সন্তানকে দ্বীন শিক্ষা দিন

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ২১ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৫২:০০ দুপুর

তেতুল গাছ লাগিয়ে আংগুর ফল খাওয়ার আশা করা যেমন বৃথা।

তেমনি দ্বীন শিক্ষা না দিয়ে সন্তানের কাছ থেকে ভাল ব্যবহার আশা করা তেমনই বৃথা।

আপনি সন্তানকে স্কুল -কলেজে পড়াবেন,

মানা নেই।

ইংলিশ মিডিয়ামে পড়াবেন,

সমস্যা নেই।

কিন্তু...

তার প্রাথমিক শিক্ষাটা যেন হয় দ্বীন শিক্ষা।

সে যেন কমপক্ষে কুরআন তিলাওয়াত সহীহভাবে পড়তে পারে।

ওযু গোসল, নামায রোযা, হালাল হারাম, ইত্যাদি জেনে চলতে পারে।

পিতা মাতার হক সম্পর্কে জানতে পারে।

কমপক্ষে এতটুকু শিক্ষা পাওয়ার হক সন্তানের ছিল।

কিন্তু আপনি যখন সন্তানকে দ্বীনী শিক্ষা থেকে বন্চিত করে তাকে পাশ্চাত্ব ভোগবাদী শিক্ষায় শিক্ষিত করছেন,

তখন যদি পুত্রের দেয়া পেট্রোলের আগুনে পুড়ে মরেন!

বৃদ্ধাশ্রমে ধুঁকে ধুঁকে মরেন!

এতে অবাক হবার কিছু নেই।

"সম্প্রতি ফরিদপুরে নিউ মডেলের হোন্ডা কিনে না দেয়ায় পুত্রের দেয়া পেট্রোলের আগুনে মা আহত ও পিতা নিহতের ঘটনা ওই সমস্ত পিতা মাতার জন্য শিক্ষনীয় দৃষ্টান্ত

যারা সন্তানকে দ্বীন শিক্ষা থেকে বন্চিত করছেন। সন্তানের হক নষ্ট করছেন।

আবার সন্তানের কাছে ভাল ব্যবহারের আশা করেন।

সো এখনও সময় আছে

সন্তানকে আগে দ্বীন শিক্ষা দেয়ার ব্যবস্থা গ্রহন করুন।

বিষয়: বিবিধ

৮৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377764
২১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:১৭
ফখরুল লিখেছেন : সহমত Thumbs Up
২১ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:০৬
313108
সত্যের বিজয় লিখেছেন : ধন্যবাদ
377766
২১ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:১১
হতভাগা লিখেছেন : সন্তানকে দ্বীন শিক্ষা দেবার আগে পিতা মাতাকে দ্বীন শিক্ষায় দীক্ষিত হতে হবে।
২১ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:০৬
313107
সত্যের বিজয় লিখেছেন : জী।সহমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File