মা তুই-ই সত্য
লিখেছেন লিখেছেন নোমান২৯ ১৭ জানুয়ারি, ২০১৪, ০৫:১১:২৩ বিকাল
মা তুই-ই সত্য
মা, কবি বলেছেন ত্রিভুবনের মধুরতম শব্দ। আমার মতে আল্লাহ প্রদত্ত সন্তানের জন্য পৃথিবির শ্রে্ষ্ঠ উপহার।পৃথিবির বেহেশত।পৃথিবিতে সত্যি বন্ধু বলতে যদি কিছু থেকে থাকে তবে তিনি মা।সন্তানের ভুলের নিঃস্বার্থ বাহক।গেল ঈদের কথা।ইফতার সেরে নামাজ পড়ে পড়ার টেবিলে বসলাম।কিন্তু বেশী খাওয়ার কারণে পড়া হলো না।তার আগে বলে রাখা ভালো গ্রাম থেকে শহরে আসছি ৪ বছর।কলেজে পড়ি।আর গ্রাম থেকে শহরে আসার সাথে সাথে জীবনে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেল।তার জন্য নিকট অতীতে কোন ভালো স্মৃতি মনে করার জন্য ৪ বছর পূর্বে গ্রামে ফিরে যেতে হয়।ফিরে গেলাম মজার অতীতে।আর হাঁসলাম এই ভেবে কেন আমি ঐ সময় ওরকম করলাম।হাঁসি ছাড়া কোন উত্ত্র নাই।এর মধ্যে মুয়াজ্জিন আযান হাঁকছে।তো বর্তমানে ফিরে আসলাম।শহর এলাকা মানেই খতম তারাবিহ।তারাবিহ থেকে ফিরে ঈদের পাঞ্জাবি পরলাম।টেইলার্সের দোকান থেকে এনে ঘরে রাখা ছিল।মাপ ঠিক আছে কি না দেখার জন্য।পড়ে তো অবাক ।সশরীরে মাপ দিয়ে আসলাম কিন্তু পাঞ্জাবি আমার থেকে চওড়ায় দেড় বিঘত বেশী।পরিবারের সবাইকে দেখাতে গেলাম।প্রথমে মা দেখতেই হাঁসলেন।কিন্তু তা আমার সহ্য হয় না।রীতিমতো তেলে-বেগুণে জ্বলে উঠলাম।রাগান্বিত চেহারা দেখে মা রাগের বশে কমেন্ট করলেন।জ্বলে উঠলাম দ্বিগুণ গতিতে।মা এমন পারেন?প্রতিক্রিয়ায় দরজা বন্ধ করে আমার ঘরে শুয়ে পড়লাম।রাগ প্রশমিত হল।ধীরে ধীরে মায়ের কথা সত্যি হতে যাচ্ছে ।অচিরেই পুরোপুরি হবে।এখন আবার ভাবি সেদিন না কিছুক্ষণ আগে আমি অতীত রোমান্থন করে হাঁসছিলাম?এর উত্তরে কোন হাঁসি আসে না।
বিষয়: বিবিধ
১১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন