স্বাধীনতার পরিধি কতদূর?
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৯:৪৯:৩৩ রাত
--ফেলানির মাকে জিজ্ঞেস করলাম,
বিজয়ের মাসে আপনার অনুভুতি কী?
--সে আমায় বলল,
"কাটাতারে ঝোলা মেয়ের মৃতদেহ।
এছাড়া আমার কোন অনুভুতি নেই।"
---সাগর-রুনির ছেলেকে জিজ্ঞেস
করলাম, গনতন্ত্র মানে কী?
--সে আমায় বলল, "আমার বাবা মায়ের
খুনিকে ধরার ৪৮ঘন্টার আল্টিমেটাম।"
---বিশ্বজিতের বোনকে বললাম,
স্বাধীনতার মানে কী?
--সে আমায় উত্তর দিল,
"জনসম্মুখে আমার ভাইকে কোপানোর
অধিকার।"
---ডাঃ মাহজাবীনের বাবাকে বললাম,
দেশে আইনের শাসন যে ভাল চলছে
তার প্রমান কী?
--সে আমায় জানাল, "এমপির
হাতে আমার মেয়ে খুন হওয়ার পর
আরো প্রমান লাগে নাকি..?"
---আমজনতাকে বললাম, স্বাধীনতার
পরিধি কত?
--তারা চিৎকার করিয়া বলিতে লাগিল,
"বাংলা নামক এই দেশে অতীতে যা কিছু
হয়েছে বর্তমানে যা কিছু
হচ্ছে এবং ভবিষ্যতে যা কিছু হবে সবই
স্বাধীনতার
অন্তর্গত"
আচ্ছা বন্ধুরা আপনারা কি বলতে পারবেন
এর পরিধি কতদূর ??
বিষয়: রাজনীতি
৯৫১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন