মাদ্রাসার ধর্মীয় শিক্ষা হয় রাজনৈতিক উদ্দেশ্যে : শেখ সেলিম

লিখেছেন লিখেছেন নোমান২৯ ১৮ মার্চ, ২০১৪, ০৩:২৯:৪২ দুপুর



দেশের মাদ্রাসার ধর্মীয় শিক্ষা রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজে বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ সেলিম বলেন, আমাদের দেশের মাদ্রাসায় যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় তা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে। সেই রাজনৈতিক উদ্দেশ্যের কারণে আমরা অনেক দূর পিছিয়ে আছি।

তিনি আরো বলেন, নারীকে অশিক্ষিত রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে না। নারীর শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে দেশের অগ্রগতি সাধিত করতে হবে।

কুকুরটার যথাযথ বিচার চাই । যদিও কোন লাভ নাই । তবুও চাইলাম ।

মন্তব্য - কুকুরটাকে লাঠিপেটা করে দেশ থেকে বিতাড়িত করা উচিত ।

বিষয়: বিবিধ

১২৪৭ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194070
১৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪২
হতভাগা লিখেছেন : তত্ত্বাবধায়কের আমলে আটক নেতাদের জেরার যে সিডি গুলো বাজারে ছেড়ে ছিল তাদের মধ্যে একটাতে উনাকে এক জেরাকারী কি যে ভর্তসনা করেছিলেন ! সেলিম সাহেবকে দেখলেই সে কথাগুলো মনে এসে যায় ।
১৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৭
144638
নোমান২৯ লিখেছেন : জেরায় কি ছিল ? শোনানো যাবে কি ?
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩২
144677
হতভাগা লিখেছেন : উনাকে সুদর্শন হিসেবে প্রশংসা করা হয়েছে , এক্ষেত্রে হামিদ কারজাইয়ের সাথে তুলনা করা হয়েছে , চড় দেবার কথাও এসেছে খুব ভদ্রভাবে কথা বলার মাধ্যমে ।
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৯
144712
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ভাইয়া । জেরাকারী কি মহিলা ছিল । পুরুষ হলে তো হেতে সমকামী ।
১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৮
145174
হতভাগা লিখেছেন : এসব গোয়েন্দারা প্রথমে আপনি থেকে শুরু করে পরে তুই তোকারিতে নেমে আসে । যেটা স্বাভাবিকভাবেই যে কোন মানুষের জন্য অপমানজনক।
১৯ মার্চ ২০১৪ দুপুর ০২:২৫
145194
নোমান২৯ লিখেছেন : আমার জিজ্ঞাসার তো উত্তর দিলেন না ?
১৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:০২
145203
হতভাগা লিখেছেন : জেরাকারী পুরুষই ছিল । NoMan বা Woman ছিল না ।
সমকামী কি না জানি না । এসব জায়গায় যাদের যাবার অভিজ্ঞতা আছে তারা জানতে পারে ।
১৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৮
145246
নোমান২৯ লিখেছেন : noman কেন আসল এতে আবার ?
194076
১৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৯
শিহাব আল মাহমুদ লিখেছেন : সে কি মুসলিম?
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৯
144666
নোমান২৯ লিখেছেন : হেতে ভালা জানে ।
194081
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ওদের জন্য শুধু বাঁশ।
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:২০
144667
নোমান২৯ লিখেছেন : শুধুই বাঁশ।
194087
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৫
প্যরাপিন লিখেছেন : বলদ না , যার মনে যা,ফাল দি উড়ে তা।
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:২০
144669
নোমান২৯ লিখেছেন : হতেও পারে ।
194097
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩০
নীল জোছনা লিখেছেন : ‌উনি খারাপের তো কিছু বলেননি। আজকাল মাদ্রাসা শিক্ষার নামে জঙ্গি উৎপাদন করা হচ্ছে এটাতে তো কোনো সন্দেহ নাই।
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৮
144711
নোমান২৯ লিখেছেন : কচু আপু/ভাইয়া ।
194100
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমার মনে হয় পাবনায় আর রোগীদের থাকার জায়গা হবে না, তাই ভাবছি একটা পাগলের হাসপাতাল খুলবো।
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৭
144710
নোমান২৯ লিখেছেন : আইডিয়া কেবল মন্দ না ।
194166
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৫
অপ্রিয় সত্য কথা লিখেছেন : যে যেমন তার,তার কথাও সে রকম ওওয়াটাই স্বাভাবিক।আপনি একেবারে খোলাসা করে দিলেন কেনরে ভাই।
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
144784
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।
194183
১৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৮
ইবনে আহমাদ লিখেছেন : ভাই প্রস্তাবটার সাথে একমত। কিন্তু আপনার প্রকাশের সাথে একমত নই। ভাষা সুন্দর করে লিখা যেত।
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
144775
নোমান২৯ লিখেছেন : মাদ্রাসা শিক্ষাকে হেয় কেন করে তারা ?? তাদের কি সমস্যা ?? তাদের জায়গা আমদের পায়ের তলায় । কি করে বলি ভাই । মাথা যে, ঠিক নাই । প্রতিদিন বাকশাল গংয়ের অনুরুপ বাক্য ফুটতেছে যে ভাই ? কি করে সয় ভাই ?
194203
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বলদে কি ভালো উক্তি করতে পারে ?
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
144777
নোমান২৯ লিখেছেন : অবশ্যই ।
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
144779
নোমান২৯ লিখেছেন : অবশ্যই পারে না।
১০
194393
১৮ মার্চ ২০১৪ রাত ১১:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাদ্রাসায় রাজনিতি আর জঙ্গিবাদ শিক্ষা দেয়া হয় বুঝলাম। কিন্তু সরকারী স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ে?
ফ্লাশ মব আর নাচন কুদন। সেই সঙ্গে চাপাতি লইয়া মারামারি।
যেই রকম নেতা সেই রকম দেশ।
১৯ মার্চ ২০১৪ রাত ১২:৫৩
144911
নোমান২৯ লিখেছেন : কি বলব ভাই ?
১১
207654
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৪
অজানা পথিক লিখেছেন : পুরাই গাঁজাখোরী!
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৩
157630
নোমান২৯ লিখেছেন : এক্কেরে সত্যি কথা ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File