অবৈধ প্রেমের খেসারত !

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:১২:০০ সন্ধ্যা

ধনী বাবা-মায়ের একমাত্র মেয়ে সামিয়া। বাবা সরকারী চাকুরীজীবী।

তার মা শহরের একটি হাইস্কুলে শিক্ষকতা করেন।বলতে গেলে তার বাবা-মা ভীষণ ব্যস্ত।তার খোঁজ-খবর রাখার সময় নেই।একপ্রকার লাগামহীন ভাবেই বড় হয়েছে সামিয়া।সামিয়া এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।ফলাফলটাও ছিলো সবার নজর কাড়ার মতো।সে গোল্ডেন A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে।ভর্তি হলো ঢাকার একটি নামকরা কলেজে।কলেজে আজ সামিয়ার প্রথম দিন।সবকিছুই যেন অন্যরকম লাগছে তার।কোনমতে ক্লাস শেষ করে বাড়ি ফিরলো সামিয়া।এভাবে বেশ কিছুদিন কেটে গেলো।হঠাৎ করেই কলেজের একটা ছেলে তাকে প্রপোজ করে বসলো।ছেলেটি দেখতে স্মার্ট হওয়ায় সেও তার প্রস্তাবে সাঁয় দিলো।প্রথম প্রথম কলেজে কথাবার্তা হতো,তারপর বিভিন্ন রেষ্টুরেন্টে।ধীরে ধীরে তাদের সম্পর্কটা গভীর থেকে গভীরতর হতে লাগলো।কলেজের ভেতর কথাবার্তায় তাদের আত্না তৃপ্ত হচ্ছিলো না।তাই রাত-দিন ফোনালাপ চলতে লাগলো।সেই সাথে স্কাইপিতে ভিডিও চ্যাট হতো দুজনার।

....সামিয়ার বাবা-মা তারপ্রতি অমনোযোগী হওয়ায় কথা বলতে তার কোন অসুবিধা হচ্ছিলো না।এভাবেই কেটে গেলো একটি বছর.........সামিয়া সত্যিই ছেলেটাকে ভালোবেসে ফেলেছিলো।তাই ছেলেটার জন্য সে জীবন দিতেও প্রস্তুত ছিলো।সেদিন ছিলো ১৩ই ফেব্রূয়ারী। সামিয়াকে ছেলেটা বললোঃ

-আমি যদি একটা কথা বলি,তুমি কী সেটা রাখবে?

-হ্যাঁ,রাখবো বলো !

-কাল যেন কত তারিখ?

-কেন,কাল ১৪ তারিখ

-কাল কী দিবস জানো??

-হ্যাঁ,ভ্যালেন্টাইন ডে!!

-কাল তোমাকে একটা সারপ্রাইজ দেবো!

-কি সারপ্রাইজ??

-কাল-ই দেখবে

-বলোনা কী সারপ্রাইজ!

-না,এখন বললে মজা পাওয়া যাবে না।কাল সন্ধ্যায় আমাদের মেসে এসো তবেই দেবো!!

-আচ্ছা ঠিক আছে জানু!!!...

এসে গেলো ১৪ই ফেব্রূয়ারী!!!পূর্বের কথামতো সন্ধ্যার দিকে সেজেগুজে বের হলো সামিয়া।ঊদ্দেশ্য সেই মেস।প্রায় ২০মিনিট পর তার প্রেমিক আবিরের মেসে এসে পৌঁছলো সামিয়া।ভেতরে প্রবেশ করে সামিয়া লক্ষ্য করলো তাদের কলেজের সবচেয়ে নোংরা চরিত্রের ৩টা ছেলে আবিরের রুমে বসা।আবিরের সাথে কী যেন আলাপ করছে।

তাদের দেখেই সামিয়া অজানা এক ভয় ও আতংকে শিউরে উঠল!!

এ ছেলেগুলোর সাথে আবিরের কি সম্পর্ক??

ভাবতে লাগলো সামিয়া.......আবিরের কন্ঠ শুনে সম্বিৎ ফিরে পেল সামিয়া।

-কী ব্যাপার সামিয়া??

এভাবে হা করে দাঁড়িয়ে রইলে যে??বসো বসো !! তোমার সারপ্রাইজ দেয়ার কথা ছিলো।

এতক্ষণ চুপ ছিলো ছেলেগুলো।এবার তারা মুখ খুললো!!

-তোমাকে আজ আমরা সবাই মিলে উপভোগ করতে চাই !

সেটার চেয়ে বড় সারপ্রাইজ আর কী হতে পারে??

রাগে কটমট করতে লাগলো সামিয়া,চলে আসার জন্য ঘুরে দাড়াতেই পিছন থেকে বদমাইশগুলো হায়েনার মত ঝাঁপিয়ে পড়লো সামিয়ার ঊপর!!!

রাতভর গণধর্ষণের পর তাকে জবাইকরে হত্যা করলো মানবরূপী হায়েনারা!!!

ঝরে গেলো একটি প্রাণ ।

গল্পটির এখানেই শেষ ।

এভাবেই বিশ্ব ভালোবাসা দিবস নামক নোংরা সংস্কৃতির নগ্ন ঊৎসব পালনকরা হচ্ছে পৃথিবীতে ।সতীত্ব নষ্ট করা হচ্ছে শত-শহস্র মেয়ের!!

দুঃখের বিষয়,আজ আমাদের প্রিয় মাতৃভূমিতেও পালিত হয় সেইদিবসটি !!!

~হে আল্লাহ্ ! তুমি সকল মুসলিম ভাই-বোনদেরকে সঠিক বুঝ দান করো~~আমীন।

বিষয়: বিবিধ

১১৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176417
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৮
শিশির ভেজা ভোর লিখেছেন : এসব উদ্ভট বানানো গল্প না বলে ভালো আরো অনেক পরামর্শ ছিলো সেগুলো দিতে পারতেন।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০৮
130343
সত্যের বিজয় লিখেছেন : হুম... গায়ে লেগেছে বুঝি ব্রাদার ? :p

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File