তবে কি মার্চেই পাচ্ছি ২য় কাদের মোল্লাকে ?????
লিখেছেন লিখেছেন নোমান২৯ ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০০:৩৩ সকাল
তবে কি মার্চেই পাচ্ছি ২য় কাদের মোল্লাকে ?????
তবে কি মার্চেই পাচ্ছি ২য় কাদের মোল্লাকে………
দা আওয়ামীলীগ।বাংলাদেশের স্বার্থবিরোধী জঘন্য,নিকৃষ্ট রাজনৈতিক দল।এই দলটি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কুকর্মের পাহাড় গড়ছে।দলটির শাসনামলে দেশ,ধর্ম ও নাগরিক কেউই নিরাপদ নয়।আবার দলটির শাসনামলে মাস,তারিখের বিশেষ কদর রয়েছে।কদর আছে আন্তর্জাতিক ইভেন্ট ও পাবলিক পরিক্ষাগুলোর।এগুলোকে তারা কুকর্মের ঢাল হিসেবে ব্যবহার করে।দলটি পরিচালনার আরেকটি নীতি হচ্ছে কুকর্মকে,কুকর্ম দিয়ে ঢাকা দেয়া।নিকট অতীতে গেলে বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে।গত বছর অনুষ্ঠিতব্য সকল পাবলিক পরীক্ষাকে বিরোধী দলের আন্দোলন দমাতে ব্যবহার করেছে।আর গেল আমলে দলটি ডেসটিনি,শেয়ার বাজার,হলমার্ক,নাস্তিকতা,গণহত্যা ও রানা প্লাজা ইত্যাদি সকল কুকর্মকে ঢাকতে আরেকটি কুকর্ম করেছে।২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস।এই বছর ১৬মার্চ থেকে ৬ই এপ্রিল বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপের আসর।আর এই ইভেন্টকে নিয়েই চলছে ভয়ঙ্কর রাজনীতির খেলা।এই ইভেন্টকে নিয়েই দলটি এঁটেছে দুটি ছক।১ম টি ৫ই জানুয়ারির নির্বাচনের পর যদি বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হয় তবে এই ইভেন্ট যাবে ভারতে ।তাতে করে ভারতের স্বার্থ রক্ষা পাবে।এতে দলটি ভারতের মনোরঞ্জন করতে পারবে।যেমন দলটি করে আসছে পোশাকশিল্পে।এবং ২য় টি অত্যন্ত জঘন্য,বর্বর ও কাপুরুষোচিত।আর তা হচ্ছে বিশিষ্ট আলেমে দ্বীন তাফসিরে কুরআন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলানো।সেই লক্ষ্যেই চলছে মামলার কার্যক্রম।তাদের মহাপরিকল্পনা ২৬ কে নিয়ে।আর তখন চলবে টি২০ বিশ্বকাপ।ফাঁসি দিয়ে দিবে।প্রতিবাদ জানালে গণহত্যা চালাবে।আর বলে বেড়াবে দেশের ভাবমূর্তি রক্ষায় যত কঠোর হওয়া প্রয়োজন তত কঠোর হব।আমার এই কথা আমার ভেবে এখন কান্না পাচ্ছে।পারবে কি বাংলাদেশ এর প্রতিবাদ জানাতে?আমি নিশ্চিত সেদিন বিশ্বের মুসলিম উম্মাহ এর প্রতিবাদ জানাবে ও কাঁদবে।হে আল্লাহ।তুমিই শেষ ভরসা।তুমিই জীবন-মৃত্যুর মালিক।কেবলমাত্র তুমিই পার সাঈদীকে রক্ষা করতে।হে আল্লাহ।তুমি রক্ষা করো।হে আল্লাহ, তুমি মুসলিম উম্মাহর এই প্রার্থনা কবুল করো।
হে আল্লাহ।
দিওনা এই দুঃসাহস
খঞ্জার চালাবার
বুকে
মুসলিম উম্মাহর।
হে আল্লাহ।
দাও অবশ করে
জালিমের উদ্ধত হস্ত
মজলুমনেত্রের তরেতে চেয়ে।
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে আল্লাহ।
দিওনা এই দুঃসাহস
খঞ্জার চালাবার
বুকে
মুসলিম উম্মাহর।
হে আল্লাহ।
দাও অবশ করে জালিমের উদ্ধত হস্ত মজলুমনেত্রের তরেতে চেয়ে
হে আল্লাহ।দিওনা এই দুঃসাহস খঞ্জার চালাবার বুকে মুসলিম উম্মাহর।
হে আল্লাহ।
দাও অবশ করে জালিমের উদ্ধত হস্ত মজলুমনেত্রের তরেতে চেয়ে।
মন্তব্য করতে লগইন করুন