মনীষীদের অমূল্য বাণী

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১৮ জানুয়ারি, ২০১৪, ১২:০৪:১৮ দুপুর

#মহাজ্ঞানী হযরত সুলাইমান(আ.) এর অমূল্য উপদেশ :

১.অকারণে কারও সাথে বিবাদ করো না।আর বিবাদ বৃদ্ধির পূর্বেই তা বন্ধ কর।

২.যার ক্রোধ ধীর, সে বুদ্বিমান।হঠাৎ ক্রোধী অজ্ঞান।

৩.যে দারিদ্র্যকে উপহাস করে, সে আল্লাহকে নিয়ে ঠাট্টা করে।

৪.যে উপকার পেয়ে অপকার করে, অপকার তার বাড়ী ছাড়ে না।

#.হযরত মালেক ইবনে দিনার(রহ.) বলেন,এমন তিনটি মন্দ স্বভাব রয়েছে যেগুলো অপর তিনটি ভাল স্বভাব দ্বারা দূরীভূত হয়ে যায়,যথা-

১,অহংকার দূর হয় বিনয় ও নম্রতা দ্বারা,

২,লোভ দূর হয় অল্পেতুষ্টি দ্বারা,

৩,হিংসা-বিদ্বেষ দূর হয় উপদেশ প্রদান ও পর মঙ্গল কামনা দ্বারা।

#.ইমাম জাফর সাদিক (রহ.) বলেছেন,পাঁচ শ্রেণীর মানুষকে বন্ধুরূপে গ্রহণ করো না।যথা-

১. মিথ্যুক।কেননা তার থেকে প্রতারণা ছাড়া কিছুই পাবে না।

২.মুর্খ।প্রবাদ আছে 'মুর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রুও ভালো'।

৩.ভীরু।সে তোমার বিপদে এগিয়ে আসবে না।

৪.কৃপণ।সে প্রয়োজনের সময় দূরে দূরে থাকবে।তোমাকে ধরা দিবে না ।

#সাফল্যের জন্য তিনটি জিনিস প্রয়োজন:

১.অনুশীলন

২.কঠোর পরিশ্রম

৩.কাজের প্রতি ভালবাসা।

বিষয়: বিবিধ

৩০০১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163851
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৩
হতভাগা লিখেছেন : ভাল পোস্ট ।

''#.ইমাম জাফর সাদিক (রহ.) বলেছেন,পাঁচ শ্রেণীর মানুষকে বন্ধুরূপে গ্রহণ করো না।যথা- ''

০ পাঁচ নং টা কই ?
১৯ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২৯
118473
সত্যের বিজয় লিখেছেন : চার শ্রেণী হবে,বেখেয়ালে পাঁচ শ্রেণী হয়ে গেছে। Happy
163879
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১১
আব্দুল গাফফার লিখেছেন : পডে খুব ভালো লাগলো । অনেক ধন্যবাদ
১৯ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩০
118474
সত্যের বিজয় লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ, পড়ার জন্য ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File