কিছু ছবি এবার আপনাদের ভাল লাগতেও পারে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ৩১ মে, ২০১৪, ০৯:৪২:০৪ সকাল

১।



০২।



০৩।



০৪।



০৫।



০৬।



০৭।



০৮।



০৯।



১০।



১১।



১২।



প্রবাস জীবনে আমাদের প্রবাসীরা কত কষ্টে করে একটু দেখুন,

সারা দিন কত কষ্ট করে রাতে একটু আরামের জায়গা পর্যন্ত তারা পাননা।

১৩।



১৪।



১৫।



১৬।



১৭।



দুষ্টমি আর করবা???

১৮।



১৯।০



২০।



মানুষের ‘বর্বরতা’ মানুষের ‘ভালোবাসা’-এই ছোট্ট জীবনে দুটোই দেখেছে রবিউল। নৃশংসতার শিকার হয়ে দুই হাতই হারায় সে। এরপর কিছু মহানুভব মানুষের সহায়তায় আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার লড়াই শুরু হয় তার। কৃত্রিম হাত নিয়ে ছেলের এমন উচ্ছ্বাস হাসি এনেছে মা নাসিমা বেগমের মুখেও। ছবি: সাজিদ হোসেন

সূত্র প্রথম আলো।

২১।



কোরান তেলোয়াত করছেন প্রধানমন্ত্রী সেখ হাসিনা

২২।



অবিশ্বাস্য একটা নিউজ।

বৃধ্ব ৮০ বৎসরের মা কে দীর্ঘ এক মাস যাবত গোয়ালঘরে রেখেছে পটুয়াখালির এক কুলাঙ্গার সন্তান।

বৃধ্ব মা ঘরে প্রসরাব পায়খানা করেন বলে তাকে এই গোয়ালঘরে রেখে আসে এই পাষন্ড সন্তান।

ও আল্লাহ তোমার গজব দিয়ে এরকম কুলাঙ্গার সন্তানদের দুনিয়া থেকে উটিয়ে নাও।

যে মা দির্ঘ দশ মাস দশ দিন পেটে ধারন করে অসংখ্য কষ্ট সহ্য করে দুনিয়ার আলো বাতাসে নিয়ে আসল,

নিজ হাতে প্রস্রাব পায়খানা পরিস্কার করে বুকে লালন করে এত বড় করে তুলল,

যে মা সন্তানের সুখের জন্য নিজের জীবনটাই উৎসর্গ করে দিল,-

সে মা কে আজ গোয়ালঘরে যে রেখে আসে তার মতো হতবাগা কুলাঙ্গার আর কে হতে পারে।

হে আল্লাহ এই জাহিলিয়াতের যুগে একটাই প্রার্থনা-

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।

বিষয়: বিবিধ

২৫০৪ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228575
৩১ মে ২০১৪ সকাল ১০:০৭
হতভাগা লিখেছেন : ১২ . পাকের ঘরে থাকা যায় । তাই বলে বাথরুমে প্যানের উপর বেডিং বিছিয়ে থাকে !!!!!!!!

একটু বেশী বেশীই দেখানো হয়েছে ।


১৭. কি করবে ! মাও তো এরকম !





এগুলোও দেখতে পারেন :




অভিযোগ করতে চাইলে টোকেন সংগ্রহ করুন






অংক পরীক্ষার সময় এটা কি নিতেন ?




ক্যাটের সাথে এরা কারা ?





হুমমমমম! বিশ্বকাপ ফুটবল এসে গেছে ।

তবে ..... টার্গেট ২০২৬ , বিশ্বকাপ ফুটবল খেলবই !
৩১ মে ২০১৪ সকাল ১০:১৮
175270
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
আপনার ছবি গুলো দেখে না হেসে পারলাম না ভাই,
দারুন আপনার কালেক্শন, Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
228586
৩১ মে ২০১৪ সকাল ১০:২০
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ছবি গুলো বেশ...
৩১ মে ২০১৪ সকাল ১০:৩৯
175276
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ সন্ধাতারা
228590
৩১ মে ২০১৪ সকাল ১০:২৭
সায়েম খান লিখেছেন : অসাধারণ না বললেই নয়।
৩১ মে ২০১৪ সকাল ১০:৪০
175277
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : সায়েম খানকেও ধন্যবাদ
228595
৩১ মে ২০১৪ সকাল ১১:১৭
আহ জীবন লিখেছেন : ১> ডিজিটাল সাপুড়ে।
৫> খাজনা থেকে বাজনা বেশি। হ্যাকিং করা যাইব কি মনে হয়?
৭> সবছেয়ে কঠিনটা দিছেন। (আমার কাছে ভেজাইল্লা মনে হয়)
৯> পোলাটা সফল হইব? চাইরদিকে ত মাইয়া দেখতাছি।
৬> আমি ও বিপদে পরছিলাম এই রকম। শেষে কি বুদ্ধি আইল মাথায় কেমনে জানি।ভাবলাম আমার নামের পিছে রাশিয়ানগো "ভ" লাগাইয়া দেখি কি হয়। দিলাম। ওকে হইল। দেরিনা কইরা ইয়াহু, গুগল, হট মেইল একটা একটা কইরা খুইলা ফেলছি। যদি দখল হয়া যায়। পিলিস ভাই আম্নেরেই কেবল চুপিচুপি কইলাম কাওরে কইয়েন না।
৩১ মে ২০১৪ সকাল ১১:২৫
175291
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : দারুন সব কমেন্ট আপনার, সিরিয়াল কমেন্টের সাথে নং গুলো মিলে মিলে দেখতে খুবই ভাল লাগছিল আমার।
228596
৩১ মে ২০১৪ সকাল ১১:২২
আব্দুল গাফফার লিখেছেন : লাইক
৩১ মে ২০১৪ সকাল ১১:২৬
175293
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার কথা অনুযায়ী লাইক বাটনের সৃষ্টি করা হোক।
228599
৩১ মে ২০১৪ সকাল ১১:২৮
নোমান২৯ লিখেছেন :








নামায পড়ার দৃশ্যটা চিত্তাকর্ষক ।
ধন্যবাদ ভাল লাগলো ।
৩১ মে ২০১৪ দুপুর ১২:১৩
175313
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আসলে আমারো খুব ভাল লেগেছে দৃশ্যটা, শত পরিশ্রম করার পরো আল্লাহকে ভুলেনি রিক্সাচালক
228603
৩১ মে ২০১৪ সকাল ১১:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৯ আপ ১৬ ভাল লাগল।
২১ নং এর ক্যাপশন কি দেওয়া যায়?????????????????????????????????????
৩১ মে ২০১৪ দুপুর ১২:১৫
175316
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ২১ নং যেই হোক না কেন অনেক ভাল লাগে যখন এই ধরনের দৃষ্টটা দেখি, আমার স্ত্রী যখন কোরান তেলোয়াত করতে চায়না তখন এই ধরনের বড় বড় বিখ্যাত ব্যক্তির কোরান তেলোয়াতের দৃষ্টটা তুলে ধরি,
228608
৩১ মে ২০১৪ সকাল ১১:৫৭
আমি মুসাফির লিখেছেন : প্রসংশনীয় সংগ্রহ খুব ভাল লাগল। অনেক ধন্যবাদ
৩১ মে ২০১৪ দুপুর ১২:১৬
175317
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে উত্সাহ দেয়ার জন্য
228614
৩১ মে ২০১৪ দুপুর ১২:১১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো পিলাচ
৩১ মে ২০১৪ দুপুর ১২:১৬
175318
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
১০
228647
৩১ মে ২০১৪ দুপুর ০২:১৭
চিরবিদ্রোহী লিখেছেন : ২১ নং ছবিটার দৃশ্য শেষ কোন দিন দেখা গেছে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File