মাদ্রাসার ধর্মীয় শিক্ষা হয় রাজনৈতিক উদ্দেশ্যে : শেখ সেলিম
লিখেছেন লিখেছেন নোমান২৯ ১৮ মার্চ, ২০১৪, ০৩:২৯:৪২ দুপুর
দেশের মাদ্রাসার ধর্মীয় শিক্ষা রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজে বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শেখ সেলিম বলেন, আমাদের দেশের মাদ্রাসায় যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় তা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে। সেই রাজনৈতিক উদ্দেশ্যের কারণে আমরা অনেক দূর পিছিয়ে আছি।
তিনি আরো বলেন, নারীকে অশিক্ষিত রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে না। নারীর শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে দেশের অগ্রগতি সাধিত করতে হবে।
কুকুরটার যথাযথ বিচার চাই । যদিও কোন লাভ নাই । তবুও চাইলাম ।
মন্তব্য - কুকুরটাকে লাঠিপেটা করে দেশ থেকে বিতাড়িত করা উচিত ।
বিষয়: বিবিধ
১২৪৭ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমকামী কি না জানি না । এসব জায়গায় যাদের যাবার অভিজ্ঞতা আছে তারা জানতে পারে ।
ফ্লাশ মব আর নাচন কুদন। সেই সঙ্গে চাপাতি লইয়া মারামারি।
যেই রকম নেতা সেই রকম দেশ।
মন্তব্য করতে লগইন করুন