আসুন একটু ভেবে দেখি

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১৯ আগস্ট, ২০১৬, ০৮:৫০:০০ রাত

জীবনে চলার পথের গতির দিকটা পরিবর্তন করা দরকার

আমি যে পথে চলছি সে পথটা শুধু নফসের অনুগত্য ও তাবেদারীর পথ

আমি এই পথে চলতে থাকলে হইতো এক সময় চিরতরে ভুলে যাবো যে

আমি কে.....?

কি আমার পরিচয় ....?

আমি কোথায় যাবো....?

এবং কোথায় আমার শেষ ঠিকানা ....?

সব প্রস্তুত।

সবাই তৈরী।

আমার জানাযার নামায পড়ার জন্য আত্মীয়-স্বজন,পাড়া-পড়শি তৈরী আছে।

আমার জান কবজ করার জন্য আযরাঈল (আঃ)তৈরী আছে।

দর্জির দোকানে আমার কাফনের কাপড় প্রস্তুত আছে।

আমাকে চির বিদায় দিতে মসজিদের কোনে চার বেহারার পালকি তৈরী আছে।

গোরস্তানে আমার জন্য সারে তিন হাত জায়গা বরাদ্দ আছে।

এই রংগীন দুনিয়া আমাকে চির বিদায় দেয়ার জন্য সদা প্রস্তুত আছে।

চিরসত্য মৃত্যু আমাকে প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকছে।

কিন্তু..... !!

কিন্তু পরকালের পাথেয় অর্জনের জন্য আমি কি কোন প্রস্তুতি নিতে পেরেছি?

পেরেছি কি আখেরাতের কোন সম্বল জোগাড় করতে?

কি নিয়ে আমি আমার মাওলা পাকের দরবারে হাজিরা দেব??

হে পরম করুনাময়,অতি দয়ালু মেহেরবান আল্লাহ!

তুমি আমাকে,আমাদের সকল কে,আমার ফেসবুকের সকল বন্ধু কে মৃত্যুর পূর্বেই আখেরাতের পাথেয় অর্জন করার তাওফীক দিও।

পরকালের সকল ঘাঁটি অতি আছানের সাথে পার করিয়ে তোমার জান্নাত আমাদের সকল কে নসীব করে দিও।

তোমার দীদার নসীব করে দিও।

আমীন ইয়া রব!

বিষয়: বিবিধ

১৩২০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376479
১৯ আগস্ট ২০১৬ রাত ০৯:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমীন ধন্যবাদ
376511
২০ আগস্ট ২০১৬ দুপুর ০৩:১৮
কুয়েত থেকে লিখেছেন : আমি এই পথে চলতে থাকলে হইতো এক সময় চিরতরে ভুলে যাবো যে আমি কে.....? ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৫৫
312771
সত্যের বিজয় লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File