বাংলার তাবৎ ঘৃণায় ধ্বংস হোক আওয়ামীরা.........।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৫৪:২৪ সকাল



আমি চাই আওয়ামী খুনি ধর্ষক লোটেরা খুনি স্বৈরচারীরা ক্ষমতায় থাক আর ও ৫ বছর...........

মানুষের তাবৎ ঘৃণায় তলিয়ে যাক ধ্বংসের অতল গহ্বরে..........

এত জুলুম গোম খুন লোটপাট এর পরেও জামাতের এই কি অবস্থা????????

আসলে কোন আদর্শবাদী আন্দোলন বা সংগঠনকে যে নির্যাতনের ষ্টীম রোলার চালিয়ে ও স্তব্ধ করা যায় না এটাই তার প্রমান নয় কি??

এইসব আদর্শ যতই নিপীড়নের উৎপীড়নের স্বীকার হয় ততই মানুষের হৃদয়ের গভীরে যে প্রোতিত হয় তা কি চেতনার জানুয়াররা বুঝে..........

তারা না বুঝে দুনিয়া ও পরকাল উভয়ে ধ্বংস হলে কার কীইবা করার আছে??????

আরেকটা বিষয় কেও কি বলতে পারবে জামাতের কেও সংগঠনের কমান্ডের বাহিরে গিয়ে নির্বাচন করেছে?? আথচ BNP তাদের প্রার্থীকে বসাতে চেয়ে ও পারেনি!!!!! যদি সত্যিকারের ঐক্যের নির্বাচন হত তাহলে জাতী প্রত্যক্ষ্য করত আওয়ামী হায়েনাদের ভরাডুবি কারে কয়........

আলহামদুলিল্লাহ্‌ । আলহামদুলিল্লাহ্‌ । আলহামদুলিল্লাহ্‌ । সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম ।

প্রথম ধাপের ৯৭ উপজেলা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে ভালো ফলাফল করেছে জামায়াত ইসলামী । নানান কারণে রাজনৈতিক ভাবে কোণঠাসা হয়ে পরা এই দলটি চেয়ারম্যান পদে #২৮টি উপজেলায় প্রার্থী দিয়ে জয় পেয়েছে ১৩টি । যেখানে জোটগত ভাবে তাদের একক পাত্রী ছিলো মাত্র ৫ ! বাকি আসনে তাদের প্রতিদ্বন্দ্বী ছিলো জোটের শরিক বিএনপিও

প্রাথমিক ভাবে তাদেরকে ১৪টি আসন দেয়ার কথা থাকলেও স্থানীয় বিএনপি ৭টিতে এবং বাকি দুটিতে কেন্দ্র থেকে বসিয়ে দিলেও প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে রাখা যায় নি । অন্যদিকে দুদলই ১৪টি করে আসনে নিজেরা নিজেদের প্রার্থী নিয়ে মাঠে নামে । যেখান থেকে জামায়াতের ৯জন প্রার্থী জয় লাভ করে ।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ২৩জন এবং নারী আসনে ১০জন প্রার্থী জয় লাভ করে । তবে মোট কতজন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দেয়া হয়েছে দলের পক্ষ থেকে সে খবর নিশ্চিত করা হয় নি দৈনিক #সমকালের খবরে

কি আর বলবো !

মিডিয়া বিএনপির বিদ্রোহীদের জন্য কলাম খোলে ; লীগের বিদ্রোহীদের জন্যও রাখে ; ভোট না পাওয়া জাপার নামও তাদের কলামে 00 (ডাবল জিরো) সমেত দেখাতে থাকে ; কিন্তু জামায়াতের নাম লেখার জন্য কালি থাকে না !

ঘৃণাও হয় । লজ্জাও লাগে !

বিষয়: বিবিধ

১১৫৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179706
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২৬
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : কালকে একুশে টিভির টকশো দেখলাম। সমকালের আবু সাঈদ জামায়াতের উত্থানর পিছনে তাদের আর্থিক উৱস এবঙ সাম্প্রদায়িকতা খূজে। তবে স্থানীয় সরকার বিশ্লষক তোফায়েল আহমেদ তারে একটা বাশ দিল এই বলে যে, তাহলে কি ঔ এলাকার আওয়ামীলীগের প্রার্থীদের টাকা নাই? Tongue Tongue Tongue Tongue
বেচারা সমকাল কর্তা...... Tongue Tongue Tongue
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৭
132694
সত্য নির্বাক কেন লিখেছেন : সকালে একজন কইল (সাবেক র‍্যাব সদস্য)নিশি রাতে চলা বেশ্যাদের লজ্জ্বা থাকলে ও থাকতে পারে আওয়ামীদের নাই..........
একটু আগে একজন বলে গেল জামাতরে নাকি নিশ্চিহ্ন করে দেয় ..... দেখা মাত্র গুলি করে....... আসলে কি আল্লাহ্‌ আল্লাহর দ্বীনকে রক্ষা করবেনই......
গতকাল একভাই মন্তব্য করেছিল এইভাবে........কি আর বলবো !
মিডিয়া বিএনপির বিদ্রোহীদের জন্য কলাম খোলে ; লীগের বিদ্রোহীদের জন্যও রাখে ; ভোট না পাওয়া জাপার নামও তাদের কলামে 00 (ডাবল জিরো) সমেত দেখাতে থাকে ; কিন্তু জামায়াতের নাম লেখার জন্য কালি থাকে না !

ঘৃণাও হয় । লজ্জাও লাগে !
হাইরে কপাল পোড়া মিডিয়া............ তোরা যদি ঠিক হতি তবে জাতি্র আজ এত অধঃ পতন হত না.........
179708
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০১
সত্য নির্বাক কেন লিখেছেন : إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ [١١٠:١]
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
﴿١﴾

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا [١١٠:٢]
এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
﴿٢﴾

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا [١١٠:٣]
তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।
﴿٣﴾
179711
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৪
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : কাউকে গুলি করে মারা, কোন কারন না দেখিয়েই বিচার করা, হত্যা করা, এটা ভাল সরকারের কাজ নয়, তবে অচিরে তার ফলাফল মানুষ দিবে যেভাবে আগে দিয়েছিল
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫২
132726
সত্য নির্বাক কেন লিখেছেন : ইনশে আল্লাহ্‌ । তবে আমরা আল্লাহর কাছেই সর্বোত্তম প্রতিদান আশা করি.....
179719
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৬
হতভাগা লিখেছেন : এই রকম ১০০ তে ১০০ টাতে জিতলেও কোন লাভ নেই ।

২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৩
132727
সত্য নির্বাক কেন লিখেছেন : তা ঠিক.... হায়েনারা যে তাও মানতে পারে না.....
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
132747
হতভাগা লিখেছেন : নির্মম সত্যটা হজম করা কঠিন, ভায়া ।
179755
২০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০১
ডাহুকী লিখেছেন : চাপাই নবাবগনজের নাচোলে জামায়াত কে জোর করে হারিেেয় দেয়া হয়েছে। অবশ্য এর জন্যে বি.এন.পি ও দায়ী। কারণ বি.এন.পি ও প্রার্থী দিয়েছিল।জামায়াতের কাজ হলো নি:শর্তভাবে বি.এন.পি কে সব কিছু দেয়া।
২০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৫
132778
সত্য নির্বাক কেন লিখেছেন : তাই নাকি..। আসেন তা হলে এক্কান গল্প শুনি....এক ব্যক্তি আমিরুল মুমিনীন আলী রা. এর কাছে এসে বলল: আমিরুল মুমিনীন!
আমি আপনাকে চারটি প্রশ্ন করবো, অনুগ্রহ করে জওয়াব দেবেন:
১। বড় কর্তব্য কী? তার চেয়ে বড় কর্তব্য কী?
২। নিকটবর্তী কী? তার চেয়ে নিকটবর্তী কী?
৩। বিস্ময়কর কী? সবচেয়ে বিস্ময়কর কী?
৪। কষ্টকর কী? সবচেয়ে কষ্টকর কী?

আমিরুল মুমিনীন জবাব দিলেন:
১। বড় কর্তব্য হল আল্লাহর আনুগত্য করা,
তার চেয়ে বড় কর্তব্য হল পাপ ত্যাগ করা।
২। নিকটবর্তী হল কিয়ামত।
তার চেয়ে নিকটবর্তী হল মৃত্যু।
৩। বিস্ময়কর হল এই দুনিয়া।
সবচেয়ে বিস্ময়কর হল দুনিয়ার প্রতি আকর্ষণ।
৪। কষ্টকর হল কবর।
সবচেয়ে কষ্টকর হল পাথেয় ছাড়া পরকালে পাড়ি দেয়া ।
179985
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : জালেমের ধ্বংস অনিবার্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File