই মিলে তিতকরলা চুরি করছিলাম । আমি ছিলাম পাহারাদার আর আপু ছিল প্রধান চোর । উনি-ই তিতকরলা কাটছিলেন গাছ থেকে ।
কৃষাণী, কৃষককে কাজে সাহায্য করতেছে । সাথে প্রেম তো আছেই । আর তাদের প্রেমের সাক্ষী একটা ছোট পাখি ।
মনে হয় কি ছবিটি চলন্ত ট্রেন থেকে তোলা ?
আবাদি জমি কমে যাচ্ছে মারাত্নকভাবে । সেদিকে কারো সামান্য নজর নাই ।
ক্যাপশন আগেরটাই পড়ে নেন ।
দু'বান্ধবী নিজেদের দুই খানকে নিয়ে গল্প করতেছে ।
সত্যি-ই আমারটা দেশটা চিরসবুজ । ইশ ! সবার মনটাও যদি এই মাটির ন্যায় সবুজ হত !
সত্যি-ই চিরসবুজ ।
ভাষা নাই । কি বলব আর ?
অপূর্ব ! মনজুড়ানো ।
বাংলাদেশী বাংগালির আড্ডা দেয়ার স্বভাবের কথা মনে পড়ে যায় ।
আবারো বলতে হয় চিরসবুজ ।
এই ছবিটার ক্যাপশনটা আপনারাই দেন । দিবেন কি ?
মনে হচ্ছে কি চলন্ত ট্রেন থেকে তোলা ?
বিষয়: বিবিধ
১৫৫৫ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
আমার এই দেশ কি যে মনোহর
পাখির গানে গানে আসে ভোর
আযানের সুরে সুরে আসে ভোর
পাতায় পাতায় আলোর চিত্রকলা
ঢেউয়ের তালে তালে অবিরাম কথা বলা...
বাকি ছবিগুলো কই রাখছেন?
আরেকটা ব্লগ পোষ্টান
বাকিছবিগুলো দেখার সুযোগ করে দেন।
পিলাচ অন্নেক সুন্দর ধন্যবাদ।
সামনের পোষ্টে সাথে আছি হামমমমমমমমম ইনশাআল্লাহ।
০ আপু তো নিজের কাজ ঠিকই করেছিলেন । আপনি পাহারাদার সাহেব তখন কি করছিলেন ?
Wow ! What an awesome collection !
মিস করতে করতে অল্পের জন্য বাইচ্যা গেছি গা ।
মন্তব্য করতে লগইন করুন