বাস্তব জ্ঞান আসলে কোনটা?
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:২৮:৪১ বিকাল
আমার এক কাজিন একদিন আমাকে বললো,
--এ্যই, তুমি কওমী মাদরাসায় পড়তেছো কেনো?
ওখানে তো বাস্তব জ্ঞান শিক্ষা দেয়া হয় না।
আমি বললাম, আচ্ছা! তাই নাকি!
ঠিক আছে কিছুক্ষণের জন্য তোমার কথা না হয় মেনে নিচ্ছি। তবে তার আগে আমার কিছু সহজ প্রশ্নের উত্তর দাও দেখি।
সে বলল, আচ্ছা বলো।
আমি --গোসলের ফরয কয়টি বল?
সে--(লজ্জিত হয়ে) এটা তো জানিনা ভাই, ছোডকালে মক্তবে শিখছিলাম, ভুইল্লা গেছি। তা হঠাৎ এই প্রশ্ন করার মানে কী?
আমি-- সেটা একটু পরেই বলছি, এবার বল, নামাযের আরকান আহকাম কয় ফরয?
সে -- লজ্জা দেস কেন ভাই?
আমি তো পড়ি স্কুলে, ওখানে কি এগুলো পড়ায়?
আমি - দেখ ভাই, সবচেয়ে বড় কথা হলো আমরা মুসলমান, একদিন আমাদের অবশ্যই মরতে হবে। আর ঈমান ও আমল ছাড়া আখেরাতে অন্যকিছু কাজে আসবেনা।
এখন দেখো, তুমি যদি গোসলের ফরয সম্পর্কে না জানো,
এমতাবস্থায় তোমার গোসল ফরয হলো।
তাহলে ফরয আদায় ব্যতিরেকে তোমার গোসল হবে না , তোমার ওযু হবে না, আর ওযু ছাড়া নামাযও হবে না। এমনকি কুরআন তিলাওয়াত ও করলেও সওয়াবের বদলে গুনাহ হবে।
এর একটাই কারন, তোমার গোসলের ফরয আদায় হয়নি।তুমি নাপাকই রয়ে গেছো।
সে --হুম! চিন্তার বিষয়।
আমি - দেখো কেয়ামতের দিন সর্বপ্রথম নামাযের হিসাব দেয়া লাগবে, যার নামায ঠিক সব ঠিক, নামায ঠিক নেই তার অন্য কোন আমল কাজে আসবে না।
এখন বলো, তুমি যদি নামাযের ফরয ওয়াজিবগুলোই যদি না জানো তাহলে কি সঠিকভাবে নামায আদায় করতে পারবে?
সে - ( আমতা আমতা) না, মানে তা হয়ত পারবো না। কিন্তু তুমি আমাকে এসব বলার মানে কী বুঝতে পারছি না!
আমি - তুমি জ্ঞানী মানুষ,বুঝার কথা।
আরে এটাই তো হলো আসল বাস্তব জ্ঞান। যে জ্ঞান আমাদের দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি পথ দেখায় ,এরচেয়ে বড় আর কোন জ্ঞানকে তুমি বাস্তব জ্ঞান বলতে চেয়েছো, বলো?
সে -- আমাকে আর লজ্জা দিসনা ভাই। আমি আসলে বাস্তব জ্ঞান বলতে বাংলা, অংক, ইংরেজীর শিক্ষার কথা বুঝাইতে চাইছিলাম।
আমি - আরে ভাই! এটা তো ব্যাসিক নলেজ,তুমি হয়ত জানো না, বর্তমানে কওমী মাদরাসাতেও বাংলা, অংক, ইংরেজী শিক্ষা দেয়া হয়।
কিন্তু ওখানের মূল শিক্ষা হলো কুরআন হাদীসের শিক্ষা।
কওমী সিলেবাসটা একটু দেখে নিও কেমন?
আর হ্যা কওমী মাদরাসার নূরানী বিভাগের অনেক ছাত্রের হাতের লেখা স্কুলের SSC পড়ুয়া ছাত্রদের হাতের লেখা হতে অনেক সুন্দর।
সে - আমার একটু জরুরী কাজ আছে ভাই, আমি তাহলে এখন আসি...
আমি - ঠিকাছে যাও তবে কথাগুলো সাংঘাতিক চুন্নি হিজড়া সাহা থুক্কু ...
সাংবাদিক মুন্নি সাহার কাছে একটু পৌছে দিও..।
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে কওমি মাদ্রাসার সিলেবাসের আরো পরিবর্তন প্রয়োজন আছে।
জাযাকাল্লাহু খাইরান
তখন সে বলে মাদ্রাসার আরবী পড়া যে কঠিন।
অথচ সে হাইস্কুলে গিয়ে ইংরেজি ও অংকও ঠিক মত পারে না ।
সে জন্য আবার তাকে সকাল বিকাল প্রাইভেট পড়তে হয়।
মন্তব্য করতে লগইন করুন