কওমী মাদরাসার বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ করুন!
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ২১ জানুয়ারি, ২০১৬, ১১:৫০:২৬ রাত
আজ আপনাদেরকে এক পাগলের প্রলাপ শুনাবো, তবে তার আগে ছোট্ট. একটা গল্প শুনি..... "এক লোক নদীতে হাত পা ধুতে গিয়ে হাতঘড়িটা পানিতে পড়ে গেলো। কিন্তু ঘড়ি যেখানে পড়েছে সে সেখানে তা তালাশ না করে উপরে শুকনো জায়গায় তালাশ করতে লাগলো। তার কান্ড দেখে এক পথচারী বললো, ভাই কি হারিয়েছেন? সে বললো, আমার ঘড়িটা ওখানে পানিতে পড়ে গেছে। একথা শুনে পথচারী অবাক হয়ে বললো,তা ঘড়ি পানিতে খোজ না করে উপরে খোজ করছেন কেনো? এর মানে কী? সে জবাব দিলো, ভাইরে, আমি তো সাতার জানি না, যদি ডুবে যাই, তাই এখানেই ঘড়িটা খোজ করছি। ..... গল্পটা এখানেই শেষ। প্রিয় পাঠক, নিশ্চয়ই বুঝে গেছেন,গল্পের ওই বোকা লোকটি ঘড়ি যে স্হানে হারিয়েছে সেখানে খোজ না অন্য জায়গায় খোজ করলে কস্মিনকালেও যেমন ঘড়ি পাওয়া অসম্ভব, ঠিক তেমনি কলেজ ভার্সিটিতে বোমা,বিস্ফোরক ও অস্রের গোডাউন রেখে কওমী মাদরাসায় অস্র তালাশ করলে কস্মিনকালেও পাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। ... কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এদেশের কিছু এমপি মন্ত্রী ইন্ডিয়ার দালালী করতে গিয়ে এমন কিছু মন্তব্য করে থাকে যা পাবনার পাগলাগারদের পাগলদেরও হার মানায়....। দেখুন আমাদের খাদ্যমন্ত্রী কি বলেছে >>> #কওমী মাদ্রাসায় অস্ত্র ও বিস্ফোরক পাওয়া যাচ্ছে, এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: খাদ্যমন্ত্রী.... কওমী মাদ্রাসার বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, 'ব্যাঙের ছাতার মতো এলাকায় এলাকায় কওমী মাদ্রাসা গড়ে উঠছে। এসব কওমী মাদ্রাসার অনেকগুলোতে অস্ত্র ও বিস্ফোরক পাওয়া যাচ্ছে। কোথাও ট্রেনিং দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের সোচ্চার হতে হবে।....ইত্যাদি।
#পরিশেষে বলছি
এমন পাগল, তারছিড়া মন্ত্রীকে তারাতারি পাবনা পাঠানোর দাবী জানাচ্ছি ও কওমী মাদরাসার নামে বানোয়াট, ভিত্তিহীন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বিষয়: বিবিধ
১৩৭৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্রাহ্মনবাড়িয়ার ঘটনার কারণে যখন সরকারের গদি নড়ে উঠলো, ঠিক সেই সময়টিতে একটু মাদরাসার বিরুদ্ধে কথা বলে ইন্ডিয়ার দালালীতে একধাপ এগোনোর চেষ্টা মাত্র।
মন্তব্য করতে লগইন করুন