আজ সেই ঐতিহাসিক ৬ এপ্রিল

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৬ এপ্রিল, ২০১৪, ০৯:০৩:৩৫ সকাল



Rose Roseআজ সেই ঐতিহাসিক ৬ এপ্রিল Rose Rose,

গত বছরের এই দিনে বাংলার অর্ধ কোটির বেশি মানুষ ঈমান দীপ্ত স্লোগান তুলে নাস্তিকদের উপযুক্ত বিচারের দাবীতে বর্তমান মতিঝিল শহীদ চত্বরে (শাপলা চত্বর) একত্রিত হয়।

বাংলাদেশের সর্বকালের সকল রেকর্ড ভঙ্গ করে আল্লামা আহমেদ শফীর নেতৃত্বে ইসলাম ও নবী প্রেমীরা দল-মত নির্বিশেষে সেখানে জড়ো হয়।

শুরু হয় বিশ্বব্যাপী একটি ইসলামী জাগরণ। না-রায়ে তাকবীর আল্লাহু আকবার শ্লোগানে পুরো আকাশ-বাতাস মুখোরিত হয়ে পড়ে।

সারা বিশ্ব দেখে এক মহা জাগরণ। কোন মিডিয়াই এড়িয়ে যেতে পারেনি এমন মহা দৃশ্য। আর এমন একটি মহা-জাগরণে শত বাধা বিঘ্ন ভেঙ্গে চুরমার করে লক্ষ মানুষের মত আল্লাহ্‌ আমাকেও শরীক করেছেন ৬ এপ্রিলের সেই ইসলামী বিশ্ব জাগরণ মঞ্চে।

শুক্রিয়া আল্লাহর দরবারে। সবিশেষ আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যেন, আল্লাহ্‌ আমাদের মুসলিম জনতাকে সেই ৬ এপ্রিলের মত আবারো জেগে উঠার তৌফিক দান করে, যেন ধ্বংস হয়ে যায় নাস্তিক, আল্লাহর রাসুলের অপমানকারী ও তাদের আশ্রয়-প্রশ্রয় প্রদানকারী দেশি বিদেশি মুনাফিক ও হনুমানরা ।

বিষয়: বিবিধ

৯২৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203155
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : লক্ষ মানুষের মত আল্লাহ্‌ আমাকেও শরীক করেছেন ৬ এফ্রিলের সেই ইসলামী বিশ্ব জাগরণ মঞ্চে।
203172
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৯

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন :
203182
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:২২
বিন হারুন লিখেছেন : রেন্ডিয়াদের মিড়িয়া যতই প্রচার করুক বাংলাদেশের মুসলিমরা ধর্ম প্রিয় নয়. বাংলাদেশের লাখো জনতা রাস্তায় নেমে প্রমাণ করেছে আমরা ধর্ম প্রিয়. সুযোগ আসলে লাল সবুজের পতাকা ইসলামের শীতল হাওয়ায় পত্ পত্ করে উড়বে.
203192
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেইদিনটি আবার ফিরে পাওয়ার অপেক্ষায়।
203215
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : কান ধরে তওবা করে সেদিন তারা পার পেয়েছিল। এই ছিল তাদের ঈমানী শক্তি। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor


203322
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা খাইরান.. অনেক ভালো লাগলো পড়ে
203669
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩০
হানিফ খান লিখেছেন : ইসলামের পুরো ইতিহাস জানা থকালে আলেম উলামাদের নিয়ে এমন বাজে কমেন্ট করতেন না। @মেঘ ভাঙ্গা রোদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File