কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-৩১

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ০৬ এপ্রিল, ২০১৪, ০৯:৩২:১০ সকাল

০১।



আজ শুধুই প্রশ্ন করে যাবো আপনাদের

বলতে হবে এটা কোন দেশের কোন ব্রিজ?

০২।



মা বাবা চশমা কিনে দেয়ার দরকার কি!

তাই ছোট কালে নিজেই বানিয়ে নিতাম এই ধরনের চশমা,

বলতে হবে এটা কিসের তৈরী চশমা, এবং ব্লগের কারা কারা এটা বানিয়েছেন বললে খুশি হবো

০৩।



এই ধরনের ফুল আপনাদের আশে পাশে কোথাওনা কোথাও দেখতে পাওয়া যায়, এখন বলতে হবে এই ফুল গাছের নাম কি?

০৪।



এই জিনিষটা তো সবাই ঘুরাইয়েছেন !?

বলুন ত দেখি এটার নাম কি?

০৫।



ছোট প্রশ্ন মোবাইলটা গাছে ঝুলছে কেন ভাই?

০৬।



যারা চট্টগ্রামের আছেন কেবল তারাই বলবেন আঞ্চলিক ভাষায় এর নাম কি?

০৭।



এই পান গুলো চট্টগ্রামের কোথায় পাওয়া যায় চট্টগ্রামের বাসিন্দাদের বলতে হবে,

০৮।



ঝটপট বলতে হবে এই ফলের নাম কি?

০৯।



এই প্রশিদ্ধ ব্রীজটির নাম বলতে হবে আপনাদের আজ,

না চিনলে বুঝবো আপনারা অনেক কিছুই চিনেন না

১০।



আজ আপনাদের ছাড়ছিনা, বলতে হবে এই স্থানের নাম কি?

১১।



এই স্টেডিয়ামের নাম কি????

১২।



এই খেলাটির নাম আপনাকে বলতেই হবে না পারলে এখনই আপনার ছেলে থেকে জিজ্ঞাস করে নিতে পারেন।

১৩।



এটা ডাইরেক্ট প্রশ্ন, আপনাকে অবশ্যই সংক্ষিপ্ত উত্তর দিতে হবে

বিষয়: বিবিধ

২৬৫৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203153
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, এত সুন্দর এতদিন কোথায় ছিল
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৭
152564
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ওয়ালাইকুম আস্সালাম, আপনি কেমন আছেন ভাই ,
যদি আমার একটি প্রশ্নের উত্তর দিতেন , বিশেষ করে ১৩ নং টা তাহলে মনে করতাম আমার কষ্ট গুলো স্বার্থক হতো
203165
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৩
দ্য স্লেভ লিখেছেন : প্রায় প্রতিটার উত্তর জানি। জানলেই বলতে হবে নাকি ???
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩২
152567
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : তবুও আপনাকে ধন্যবাদ আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য
203178
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৮
বিন হারুন লিখেছেন : ১. জানিনা ২. নারিকেল পাতার চশমা যাতে কোন সাইট এ্যাফেক্ট নেই. ৩. জানিনা ৪. ফুরফুরি. ৫.খেলার আফড়েট চলছে. ৬. কচুর লতি চিংড়ি দিয়ে খেতে বেশ স্বাদ ৭. টেকনাফ. ৮. কাজু ৯.জানি না. ১০. হয়তো কক্সবাজার. ১১. স্টেডিয়াম বা খেলা দেখার স্থান ১২.বোনদেরকে খেলতে দেখেছিলাম নাম জানি না. ১৩. ছেলের প্রেমের ছলনা করে বোনের সব কেড়ে নেয় বলে. নাম্বার দেন
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩০
152591
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : মাশা আল্লাহ আপনি অনেক গুলো প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ হারুন ভাই
203179
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : একটার উত্তরও দিমু না, দেখি আপনি কি করতে পারেন.....
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩২
152592
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :
203190
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১নং চট্টগ্রামের কর্নফুলি ব্রিজ।
৫নং থার্ড আম্পায়ার এর ক্যামেরা।
৬ নং কচুর লতি।
৭ নং লাভলেইন এর পান।
৯ নং কালুর ঘাট ব্রিজ।

দেন এই বার ১০০০ টাকা নাইলে কিলামু!!!
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪০
152600
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪২
152601
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমার কাছে এই মহুর্তে টাকা ছিল না, তাই
১০০০ টাকার নোটটি আমার গুগুল মামা থেকে ধার নিয়ে আপনাকে দিয়েছি,
203200
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫০
চোরাবালি লিখেছেন : কইত্তাম না। এ্যা আইছে কইত্থন, হ্যাতিরে কইতে হইবো Tongue Tongue Tongue Tongue
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১২
152609
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :

এত ফ্যাসাল করিয়েন না ভাই,
না হয় কিছু লন, তবু কন
203214
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম...চালিয়ে যান
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৪
152617
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
203321
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা খাইরান.. অনেক ভালো লাগলো পড়ে
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৮:০২
152950
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
203694
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সব প্রশ্নের উত্তর নকল করে কপি করার জন্য কাগজে লিখে নিয়েছিলাম। মাগার পকেটমার হারামজাদা টাকা মনে করে কাগজটাই নিয়ে গেলো!
অহন আমি কিভাবে উত্তর দিমু?
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৬
152988
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File