কার উসিলায় শিন্নী খাইলি মোল্লা চিনলিনা!

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১২ জানুয়ারি, ২০১৫, ০২:১৭:৪৭ দুপুর

সমাজে ভদ্রবেশী কিছু মানুষ আছে যারা হুজুর

দেখলেই বাঁশ

দিতে চেষ্টা করে, হুজুরদের

বিরোধিতা করে।

হুজুরের জামা কাপড় যদি একটু বড়

সাইজের হয় তাহলে বলে "হুজুররাই

কাপড়ের দাম বাড়াইছে"।

জামাটা যদি ছোট হয়

তাহলে বলে "টেডি হুজুর"।

পেট বড় হলে বলে "পরের

খানা খাইতে খাইতে পেটটারে জাহান্নামের

তাগাড়ি বানাইছে"।

পেট ছোট হলে বলে "মাদ্রাসায়

পড়ে লাভ কি? খাইতেও পায়না"।

দাওয়াত

খাইতে গিয়ে যদি বেশী খায়

তাহলে বলে "হুজুররা পরের

খানা পাইলে এরকম বেশীই খায়"।

আবার কম খাইলে বলে "হুজুর, আর কয়

জায়গায় দাওয়াত আছে"?

হুজুর যদি মসজিদ/মাদ্রাসার চাকরির

পাশাপাশি কোন

ব্যাবসা করে তাহলে বলে "দুনিয়াদার

হুজুর"।

আর যদি কিছু

না করে তাহলে বলে "হুজুরদের

তো কোন কাজ নাই,অকর্মা,

খালি বসে বসে পরেরটা খায়"।

হুজুর যদি ইসলামী আইনের কথা বলে,

দ্বীনের জন্য আন্দোলন

করে তাহলে বলে "হুজুর দেখি আবার

রাজনীতি শুরু করে দিয়েছে,তাদের

কাজতো শুধু নামাজ পড়ানো,

বিয়ে পড়ানো"।

আবার কিছু মানুষ বলে "এই

দেশটারে হুজুররাই শেষ করে দিছে"।

আমি তাদের বলি, ওরে মুসলমান!

কুত্তা মরে, বিড়াল মরে,

পশু মরে, জানাযা হয়না।

বাংলার

জমিনে যদি হুজুররা না থাকত

তাহলে তোমার মরনটা কুত্তার মত

জানাজা ছাড়া হইত।

তোর বিয়া পড়াইতেও হুজুর

লাগছে।

তোর বাপ আর মার বিয়ে যদি হুজুর

না পড়াইত, তুই হারামজাদা জারজ

পোলা হইতি।

তোর জন্মের সময় কানে আজান

দিতে হুজুর লাগছে।

তোকে সহিহ ভাবে জন্ম দেওয়ার

ক্ষেত্রেওতো হুজুরের অবদান আছে।

এখন হুজুর পাইলে খোঁচা মারস ক্যারে???

বিষয়: বিবিধ

১২১৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300290
১২ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:০০
আবরণ লিখেছেন : ভাল লিখেছেন। এ রকম লোকের অভাব নাই যারা দাঁড়ি টুপি পড়া লোকদের দেখলেই বিরুপ মন্তব্য করতে ভালবাসে। এরা আসলে এরুপ করে নিজেদের মূর্খতা আর নীচুতারই বহি:প্রকাশ ঘটান। লেখার জন্য ধন্যবাদ।
300293
১২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:১১
প্রেসিডেন্ট লিখেছেন : দারুণ বলেছেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দিন।
300300
১২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৯
হতভাগা লিখেছেন : হুজুরদের পঁচানোতে স্ট্যাটাস আপগ্রেড হয় , আর না পঁচালে স্ট্যাটাসে ধ্বস নামে।
300307
১২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১০০% ঠিক কথা বলেছেন ভাই।
আমাদের তথাকথিত শিক্ষিত মানুষেরা এই ধরনের কথা বলে আত্মতৃপ্তি লাভ করে।
300323
১২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:১৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আসলেই সব কাজেই হুজুর লাগে। কিন্তু বাস্তবে আমরা হুজুরদের দেখতে পারি না।
300324
১২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৮
নোমান২৯ লিখেছেন : আমরা এমনি-ই Rolling on the Floor Big Grin।সৌদি থেকে সব চেয়ে বেশী র‍্যামিটেন্স আসে অথচ আমাদের নাট্যকাররা তাদের বিরুদ্ধে /ছোট করে নাটক তৈয়ার করে D'oh ।আআজব।! ধন্যবাদ Rose
300330
১২ জানুয়ারি ২০১৫ রাত ০৯:১৮
sarkar লিখেছেন : সূন্দর ভাবে হুজুরের প্রয়জনীয়তা উপস্হাপন করার জন্য ধন্যবাদ।
300337
১২ জানুয়ারি ২০১৫ রাত ১১:০৩
নিশা৩ লিখেছেন : আসলে হুজুর দেখলে দুনিয়াদার মানুষদের আখেরাতের কথা মনে পড়ে তো তখন আর কিছু ভাল লাগে না তাই জান্নাত-জাহান্নাম ভূলে থাকতে হুজুরদের পিছে লাগে।
300348
১৩ জানুয়ারি ২০১৫ রাত ১২:৪৫
জুমানা লিখেছেন : সত্য তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File