দৃষ্টিভঙ্গি
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ২৫ ডিসেম্বর, ২০১৪, ০২:৫৪:৩৩ দুপুর
--দোস্ত! ঐ বোরকা পড়া মালটা কেরে শুভ?
--জানিনা দোস্ত তবে মালটি দেখতে হেব্বি মনে হয় দেখ দেখ হাতটা কিন্তু অনেক ফর্সারে নিলয়! এদিকেই তো দেখি আসছে।
--হুম দোস্ত বুকের মধ্যে তোলপাড় শুরু হইছে যদি একবার রুম ডেট করতে পারতাম।
--যদি পটাতে পারিস শেয়ার করতে হবে কিন্তু ওকে?
--ওকে দোস্ত প্রমিজ।
--তুই গতবার নীলার ব্যাপারে চিটিং করেছিস।
--ওকে দোস্ত এইবার ভুল হবেনা একসাথেই যাবো দুজন।
-- প্রমিজ?
-- প্রমিজ, তবে খরচা দুজনের সমান ওকে?
--সেই আর বলতে! সমানই দেবো।"
মেয়েটি ধীরেধীরে তাদের সামনে এসে দাঁড়ালো এবং নিলয়কে বলল, ভাইয়া আমাকে পঞ্চাশটা টাকা দে এখন বাসায় গেলে ক্লাস মিস হবে।নিলয় পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে দেয় মেয়েটি চলে যায় নিলয়ের মুখটা কালো হয়ে গেছে। লজ্জায় অপমানে তার মুখ দিয়ে কথা বের হয় না।এতক্ষণ যাকে নিয়ে তারা খারাপ মন্তব্য করছিলো সে কিনা তারই আপন ছোট বোন!
--স্যরি নিলয়! আমি আসলে চিনতে পারিনি।
--আরে তোর দোষ একা নাকি আসলে দিনদিন আমরা কুত্তা হয়ে যাচ্ছি।
--আসলেই দোস্ত আমরা কুত্তার চেয়ে খারাপ, পশু হয়ে যাচ্ছি কিন্তু... আর না, চল আমরা বদলে যাবো, সব মেয়েদের সম্মান করবো তাহলে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে না।
--ঠিক দোস্ত আজ থেকে আমরা মানুষ হবো।
--আরে কাঁদিস না আজকের এই পরিস্থিতি আমাদের শিক্ষা দিয়েছে ভুল থেকেই তো মানুষ শেখে।"
আসলে একজন মেয়ে যখন আমাদের মা তখন তাকে শ্রদ্ধার আর পরম ভালবাসার দৃষ্টিতে দেখি তার সম্মুখে নিজের চোখ নত করি, পবিত্র দৃষ্টিতে তাকে দেখি।
একজন মেয়ে যখন আমাদের বোন তাকে পরম স্নেহ ভালবাসার দৃষ্টিতে দেখি নিজের মন ও দৃষ্টিকে সংযত রাখি, তাকে পবিত্র ভালবাসার বন্ধনে রাখি।
তার দিকে তাকিয়ে বলি আমার বোনটি অনেক ভালো।
একজন মেয়ে যখন আমাদের কন্যা তখন তাকে অকৃত্রিম ভালবাসায় আগলে রাখি তার দিকে কারো কুদৃষ্টি সহ্য করতে পারিনা।তার দিকে তাকিয়ে বলি অনেক সুইট আমার মামণি।
কিন্তু একজন মেয়ে যখন আমাদের মা বোন কন্যা কিছুই হয়না তখন আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়।তাকে আর অনেকে স্নেহ ভালবাসার দৃষ্টিতে তাকায় না বরং হিংস্র শিকারী চোখ তার স্পর্শকাতর অঙ্গপ্রত্যঙ্গ গুলোতে বিচরণ করে।তাকে মায়াবী পবিত্র না বলে সেক্সি মাল সহ নানাপ্রকার অসভ্য নোংরা ভাষায় সম্বোধন করে।কিন্তু এই মেয়েটিও কারো মা বোন বা কন্যা।আমাদের মা বোন কন্যাকে অপমান লাঞ্চিত করলে যেমন আমাদের খারাপ লাগবে তাদের বাপ ভাইয়ের তেমন লাগবে যাদের অপমান করি।
আসুন আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি, মেয়েদের সম্মান করি তাদের মানুষ ভাবার চেষ্টা করি তবেই সুন্দর হবে দেশ, সভ্য হবে মানুষ, পরিছন্ন হবে সমাজ।
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন