সাংবাদিক নয় ওরা স্বার্থপর সাংঘাতিক!
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ২০ নভেম্বর, ২০১৬, ১১:৫৭:৪৮ রাত
সাংবাদিক :আপনি কি ভারতীয় হাতি??
- জি,
সাংবাদিক - কোন সমস্যা নেই।
আপনাকে নিয়ে বিস্তর লেখা লিখবো।
বাংলাদেশের এমন কোন জাতীয় পত্রিকা বাকি থাকবেনা ;যে পত্রিকায় আপনার নিউজ বারবার হাইলাইট না হবে।
আপনার মতো স্পেশাল হাতিকে আমরা অবশ্যই হাইলাইট করবো।
আপনার পায়ের আঘাতে যদি হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয় ;বা হাজারো বাড়ি ঘর ধ্বংস হয় ;
হাজার কোটি টাকার ক্ষতি হলেও আপনি নিরপরাধ! এটি একটি বিচ্ছিন্ন ঘটনা!
এনিয়ে আপনাকে ভাবতে হবে না।
আপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য।
প্রয়োজনে বাংলার সকল রিপোর্টার কে লিখতে বাধ্য করা হবে। এমনকি বিদেশী পত্রিকায় হাইলাইট করবো।
সকল টিভি নিউজে হাইলাইট হবে বারবার।
ব্রেকিং নিউজ হিসেবে অল টাইম লেখা ভাসতেই থাকবে।আপনি জেনে খুশি হবেন ;ইতিমধ্যে
আপনার নাম রেখেছি বিশাল করে
"বংগ বাহাদুর "
আপনি কি খেলেন?
কি পান করলেন?
কতটুকু হাগু মুতু করলেন?
কিভাবে করলেন?
তা কি স্বাস্থ্য সম্মত?
মোটকথা ২৪ ঘণ্টা আপনার এ টু জেড খবরাখবর রাখার জন্য আমাদের চৌকস সাংবাদিক গ্রুপ আপনাকে ছায়ার মতো অনুসরণ করছে।
আপনি মারা গেলেও আপনার ফজিলত বয়ান চলবে সপ্তাখানেক।"
সাংবাদিক : আপনি কে?
- রোহিংগা মুসলিম।
সাংবাদিক : হুম, তো আমি কি করবো?
- আমি অত্যাচারিত, সন্ত্রাসী বৌদ্ধরা আমাদের মেরে ফেলছে। বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে ...
এ ব্যপারে কিছু লিখেন।
-আচ্ছা দেখছি কি করা যায়!
-আমি নির্যাতিত মুসলিম,
আমার বাবা ভাইকে হত্যা করা হয়েছে।
আগুনে পুড়িয়ে মারা হয়েছে।
সাংবাদিক -- হুম, দেখছি।
-আমার বোন কে গনধর্ষণ করে মেরে ফেলা হয়েছে।
- হুম, ভেবে দেখব তোমাদের নিয়ে কিছু লেখা যায় কিনা!
-আমি মুসলিম। সারা দুনিয়া ব্যাপী আমাদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে,
আমাদের ইজ্জত ও আবরু নিয়ে তামাশা হচ্ছে কিছু লিখুন।
- হুম, একটু ব্যস্ত আছি পরে কথা বলি। (মনে মনে বলে 'লক্ষ লক্ষ ডলার যাদের থেকে পেমেন্ট নেই, তাদের বাদ দিয়ে তোমাকে নিয়ে লেখার সময় ও সুযোগ কোথায়??
নেমক হালালী বলে কথা আছে।)
-কি হলো সাংবাদিক ভাই কিছু লিখলেন না??
আপনার পত্রিকা জুড়ে শুধু হাতীর খবর ও বিভিন্ন পণ্যের এ্যাড।
বাকি জায়গা যা থাকে তা তো হলিউড, বলিউড, ঢালিউড,ও টালিগঞ্জে কে কতটুকু কাপড় পড়ে ফ্রি হতে পেরেছ তা নিয়ে!!
-এ বুঝি সাংবাদিকতা?
এবুঝি সত্য উন্মোচনে সদা তৎপর?
এবুঝি নির্ভিক সাহসী সাংবাদিকতা?
ছিঃ
-বেটা বেশি কথা বলিস!
বেশি তেড়িবেড়ি করলে জংগি বলে পুলিশে দিব।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন