মাদকদ্রব্য নয় কি?(এক)
লিখেছেন লিখেছেন নোমান২৯ ২২ জানুয়ারি, ২০১৪, ০৬:৩৯:২৩ সকাল
মাদকদ্রব্য নয় কি?(এক)
মাদকঃযা করা,খাওয়া বা দেখার ফলে নেশার উদ্রেক ঘটে।মাদক মানুষকে অপ্রকৃতিস্থ করে তোলে,চিন্তা শক্তিকে ভোতা করে দেয়।
মাদকদ্রব্যঃযে বস্তু নির্দিষ্ট সময়ে করা,খাওয়া বা দেখার ব্যতয় ঘটলে মানুষ অপকৃতিস্থ হয়ে পড়ে,স্বাভাবিক ক্রিয়াকলাপ হারিয়ে ফেলে তাকে মাদকদ্রব্য বলে।১. এটা হতে পারে কোন কাজ।যেমনঃসিরিয়াল কিলারের খুন করা।২. কোন খাদ্যবস্তু গ্রহণ।যেমনঃআফিম,মরফিন ও হাসিস ইত্যাদি।৩. কোন কিছু দেখা।যেমনঃবেশী মাত্রায় টিভি-চ্যানেল দেখা।
আমার আলোচনার বিষয় ৩নং নিয়ে।নেপোলিয়ন বলেছিলেন,তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি দিব।এর থেকে জাতি গঠনে মায়ের ভূমিকা অনুধাবন করা যায়।কিন্তু হায় আমাদের মায়েরা আজ মাদকের নীলদংশনে দংশিত।তারা স্টার জলসা এবং জি বাংলা নামক দুটি টভি-চ্যানেলে অতিমাত্রায় আক্রান্ত।ফলে জাতি ক্রমান্বয়ে ঘোর তমানিশায় নিপতিত হচ্ছে।
(চ্যানেলদ্বয়)কারা দেখে?
বাংলাদেশের গৃহিণী সমাজের প্রায় ৯৭%(যাদের ব্যবস্থা আছে) দেখে থাকে।তাছাড়া মায়ের পেটের শিশু থেকে শুরু করে আবালবৃদ্ধবনিতা এমনকি মৃত্যু পথযাত্রীও দেখে বা দেখতে বাধ্য হয়।
সম্প্রচারিত নাটকের কমন সিনারিও কি?
হাসব্যান্ড-ওয়াইফ তিক্ত সম্পর্ক,পরকীয়া,বহু বিবাহ,ডিভোর্স,এবং প্রেম-ভালবাসা ইত্যাদি।
কেন দেখে?
যৌথ পরিবার ভেঙ্গে যাওয়া,সঙ্গদোষ,একাকীত্ব,নারী শিক্ষার অভাব,বেকারত্ব,স্বদেশপ্রেম এবং স্বজাত্যবোধের অভাব।
দেখার ফলে কি হয়?
পরবারের সদস্যদের মাঝে কমিউনিকেশন গ্যাপ্’র সৃষ্টি হয়।পরকীয়া এবং সামান্য কারিণে ডিভোর্সে উতসাহ সৃষ্টি হয়।ছোটরা অতিরিক্ত উতসবপরায়ণ হয়ে উঠে এবং বিজাতীয় সভ্যতায় আকৃষ্ট হয়।টিনএজাররা প্রেম-ভালবাসা অলঙ্ঘনীয় বিধান মনে করতে শেখে।দ্বায়িত্ববোধ ও কর্তব্যনিষ্ঠা কমে যায়।মানুষ স্বার্থপর হয়ে উঠে।বড়দের প্রতি সম্মান প্রদর্শন এবং ছোটদের প্রতি স্নেহপরায়ণতা হ্রাস পায়।নিজ ধর্মের প্রতি অনুতসাহ সৃষ্টি হয়।ধর্মদ্রোহিতা এবং ধর্মহীনতায় উতসাহিত হয়।অনৈতিকতা,অশ্লীলতা এবং বেহায়াপনায় উতসাহিত হয়।দেশপ্রেম ও স্বজাত্যবোধ হ্রাস পায়।চিন্তাশক্তির বৃদ্ধি হয়না।দৃষ্টিশক্তি ও অনুভূতির তীব্রতা হ্রাস পায়।যৌথ পরিবারকে অনুতসাহিত এবং একক পরিবারকে উতসাহিত করে।প্রতিহিংসাপরায়ণ পরশ্রীকাতর এবং ধৈর্যহীন করে তোলে।সামর্থ্যের বাইরে আবদার করতে শেখায়।আবার নাটকগুলোর অনুকরণে আমাদের দেশের কিছু দালালি গুণসম্পন্ন নাট্য নির্মাতা নাটক নির্মাণ করেন(নিজেদের স্বকীয়তা বলতে কিছুই রইল না।ছিঃ এটা কতই না লজ্জার।)। তাছাড়াও সন্তানের উপর উদাসীন মায়েদের নজরদারির অভাবে অনেক সন্তান বিপথে চলে যাচ্ছে।(অসম্পূর্ণ)
বিষয়: বিবিধ
১৩১৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি যদি উত্তম হতে চান তাহলে অবশ্যই তার কাছে উত্তম হতে হবে । তার কাছে উত্তম হতে গেলে তার ভাল লাগা, খারাপ লাগাকে সর্বপরি তার জীবনকে পছন্দ করতে হবে ।
আর তার কাছে
জীবন মানেই -
কিছুদিন পরে বলবে,
আমি পরকীয়া করতে চাই
এটা দেখেছি সিরিয়ালে তুমি কিন্তু না বলতে পারবে না। তাহলে তুমি কিন্তু হাদিসের মতে উত্তম হতে পারবেনা।
ঝাটা দিয়ে শুধু মাইর দিলে ঠিক হয়ে যাবে ঐসকল মহিলারা।
Also think about our Bangladeshi channel owners how to protect,reback our viewers,making nice,practical drama,programs as they can reback.
মন্তব্য করতে লগইন করুন