_____আওয়ামীলীগের চাইতে ভালো ফল করেছে জামায়াত !!!ヅ
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২১:২৩ সকাল
দেশের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিএনপি সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। বিএনপির শরিক হিসেবে জামায়াতও তুলনামূলক ভালো ফল পেয়েছে। যা অনেক ক্ষেত্রে সরকারীদল আওয়ামীলীগের চাইতে ভালো ! গতকাল ৪০ জেলার ৯৭টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দল ভেদে বিজয়ী প্রার্থী :
চেয়ারম্যান
পদে বিএনপি সমর্থিত ৪৩ জন (দু'জন বিদ্রোহীসহ), আওয়ামী লীগ সমর্থিত ৩৪ জন, জামায়াত সমর্থিত ১৩ জন সমিতি সমর্থিত একজন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ভাইস চেয়ারম্যান
বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ৩২ জন, আওয়ামী লীগ সমর্থিত ২৪ জন, জামায়াত সমর্থিত ২৩ জন, স্বতন্ত্র ছয়জন, জাতীয় পার্টি তিনজন এবং অন্যান্য চারজন। বাকীগুলোর ফল পাওয়া যায়নি।
মহিলা ভাইস চেয়ারম্যান
বিএনপি সমর্থিত ৩৪ জন, আওয়ামী লীগ সমর্থিত ৩৪ জন, জামায়াত সমর্থিত ১০ জন, স্বতন্ত্র সাতজন, জাতীয় পার্টির একজন এবং অন্যান্য তিনজন জয়ী হয়েছেন।
ফল বিশ্লেষণ:
দেখা গেছে, বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে জাতীয় নির্বাচন বর্জন করলেও উপজেলায় ভালো ফল করেছে জামায়াত। যুদ্ধাপরাধের বিচারে কোণঠাসা এ দলটির সমর্থিত ১৩ প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। এবারে ২৮ উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী ছিল। এর মধ্যে সিলেটের জৈন্তাপুর, রংপুরের মিঠাপুকুর, নীলফামারীর জলঢাকা, বগুড়ার শেরপুর ও সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির প্রার্থী ছিল না। প্রথমে জামায়াতকে ১৪টিতে ছাড় দিলেও শেষ পর্যন্ত সাতটিতে বিএনপি স্থানীয়ভাবে একক প্রার্থী দেয়। অপর দুটিতে বিএনপি দলীয়ভাবে জামায়াতকে সমর্থন দিলেও বিদ্রোহীদের প্রতিদ্বন্দ্বিতা থেকে আটকাতে পারেনি। ১৪ উপজেলায় বিএনপি-জামায়াত দু'দলই আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী দেয়। এসব উপজেলার নয়টিতে জয়ী হয়েছে জামায়াত। যেহেতু জামায়াতকে আ:লীগ:বিএনপিকে মেকাবেলা করেই জয়ী হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই হিসেবে জামায়াতের ফলাফল তুলনামূলক সরকারীদল আওয়ামীলীগের চাইতে ভালো !
নির্বাচনে ভরাডুবি হয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির। সর্বশেষ নির্বাচনে সংসদে ৩৪ আসন পেলেও উপজেলায় চেয়ারম্যান পদে মাত্র একটিতে জয় পেয়েছেএরশাদের দল।
জামায়াতে ইসলামী সমর্থিত বিজয়ী প্রার্থীরা :
খুলনার কয়রায় আ খ ম তমিজউদ্দিন, বগুড়ার ধুপচাচিয়ায় জামায়াতের আবদুল গনি ম-ল, নন্দিগ্রামে নুরুল ইসলাম ম-ল, শেরপুরে দবিবুর রহমান, পাবনার আটঘড়িয়ায় জহুরুল ইসলাম খান, সাঁথিয়ায় মোখলেসুর রহমান, ঝিনাইদহের কোটচাঁদপুরে মাওলানা তাজুল ইসলাম, নীলফামারীর জলঢাকায় আলহাজ সৈয়দ আলী, রংপুরের মিঠাপুকুরে গোলাম রব্বানী।
বিস্তারিত আসছে ..............
বিষয়: রাজনীতি
১০৯৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন কি আওয়ামী লীগ বিএনপি-জামায়াত জোটের কাছে ক্ষমতা হস্তান্তর করছে ?
মন্তব্য করতে লগইন করুন