মানবতা

লিখেছেন লিখেছেন নোমান২৯ ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১২:৪৯ রাত



মানবতা

শিশুর লাশ দেখে কাঁদেনা আজ মানবতাবাদীরা

কেনই বা কাঁদবে?

তারাই তো মানবতার গায়ে পদাঘাত করে

গড়তে চাইছে মানবতা।

শিশুর লাশ দেখে কাঁদেনা আজ মানবতার ফেরারীরা

কাঁদবেই বা কেন?

শিশুকে লাশ বানিয়ে,বলে বেড়ায়

মানবতার তরে ভাই,করছি জীবন ছাই

শুধুই মানবতার তরে।

শিশুর লাশ দেখে কাঁদেনা আজ মানবতার ফেরারীরা।

হে মানবতাবাদীরা।

তুমি কি দেখনা?

সাংবাদিক আজ খবর চাপিছে

এই শিরোনামে যে

মানুষ আজ মানুষ খাই।

হে মানবতার ফেরারীরা।

তুমি কি শুননা?

অবুঝ,নিষ্পাপ শিশুর মরণধ্বনি।

তুমি কি শুননা?

বুকহারা মায়ের শোকধ্বনি।

হে মানবতার ফেরারীরা।

তোমার চিত্ত এত ক্ষুদ্র কেন?

তোমার দৃষ্টি এত ক্ষীণ কেন?

তোমার অনুভূতির তীব্রতা এত অগভীর কেন?

হে মানবতাবাদীরা।

তুমি সাম্প্রদায়িকতার বেড়াজালে আবদ্ধ কেন?

তুমি জাতিসত্তার বেড়াজালে আবদ্ধ কেন?

তুমি কি পারনা?

জাতিসত্তার ঊর্ধ্বে উঠতে।

তুমি কি পারনা?

সাম্প্রদায়িকতার বীজ উপড়ে ফেলতে।

এসো ভাই

মেকি মুখোশ ফেলে এসো

এসো এসো

সকলে এসো ভাই

মানবতার তরে ভাই

গান গেয়ে যায়

আমরা সকলে মানুষ বলে।

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173531
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৯
জবলুল হক লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ Rose Rose
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩১
127110
নোমান২৯ লিখেছেন : Happy Happy Happy Happy
173535
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৫
সন্ধাতারা লিখেছেন : Humanity is nowhere in the world, most of the so called Muslims are acting like animals even worst. We have to raise our voice n pray to the Almighty to save the helpless people n children. Thank u very much for your urges.
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩২
127111
নোমান২৯ লিখেছেন : Happy Happy Happy Happy
174367
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৪
egypt12 লিখেছেন : মুসলিম হত্যায় সমস্যা নেই কিন্তু আর কারো কিছুই হলেই সমস্যা
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০৯
127745
নোমান২৯ লিখেছেন : হ্যাঁ ভাই ঠিক বলেছেন।
178192
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫১
179489
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১২
নোমান২৯ লিখেছেন : আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File