পথশিশু
লিখেছেন লিখেছেন নোমান২৯ ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:১৩:৪৫ রাত
পথশিশু
আমাদের দিকে ফিরে তাকাওনারে ভাই
একটু দয়া করে।
আমরা পথশিশু ভাই,সারাদিন ঘুরে বেড়ায়
ডাস্টবিন থেকে ডাস্টবিনে
দু’মুঠো ভাতের সন্দানে।
আর সে ভাত তোমরা,খেয়ে না খেয়ে
ফেল ডাস্টবিনে।
সে ভাতের তরে ভাই,ঘুরে বেড়ায়
ডস্টবিনা,ডস্টবিনে।
ভাত ফেলার খানিক পূর্বক্ষণে
চেহারাটা মোর মনে করিও ভাই
একটু কষ্ট করে।
আমাদের দিকে তাকাওনারে ভাই,
একটু দয়া করে।
তোমাদের ফেলে দেয়া ভাত
কাকপক্ষী,কুকুর আর আমরা মিলে
খাই মজা করে।
ভাত ফেলার খানিক পূর্বক্ষণে
চেহারাটা মোর মনে করিও ভাই
একটু কষ্ট করে।
ফেলে দেয়া ভাত কুঁড়ে কুঁড়ে খেয়ে
কিছুটা বড় হয়ে
পেটের তাগিদে একটা কাজের জন্যে ভাই
বাবুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়
বহু কাকুতি-মিনতির পরে
যদিও কাজ ভাগ্যে জুটে
অতিরিক্ত খাঁটিয়ে
শ্রমানুপাতে মজুরি দেয় না ভাই
শিশু বলে।
তবুও প্রতিবাদ করিনা ভাই
দু’বেলা,দু’মুঠো ভাত তো জোটে।
আমাদের দিকে ফিরে তাকাওনারে ভাই
একটু ভালো চোখে।
বাবুদের গড়ে,আমাদের ভাঙ্গে
তবুও ভাই সব বুঝে ভাই
দু’চোখ বুজে সয়ে যায়
আমরা পথশিশু বলে।
বিষয়: বিবিধ
২০৯৩ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা খুবি ভালো লাগলো তবে মনটা খারাপ হয়ে গেল।
আপনাকে অনেক ধন্যবাদ।
কবি সাহিত্যিকরা সমাজের বিবেকবোধকে যতোটা সহজে গড়তে পারে,অন্য মাধ্যমে তা কষ্টকর।
সৃষ্টিশীল মানুষ হিসেবে আপনার সফলতা কামনা করছি।।
ধন্যবাদ।।
মন্তব্য করতে লগইন করুন