খুনিদের ধরা হোক এটাই সর্বোচ্চ কামনা
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১০ জুন, ২০১৬, ১১:১৬:৩৮ রাত
যেদিন সকালে প্রথম আলোতে প্রথমে খবরটা দেখেছিলাম সেদিন থেকে ফেসবুকে এলেই খুঁজে ফিরতাম কোথায় কি প্রতিবাদ হলো! কারা কারা কোথায় কোথায় মানববন্ধন করলো! ফেসবুকে মুক্তিযুদ্ধ বিক্রেতা কথিত কোন সেলিব্রিটিরা কি কি পদক্ষেপ নিলো এসব জানতে... কিন্তু দুঃখ নিয়ে বলছি গত তিনটা দিনে কোথাও কোন উল্যেখযোগ্য প্রতিবাদ সত্যিকারেই দেখিনি।
.
হ্যাঁ, বলছিলাম চট্টগ্রামে খুন হওয়া পুলিশ অফিসার এসপি বাবুল আক্তারের প্রয়াত স্ত্রী মিতু আক্তারের নৃশংস হত্যাকান্ডের কথা। জানি এদেশের জনগনের পুলিশের প্রতি প্রচন্ড রকমের ঘৃণা এখন কাজ করে তবে এসপি বাবুল আক্তার সেই করাপ্ট পুলিশদের ভিড়ে একজন সাচ্চা মানুষ..
'আমার বউকে এনে দে' 'তোদের ভাবি কই' বলে হাউমাউ করে কেঁদে উঠা এই মানুষটার আহাজারি এদেশের নির্লজ্জ ঐ সব সেলফি প্রজন্মের কানে পৌছায়নি। তাদের হৃদয়ে দাগ কাঁটেনি বাবুল আক্তারের ছোট্ট বাচ্চার রক্তে ভেজা জুতার চিত্র.. কেমন যেন মনে হচ্ছে ছোট্ট জুতাগুলো এদেশের প্রতিটা জনগনের গালে মেরে দিয়ে গেলো কেউ।
.
ভাবতে পারেন এতটা ক্ষেপছি কেন?
একটু ওয়েট! বলছি।
এই প্রজন্মকে আমরা আরো কিছু হত্যা নিয়ে বাগাম্বর করতে দেখেছি। দেখেছি পরিকল্পিত ভাবে কিছু নির্লজ্জতা বিতরণ করতে।
'
তনু দিয়েই শুরু করি!
নাট্যকর্মী একটা মেয়েকে তুরুপের তাস বানিয়ে রাজনৈতিক দাবার গুটির মত করে ওয়ার্ল্ড আউট করে দেবার পর মুহুর্তেই যেন দেশটা হুড়মুড়িয়ে উঠলো। অথচ মেয়েটার দুইবার পোর্টমর্টেম করেও কথীত ধর্ষণের আলামত পাওয়া গেলো না।
.
কি না হলো তখন দেশটাতে?
* সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করা হলো।
* শাহবাগে রাস্তা আটকে দেয়া হলো।
* সারাদেশে স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে প্রতিবাদ করা হলো।
* দেয়ালে দেয়ালে সেনাবাহীনিদের বিরুদ্ধে ওয়াল রাইটিং করা হলো।
সর্বপরি বেচারির রুহের মাগফিরাত কামনায় কনসার্ট ফর তনুর আয়োজন পর্যন্ত করা হলো।
.
মাঝখান থেকে এদেশের জনগনের ঘাম ঝড়ানো আর প্রবাসীদের রক্ত পানি করা রেমিটেন্সে জমা হওয়া রিজার্ভের হাজার হাজার কোটি টাকা গায়েব হওয়া এবং কথীত সুইফট কেলেংকারী ধামাচাপা হয়ে গেলো!!
'
রিজার্ভ ইস্যূ থমকে যাওয়ার সাথে সাথে তনুর খেল খতম দোকান বন্ধ!!
'
এর কিছুদিন পরেই এলো এক থার্ড ক্লাশ মানসিকতার হারামি শ্যামল কান্তি ইস্যূ!!
এই ইয়ুথ প্রজন্ম কান টানার প্রাকটিসে নেমে গেলো..
কি না হলো ব্যাপারটা নিয়ে.!
সংসদ, মিডিয়া, পায়ে ধরা, আপনে আমার ভগবান, না না পায়ে পড়ি আপনি ভগবান আগেরজন বাদ! কেবল কান ধরায়নি থাব্রাইছে আম্রে! শিক্ষাগুরুর মর্যাদা! বিডি নিউজের সিরিজ ছ্যাচড়ামি...
সব মিলিয়ে পুরো হেস্তনেস্ত অবস্থা হয়ে গিয়েছিলো।
'
ব্যাপারগুলো নিয়ে আদর্শগত দ্বন্দ থাকলেও ভালো লেগেছিলো.. তবুও তো এদেশের ইয়ুথ জেনারেশন প্রতিবাদ করছে.. এখন রং ওয়েতে করলেও এরা রাইট ওয়েতেও প্রতিবাদে নামবে এক সময়..
'
কিন্তু না!!
এই প্রজন্ম আসলে সত্য সুন্দরের জন্য লড়াই করতে ভুলে গেছে..
ভুলে গেছে ভালোকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে..
এরা প্রোপোজ প্রজন্ম...
এদের দ্বারা এসপি বাবুল আক্তারের মত রিয়েল হিরোদের পাশে দাড়ানোর জন্য সময় হয় না.. এদের সময় হয় নিম্ন মানসিকতার এক কলংকিত শিক্ষক শ্যামল কান্তির জন্য কান ধরার প্রাকটিস করার!
'
এসপি বাবুল আকতার.. একটা নাম. একটা ইন্সপায়ারেশন! এই যমানায় কেউ পুলিশে থেকে ঘুষ খায় না.. জনগনের জন্য জীবন বাজি রেখে কাজ করে.. মানুষকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচাতে নর্দমায়দ ঝাঁপিয়ে পরে এসব কেবল ফিল্মেই হতে পারে অথচ এই বাবুল আকতার সেটাকেই বাস্তব করে দেখিয়েছেন.. দেখিয়েছেন একজন সত্ পুলিশ অফিসারের কর্মকান্ড।
'
জঙ্গি-লুঙ্গি এসব এদেশের কথার কথা.. রাজনৈতিক শব্দ!
বাথরুমের বদনা চোরও এদেশের একদল রাজনৈতিক হারামজাদাদের মুখে জঙ্গি খেতাব পায়! কারন তাদের মুল অংশের এক বড় ধারাই নিউইয়র্ক বসে জঙ্গী জঙ্গী জিকির জপে আর ফায়দা লুটে। তাই বলছি এসপি বাবুল অক্তার অপরাধী দমনে এক সফল ব্যাক্তিত্ব ছিলেন.. জঙ্গী-লুঙ্গী ওনার ব্যাবহার্য জিনিস ছিলো না।
'
সেই মানুষটার প্রিয়তমা স্ত্রী খুন হয়েছে.. দেশ তো ফুঁসে উঠার কথা ছিলো.. অচল হয়ে যাওয়ার কথা ছিলো এদেশের প্রাণকেন্দ্র চট্টগ্রাম। তরুনরা তাকে আইডল মেনে তার পক্ষে জোর আওয়াজ তোলার কথা ছিলো কিন্তু এমন খামোশ কেন সবাই??
.
আচ্ছা...
বাবুল আকতারের স্ত্রী প্রাকটিসিং পর্দা করা একজন মহিলা ছিলেন বলে?
বাবুল আকতারের টুপি মাথায় দেয়া ছবিটা সহ্য হচ্ছে না তাই কি এমন চুপচাপ সবাই??
তার সততা ধর্মীয় লোকজনের সাথে মিলে যায় বলে?
ব্যাক্তি জীবনে বাবুল আকতার ধর্ম-কর্মের বেশ পাবন্দী করতেন বলে??
.
এসব কারনেই কি মিডিয়া ধামাকা হচ্ছে না!
দশ মিনিটের মাথায় মাথায় বিডি নিউজের নিউজ আপডেট হচ্ছে না!
.
খুনিদের ধরা হোক এটা সর্বোচ্চ কামনা....
by -Hasib R Rahman
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই হত্যাকান্ডের সঠিক ইনভেস্টিগেট করতে পারে বাবুল নিজেই কারণ পুলিশ বাহিনীতে উনিই একমাত্র পিস ।
মন্তব্য করতে লগইন করুন