তমানিশা দেখছি-১ । আলো দেখব কবে ? মসজিদের ইমাম (মুজিবের উপর নির্মিত) ফিল্ম দেখতে বাধ্য হলেন !!!!!

লিখেছেন লিখেছেন নোমান২৯ ২৮ মার্চ, ২০১৪, ০৭:৩৮:২৩ সন্ধ্যা



***

২৬শে মার্চ স্বাধীনতা দিবসে মুজিবের উপর নতুন নির্মিতব্য চলচ্চিত্র দেখতে বাধ্য হলেন মসজিদের ইমাম ।এদিন ডিফেন্সের সকলের জন্য এই ছবি দেখা বাধ্যতামূলক করা হয়।এবং মসজিদের সরকারি ইমামও ছিলেন ঐ তালিকায়। কি আর করা ? হুজুরকে চাকরি বাঁচাতে দেখতে হয়েছে ।

***

এখন ডিফেন্সের সৈনিকদের অনুষ্ঠানে খাওয়া শুরু হয় ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ গান দিয়ে ।

***

আমি স্বপ্ন দেখি , দেখতে ভালবাসি । কিন্তু এই ব্যাপারে আর স্বপ্ন দেখতে পারছি না । হয়ত লেখাটা পড়ে কেউ কেউ হতাশ হবে ।তবুও বলতে হবে । আর কত এভাবে ঘুমাবেন ? আপনারা জানেন কি ? সৈনিকরা কেন সরকারের আজ্ঞাবহ দাসের মত আচরণ করছে ?

আসুন কিছু কথা জেনে নিই -

১. সৈনিকদের ব্রেইন ওয়াশ করার জন্য আছে চৌকস অফিসার । যারা সৈনিকদের ব্রেইন ওয়াশ করে থাকে । তারা বিভিন্ন মনীষীর কথা বলে । এবং তাদের কথায় সম্মোহনী শক্তির প্রভাব আছে ।তারা বলে তমুক মনীষী আরো এত বছর আগে বর্তমান পৃথিবী কিভাবে চলবে ।এবং পৃথিবী ঠিক ওভাবে চলছে ।

মোটকথা, ক্ষ্যামতাসীনদের এই(যা হচ্ছে) আচরণ স্বাভাবিকভাবে নাও এবং নিচ্ছে ।

২. আবার তারা যুদ্ধের কলাকৌশল শিক্ষা দেয় । এবং তারা শিক্ষা দেয় মনীষীদের ।যেমন-তুমি ততক্ষণ যুদ্ধে নামবে না ,যতক্ষণ না তুমি প্রতিরোধের শক্তি সঞ্চয় কর ।

এটার শিক্ষা-হেফাজতের জিহাদকে যুদ্ধ হিসেবে দেখানো ।আর সেদিন(৫ই মে) তাদের ওভাবে অবস্থান ভুল ছিল।কারণ তাদের পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা ছিল না।

৩. আরো আছে ইসলামিক পদ্ধতিতে ব্রেইন ওয়াশ করার সিস্টেম ।যেমন-রাসূল (সাঃ) এক যুদ্ধে তাঁর সাহাবীদেরকে নেতার আনুগত্য করতে বলেছেন ।এবং উনার আদেশ হালকা অমান্য করার কারণে অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হতে হয়ছে।

উদ্দেশ্য- সুতরাং তুমি তোমার দেশের সরকারের আনুগত্য কর।সে হিন্দু হোক বা মুসলিম হোক বা নামধারী মুসলিম হোক।

৪. সাথে আছে ,দেশপ্রেম ঈমানের অঙ্গ।

শিক্ষা-সুতরাং তোমাদেরকে সরকারের দেখানো দেশপ্রেমকে বুকে ধারণ করতে হবে।

বিষয়: বিবিধ

১৩৩০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199325
২৮ মার্চ ২০১৪ রাত ০৮:২৩
সুশীল লিখেছেন : মাইনাস
২৮ মার্চ ২০১৪ রাত ০৮:২৫
149130
নোমান২৯ লিখেছেন : কেন ?
199378
২৮ মার্চ ২০১৪ রাত ১০:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জোড় করে বেশি গিলালে বদ হজম হতে বাধ্য।
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৪
149380
নোমান২৯ লিখেছেন : তা অবশ্যই ঠিক ।
199404
২৮ মার্চ ২০১৪ রাত ১১:১৮
প্রবাসী মজুমদার লিখেছেন : I do appreciate your feeling and writing. But my question is, all the soldiers are an icon of love of his country. The people of Bangladesh deeply rely on this force. Every force is the self-president or an ambassador for his country. Every soldier should be self motivated.

In this century of net, do we need to impressed by someone? I am not impressed by someone. Because I know myself and try to en light my inner power with my surrounding feeling, love of country. Every day massacre in my country make me burn. As a Muslim, I have my own feeling, own responsibility and individual relation with Allah. So from the point of my self realization, I am leader and decision maker of my self.

Thanks for your writing. Allah may bless you.
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৭
149384
নোমান২৯ লিখেছেন : আপনার মতামতের প্রতি শ্রদ্ধা রইলো ভাইয়া ।
কিন্তু ভাইয়া সৈনিকরা যখন ভোগবাদে নিমজ্জিত তখন তাদের দেশপ্রেম ভোঁতা হয়ে যায় । ঠিক নয় কি ভাইয়া ?
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪১
149405
প্রবাসী মজুমদার লিখেছেন : এটাও ঠিক। আসলে ভোগবাদের সংখ্যাটাই বেশী। আর এ সরকারের সাফল্য সেদিনই রচিত হয়েছে যেদিন আমাদের অতন্দ্র প্রহরি ৫৭ জন আর্মি অফিসারকে হত্যা করেছে। এদের বিচার না হওয়ার মাধ্যমে প্রমাণিত হল, দেশে আর দেশপ্রেমিক আর্মি নেই । আছে সব জীহুজুর।
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৩
149456
নোমান২৯ লিখেছেন : ঠিক ঐ জন্যে হাসিনা ম্যাদাম এত নির্ভার ।
অন্তত সেনাবাহিনী ক্ষ্যামতা নিবে না ।
199415
২৮ মার্চ ২০১৪ রাত ১১:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশটাই এক ফিল্ম হয়েগেছে ,,
মসজিদের ইমামকে কয়েকদিন পর বলা হবে পারে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৪
149381
নোমান২৯ লিখেছেন : হ্যাঁ ভাইয়া । আপনি ঠিক বলেছেন ।
199527
২৯ মার্চ ২০১৪ সকাল ০৬:২০
প্যারিস থেকে আমি লিখেছেন : পড়ে খুব ভালো লেগেছে।
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৫
149382
নোমান২৯ লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ ।
200218
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৫
egypt12 লিখেছেন : না সবাই মোক্ষম সুযোগের অপেক্ষায় বলে আমার বিশ্বাস।
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৯
150004
নোমান২৯ লিখেছেন : প্লিজ ভাইয়া । বুঝলাম না ।
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:০৮
150021
egypt12 লিখেছেন : বিরোধীরা Don't Tell Anyone
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:২৬
150037
নোমান২৯ লিখেছেন : তাও বুঝি নাই ।
206476
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১২
অজানা পথিক লিখেছেন : দুর্ভাগ্যজনক
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:১৫
155289
নোমান২৯ লিখেছেন : কি আর বলব ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File