পথশিশু

লিখেছেন লিখেছেন নোমান২৯ ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:১৩:৪৫ রাত



পথশিশু

আমাদের দিকে ফিরে তাকাওনারে ভাই

একটু দয়া করে।

আমরা পথশিশু ভাই,সারাদিন ঘুরে বেড়ায়

ডাস্টবিন থেকে ডাস্টবিনে

দু’মুঠো ভাতের সন্দানে।

আর সে ভাত তোমরা,খেয়ে না খেয়ে

ফেল ডাস্টবিনে।

সে ভাতের তরে ভাই,ঘুরে বেড়ায়

ডস্টবিনা,ডস্টবিনে।

ভাত ফেলার খানিক পূর্বক্ষণে

চেহারাটা মোর মনে করিও ভাই

একটু কষ্ট করে।

আমাদের দিকে তাকাওনারে ভাই,

একটু দয়া করে।

তোমাদের ফেলে দেয়া ভাত

কাকপক্ষী,কুকুর আর আমরা মিলে

খাই মজা করে।

ভাত ফেলার খানিক পূর্বক্ষণে

চেহারাটা মোর মনে করিও ভাই

একটু কষ্ট করে।

ফেলে দেয়া ভাত কুঁড়ে কুঁড়ে খেয়ে

কিছুটা বড় হয়ে

পেটের তাগিদে একটা কাজের জন্যে ভাই

বাবুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়

বহু কাকুতি-মিনতির পরে

যদিও কাজ ভাগ্যে জুটে

অতিরিক্ত খাঁটিয়ে

শ্রমানুপাতে মজুরি দেয় না ভাই

শিশু বলে।

তবুও প্রতিবাদ করিনা ভাই

দু’বেলা,দু’মুঠো ভাত তো জোটে।

আমাদের দিকে ফিরে তাকাওনারে ভাই

একটু ভালো চোখে।

বাবুদের গড়ে,আমাদের ভাঙ্গে

তবুও ভাই সব বুঝে ভাই

দু’চোখ বুজে সয়ে যায়

আমরা পথশিশু বলে।

বিষয়: বিবিধ

২০৯৩ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172631
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মাশা আল্লাহ
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩০
126289
নোমান২৯ লিখেছেন : গরীবের ক্ষুদ্র কুটিরে আসার জন্য ধন্যবাদ।
172651
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০০
বিন হারুন লিখেছেন : অনেক ভাল লিখেছেন. মহান রব আপনাকে উত্তম প্রতিদান দিন.
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৩
126310
নোমান২৯ লিখেছেন : অনেক ধন্যবাদ।
172660
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১০
নূর আল আমিন লিখেছেন : আল্লাহ আমাদের পথ শীশুদের কল্যাণে চালনা করুক আমিন
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৪
126313
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ
172674
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৮
পবিত্র লিখেছেন : Sad Sad Sad
কবিতা খুবি ভালো লাগলো তবে মনটা খারাপ হয়ে গেল।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৪
126314
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।
172675
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪০
আব্দুল গাফফার লিখেছেন : Sad Sad ধন্যবাদ
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৩
126311
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।
172683
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২১
আহমদ মুসা লিখেছেন : মাশায়াল্লাহ! অনেক সুন্দর লিখেছেন। আল্লাহ আপনার কলমে আরো শক্তি বাড়িয়ে দিক।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪১
126326
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।
172685
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২১
প্রিন্সিপাল লিখেছেন : হে আল্লাহ! তুমি তাদের জন্য কিছু করার জন্য আমাদেরকে তাওফীক দান কর। আমীন
আপনাকে অনেক ধন্যবাদ।
172692
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪০
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।
172741
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : কবিতা সুন্দর হয়েছে Rose

Sad Sad Sad Praying Praying Praying
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৪
126365
নোমান২৯ লিখেছেন : অনেক ধন্যবাদ আপু।Happy Happy Happy
১০
172809
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৩
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Praying
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪২
126423
নোমান২৯ লিখেছেন : Happy Happy Happy Happy Happy Happy
১১
172962
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৯
জবলুল হক লিখেছেন : খুব ভালো হয়েছে কবিতা। Rose Rose Rose
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
126556
নোমান২৯ লিখেছেন : Happy Happy Happy Happy Happy ধন্যবাদ ভাই।
১২
172987
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
মহি১১মাসুম লিখেছেন : আপনার কবিতায় মানবিক আবেদন অত্যন্ত পরিছন্ন ও তীব্র।
কবি সাহিত্যিকরা সমাজের বিবেকবোধকে যতোটা সহজে গড়তে পারে,অন্য মাধ্যমে তা কষ্টকর।
সৃষ্টিশীল মানুষ হিসেবে আপনার সফলতা কামনা করছি।।
ধন্যবাদ।।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
126557
নোমান২৯ লিখেছেন : কমেন্ট করে উতসাহিত করার জনয ধন্যবাদ।
১৩
178146
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০৩
অজানা পথিক লিখেছেন : আল্লাহ আপনার কলমকে আর ও শানিত করুন
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১১
132460
নোমান২৯ লিখেছেন : আমিন।
১৪
245610
১৮ জুলাই ২০১৪ রাত ০২:০৬
রফছান খান লিখেছেন : ভালো লিখেছেন । আল্লাহ ওদের সহায় হউন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File