কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-১১
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪১:১২ সকাল
০১।
মনডা কয়, হেতেরে ধইরা পানিতে চুবাই...
০২।
এই ছবিটি পাবলিশ করা ঠিক হচ্ছে কিনা, জানিনা। তবে এর পিছনের মর্মান্তিক কাহিনীটা না বলে পারছি না। ছবিটা দেখার পর মাথা ক্রাকড হয়ে আছে পুরোপুরি।
জানুয়ারী ১০, ২০১০, ৭.২ ম্যাগনিচুডের এক ভূমিকম্প নাড়িয়ে দেয় পুরো হাইতিকে। ৩ মিলিয়ন মানুষের উপর সরাসরি প্রভাব ফেলে এই ভূমিকম্পটি। দারিদ্রতা, দৈনন্দিন খাবারের অপ্রাচুর্যতা নিয়ে মুখ থুবড়ে পড়া গৃহহীন হাইতিয়ান মৃতের সংখ্যা ভূমিকম্পের ঠিক পরবর্তী ধকল সহ্য করতে না পেরে দিন দিন বাড়তে থাকে।
একদম বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ, সর্বমোট ২ লক্ষ ২০ হাজারেরও বেশী মানুষ মারা যায়। আহত হয় ৩ লক্ষাধিক মানুষ।
এতো এতো মৃতদেহ সামাল দেওয়া নিয়ে বিপদে পড়ে যায় হাইতি গভর্নমেন্ট। একটার উপর আরেকটা মৃতদেহ চাপা দিয়ে মরদেহের স্তুপ তৈরী করা হয়। জায়গার স্বল্পতার জন্যে স্তুপের উপর স্তুপ তৈরী করা হয়।
মৃত শিশুদেরও ছুড়ে ফেলা হয় স্তুপের মধ্যে। অমানুষিকভাবে।
তেমনি একটি শিশুকে ছুড়ে ফেলার সময়ে তোলা এই ছবিটি।
বাংলাদেশের ঢাকা ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম।
আমি চিন্তা করতে চাই না....এরকম একটি ভূমিকম্প ঢাকায় এফেক্ট করলে কি ঘটবে!
চিন্তাহীন মানুষ অনেকদিন বাঁচে....
বাংলাদেশ সরকার অনেকদিন বাঁচুক!
০৩।
ভাই,
পাকিস্তানের কেউ একজন আমাকে ইংরেজি শেখাতে আসছে....একটু শিক্ষা দীক্ষা নেই উনার কাছ থেকে...
কি বলেন?
০৪।
টেবলেটটা অনেক বড় , সুন্দর লাগতেছিল তাই দিলাম আপনাদেরকে
০৫।
সিউলের নজরকাড়া রাতের ছবি
০৬।
সমকাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে সংবাদটি অনলাইন থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু জাতীয় শোকের বিষয় নিয়ে মসকরা কোন ভুলের পর্যায়ে পড়ে না। সমকাল কোন ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠান। এতগুলো লেয়ার অতিক্রম করে এ ধরনের সংবাদ কি করে ছাপা হয়? ভাবতেই পারছি না- এ পত্রিকার প্রধান সম্পাদক এ বছরই একুশে পদক পেয়েছে। এ ধরণের নিউজের সাথে সংশ্লিষ্ট সকলের শাস্তি দাবী করছি...
০৭।
কৃত্রিম সৌন্দর্য বাড়ানোর পরিনাম!
খুব সখ ছিল হাসলে গালে টোল পড়বে। ক্যারেলে ক্যাম্পবেল। পেশায় আইনজীবী। `ডিম্পল প্রসিডিওয়র` করাতে গিয়েই বাধল বিপদ। টোলের বদলে গালে হয়ে গেছে গর্ত।
ক্যাম্পবেল প্রথম নারী যিনি কৃত্রিম ভাবে গালে টোল পড়ানোর প্লাস্টিক সার্জারি করান। কিন্তু এখন মুখে ক্ষত তৈরি হওয়ায় অনুশোচনা ছাড়া উপায় নেই। তবে যার জন্য এত ঝক্কি, তাতে খরচাও কম হয়নি। মোট ২,৫০০ ডলার গুনতে হয়েছে এই নারীকে। প্লাস্টিক সার্জারির পর দেখা যায়, গালের গর্ত আরও গভীর হয়েছে।
চিকিৎসকরা বলছেন এখন আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা অসম্ভব। টোলের সখ `শক` দিয়েছে ক্যারেলেকে। বার বার আপশোস করা ছাড়া এখন আর কোনও উপায় নেই, মানছেন তিনিও। জি নিউজ।
০৮।
দুবাইয়ের বুর্জ আল খালিফা পৃথিবীর সবথেকে উচ্চতম ভবন। সেই আকাশ ছোঁয়া স্থাপত্যের চূড়ায় আলোর ঝলকানি দেখে চমকে উঠেছে বিশ্ববাসী। গত সপ্তাহে প্রবল ঝড়ের রাতে চিত্রগ্রাহক ব্রায়ান হকিন্সের ক্যামেরায় এমনই দূর্লভ ছবি ধরা পড়েছে।
গত ১২ ফেব্রুয়ারির রাতে দুবাইয়ের বে এরিয়াতে কালো মেঘে ছেয়ে যায়। চলতে থাকে ঝড় বৃষ্টির খেলা। চারিদিকে আলোর শিরা উপশিরা জড়িয়ে ধরে খালিফা বিল্ডিংয়ের চূড়াকে। তিনি নিজেও স্তম্ভিত হয়ে পডেন তাঁর ক্যামারায় এমন ছবি দেখে। তিনি জানিয়েছেন, অঝোর ঝড়ে বৃষ্টি হওয়ার জন্য ৪ ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। হাতে ক্যাননের 5D Mark III DSLR ক্যামেরা। সময় কাটানোর জন্য আশপাশের বৃষ্টি ভেজা শহরের ছবি তুলছেন। কিন্তু আচমকা এমন বজ্র বিদ্যুতের ঝলকানি সাড়া আকাশকে ছেয়ে ফেলবে আর খালিখার শিখরে বিদ্যুত ছটা ঠিকরে বের হবে এটা কল্পনাতেও ভাবেন নি তিনি। তার এই ছবি সারাবিশ্বে হৈচৈ ফেলে দিয়েছে। তিনি জানিয়েছেন এই ছবিটি ১০০ শতাংশ সত্যি। এই ছবিতে কোনও সফটওয়ারে কাজ করা হয় নি।
০৯।
মানবাতা আজ আঁধার ঘরে ঢুকরে কাঁদে। মানবাতা আজ মুসলমানদের পাশে নেই। মানবতা আজ পরাধীনতার শৃঙ্খলে বন্দি। কি দোষ এই মুসলমানদের? কোন অপরাধে এদের পাইকারীহারে শহীদ করা হচ্ছে?
কেন আজ মুসলমানদের মসজিদে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হচ্ছে? কেন আজ মুসলিম মহিলাদের সম্ভ্রমহানী করা হচ্ছে? কেন মাসুম শিশুকে মায়ের সামনে হত্যা করা হচ্ছে?????? কোথায় আজ মানবতা? কোথায় হিউম্যান রাইটস ?? অপরাধ কি ?? এরা মুসলমান এটাই কি অপরাধ??
হ্যাঁ হ্যাঁ !!" আমি আফ্রিকার কথা বলছি... সেখানে এখন কোন অবশিষ্ট মুসলমান বেঁচে আছে কিনা আমার জানা নাই... কিছু হয়ত জীবন রক্ষার্থে পাশ্ববর্তী দেশ চাদে চলে গেছে। আর যারা যেতে পারে নাই তারা..............!
জানি ইসলাম বিদ্বেষী কাফেরদের কোন দয়া হবে না মুসলমানদের প্রতি....
তারা হয়তো খুশিতে বগল বাজাচ্ছে। আমি সেই সকল মুসলমানদের বলতে চাই, যারা নিজেদের মুসলমান পরিচয় দেয়.... এই আফ্রিকার মুসলমানরা কি আপনাদের ভাই না?? আপনার বোন নয়? আপনার মা নয়? কেনই বা হবে?? তারাতো আপনার রক্তের সম্পর্কের কেউ না। কি যায় আসে আপনাদের ???
ঐ সৃষ্টিকর্তার দরবারে বিচার দিলাম !!
আমার ভাইয়ের হত্যার বিচার..
আমার বোনের সম্ভ্রমহানীর বিচার...
আমার সন্তানের হত্যার বিচার.
১০।
আমার সব চেয়ে প্রিয় নায়ক জন সিনা, তার বিগ ফাইট না দেখলে রাতে ঘুম আসেনা, দুঃখের বিষয় হলো যখন তার ফাইটিং চলে তখন ইন্ডিয়ান সিরিয়ালে ভরপুর থাকে নাটক, তখন বউয়ের সাথে তো রিমুট নিয় ঝগড়া চলবেই, তবে আপনারা জানেন রিমুট নিয়ে ঝগড়াতে কে জয় হয়, তই আমি আর কি করবো
ইন্টারনেটে সারক্ষনই তার সাইটে থাকি। আমার মনে হয় আমিই একমাত্র তার ভক্ত কিন্তু ছোট ছেলেরাও তার ভক্ত সেটা জানতাম না এমনকি তার মতো নায়কও হতে চায় বিস্তারিত দেখুনভিডিওটি দেখতে ব্লিক করুন এখানেই
বিষয়: বিবিধ
২৬১৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমকালের এই পোজটা ঠিকই ছিল বলে মনে করি ।
বছরের বাকী ৩৬৫/৩৬৪ দিন উর্দূর মাসতুতো ভাই হিন্দীতে গান শুনে , সিনেমা-সিরিয়াল দেখে এই বাকী একটা দিন বাংলার জন্য দরদ/ন্যাকামী দেখানো পরিহাস বলেই মনে হয় ।
এই পোজ যার মাথা থেকে এসেছে তাকে স্যালুট- অন্তত সে আসল সত্যটাকে কাজের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছে ।
প্রথম ছবিটা বোধ হয় কোন বিহারী এলাকার নেতার লাগান। একটি সত্যি কথা চট্টগ্রামের বিহারী অধ্যুষিত এলাকাগুলিতে সবসময় আওয়ামি প্রার্থি বিজয়ি হয়্।
মন্তব্য করতে লগইন করুন